অনার্স সকল বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বই সমূহের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের পদার্থবিজ্ঞান বিভাগের প্রতি বর্ষে আলাদা আলাদা বই পড়তে হয়। এই কারনে অনার্সের পদার্থবিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের নাম জেনে রাখা জরুরী। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দিব।
আপনারা এই পোস্ট থেকে অনার্সের পদার্থবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন।
অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ১ম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। এখানে নন মেজর দুইটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো একটি নিজেদের পছন্দমত বেছে নিতে হবে। "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-
- Mechanics (212701)
- Properties of Matter, Waves & Oscillations (212703)
- Heat, Thermodynamics and Radiation (212705)
- Fundamentals of Mathematics (213709)
- Calculus-I (213711)
যেকোনো একটি সাবজেক্টঃ
- Chemistry-I (212807)
অথবাঃ
- Introduction to Statistics (213607)
বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (Compulsory)
এই হচ্ছে NU honours 1st year physics department book list. উপরে অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ রয়েছে। তবে উপরে দেয়া Chemistry-I এবং Introduction to Statistics এই ২টি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে।
অনার্স ২য় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ২য় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বইয়ের তালিকা হচ্ছে-
- Electricity & Magnetism
- Geometrical & Physical Optics
- Classical Mechanics
- Physics Practical-II
- Calculus-II
- Math Lab (Practical)
- General Chemistry-II And Enviromental Chemistry অথবাঃ Methods of Statistics And Statistics Practical-II
বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ
- English (Compulsory)
এই হচ্ছে NU honours 2nd year physics department book list. উপরে অনার্স ২য় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। উপরে দেয়া General Chemistry-II And Enviromental Chemistry অথবা Methods of Statistics And Statistics Practical-II এই চারটি সাবজেক্টের মধ্যে প্রথম দুইটি অথবা দ্বিতীয় দুইটি সাবজেক্ট নিতে হবে। তবে অনার্স দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বই English (Compulsory) বাধ্যতামূলক থাকবে। কিন্তু এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে।
অনার্স ৩য় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৩য় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-
- Atomic & Molecular Physics
- Quantum Mechanics-I
- Computer Fundamentals and Numerical Analysis
- Electronics-I
- Nuclear Physics-I
- Solid State Physics-I
- Mathematical Physics
- Physics Practical-III
এই হচ্ছে NU honours 3rd year physics department book list. উপরে অনার্স ৩য় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ
অনার্স ৪র্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই আটটি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
- Nuclear Physics-II (242701)
- Solid State Physics-II (242703)
- Quantum Mechanics-II (242705)
- Electronics-II (242707)
- Classical Electrodynamics (242709)
- Statistical Mechanics (242711)
- Computer Application and Programming (242713)
- Theory of Relativity and Cosmology (242715)
- Viva-Voce মৌখিক পরীক্ষা। (242718)
এই হচ্ছে NU honours 4th year physics department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার পদার্থবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।
উপসংহারঃ
ইতিমধ্যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের পদার্থবিজ্ঞান বিভাগের বই সমূহের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের পদার্থবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন।