অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ব্যবস্থাপনা বিভাগের প্রতি বর্ষে আলাদা আলাদা বই পড়তে হয়। এই কারনে অনার্সের ব্যবস্থাপনা বিভাগের সকল বর্ষের বইয়ের নাম জেনে রাখা জরুরী। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা এই পোস্ট থেকে অনার্সের ব্যবস্থাপনা বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে "বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Introduction to Business - ব্যবসায় পরিচিতি (২১২৬০১)

  • Principles of Management - ব্যবস্থাপনা নীতিমালা (২১২৬০৩)

  • Principles of Accounting - হিসাববিজ্ঞান নীতিমালা (২১২৬০৫)

  • Principles of Marketing - বাজারজাতকরণ নীতিমালা (২১২৬০৭)

  • Micro-Economics - ব্যষ্টিক অর্থনীতি (২১২৬০৯)

  • History of the Emergence of Independent Bangladesh - স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১)


এই হচ্ছে NU honours 1st year management department book list. উপরে অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা‌ঃ

বর্তমানে অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • ব্যবসায় গণিত (২২২৬০৯) 

  • মানব সম্পদ ব্যবস্থাপনা (২২২৬০১)

  • ব্যবসায় যোগাযোগ (২২২৬০৩)

  • অর্থায়নের নীতিমালা (২২২৬০৭)

  • সামষ্টিক অর্থনীতি (২২২৬১৩)

  • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (২২২৬১১)

  • ব্যবসায়ের আইনগত পরিবেশ (২২২৬০৫)


এই ছিলো NU honours 2nd year management department book list. উপরে অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে।


অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বই সমূহ হচ্ছে-


  • অপারেশন্স ম্যানেজমেন্ট (২৩২৬০১)

  • ব্যবসায় পরিসংখ্যান - ইংরেজিতে (২৩২৬০৩)

  • সাংগঠনিক আচরণ (২৩২৬০৫)

  • বাংলাদেশের করবিধি (২৩২৬০৭)

  • বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা (২৩২৬০৯)

  • কোম্পানি আইন (২৩২৬১১)

  • ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং - ইংরেজিতে (২৩২৬১৩)

  • মার্কেটিং ম্যানেজমেন্ট (২৩২৬১৫)


এই ছিলো NU honours 3rd year management department book list. উপরে অনার্স ৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Bank Management - ব্যাংক ব্যবস্থাপনা (242601)

  • Financial Management (In English) - আর্থিক ব্যবস্থাপনা (ইংরেজিতে) (242603)

  • Supply Chain Management - সরবরাহ ব্যবস্থাপনা (242605)

  • Industrial Relations - শিল্প সম্পর্ক (242607)

  • Project Management - প্রকল্প ব্যবস্থাপনা (242609)

  • International Trade - আন্তর্জাতিক বাণিজ্য (242611)

  • Investment Management - বিনিয়োগ ব্যবস্থাপনা (242613)

  • Bangladesh Economy - বাংলাদেশের অর্থনীতি (242615)

  • Entrepreneurship - শিল্পোদ্যোগ (242617)

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (242618)


এই হচ্ছে NU honours 4th year management department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার ব্যবস্থাপনা বিভাগের বই সমূহের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

ইতিমধ্যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ব্যবস্থাপনা বিভাগের বই সমূহের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের ব্যবস্থাপনা বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url