অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের সমাজবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের বইয়ের তালিকা জানা জরুরী। কেননা অনার্সে সমাজবিজ্ঞান বিভাগের প্রতি বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দিব।
আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের সমাজবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স সমাজবিজ্ঞান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন।
অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ
অনার্স ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে চারটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর দুইটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো একটি নিজের পছন্দমত বেছে নিতে হবে। "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
মেজর সাবজেক্টঃ
- প্রারম্ভিক সমাজবিজ্ঞান (২১২০০১)
- সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা (২১২০০৩)
- রাজনৈতিক সমাজবিজ্ঞান (২১২০০৫)
- সামাজিক সমস্যা (২১২০০৭)
নন মেজর সাবজেক্টঃ
- রাজনৈতিক তত্ব পরিচিতি (২১১৯০৯)
- অর্থনীতির মূলনীতি (২১২২০৯)
বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১)
এই হচ্ছে NU honours 1st year sociology department book list. উপরে অনার্স প্রথম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া রাজনৈতিক তত্ব পরিচিতি এবং অর্থনীতির মূলনীতি এই ২টি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে।
অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমান সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ৮টি বই পড়তে হয়। এই আটটি বইয়ের তালিকা হচ্ছে-
- Introductory Anthropology
- Social Statistics
- Classical Social Thought
- Research Methodology
- Bangladesh Economy
- Political Organization And Political System Of UK And USA
- English (Compulsory)
এই ছিলো nu honours 2nd year sociology department book list. উপরে অনার্স ২য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বই English বাধ্যতামূলক থাকবে। এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে।
অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-
- সামাজিক অসমতা
- গ্রামীণ সমাজবিজ্ঞান
- ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব
- ধর্মের সমাজবিজ্ঞান
- সমাজ ও সম্প্রদায়
- সমাজ মনোবিজ্ঞান
- নগর সমাজবিজ্ঞান
- বাংলাদেশের সমাজ কাঠামো।
এই হচ্ছে NU honours 3rd year sociology department book list. উপরে অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ
অনার্স ৪র্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
- Gender, Society and Development (242001)
- Sociology of Development (242003)
- Social Demography (242005)
- Sociology of Environment (242007)
- Sociology of Bangladesh (242009)
- Social Change (242011)
- Deviance and Crime (242013)
- Industrial Sociology (242015)
- Peasant Society (242017)
- Viva-voce - মৌখিক পরীক্ষা (242018)
এই হচ্ছে NU honours 4th year sociology department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার সমাজবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।
উপসংহারঃ
আশা করছি আপনারা এই পোস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের সমাজবিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের সমাজবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। তবে যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক করে পাশে থাকুন।