অনার্স সকল বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বই সমূহের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ইসলামের ইতিহাস বিভাগের সকল শিক্ষার্থীদের বইয়ের নাম জানা জরুরী। কেননা অনার্সে ইসলামের ইতিহাস বিভাগের প্রতি বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের ইসলামের ইতিহাস বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স ইসলামের ইতিহাস বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে চারটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর তিনটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো একটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে। "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


মেজর সাবজেক্টঃ

  • মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ খ্রিষ্টাব্দ (২১১৬০১)

  • মুসলমানদের ইতিহাস (৫৭০- ১২৫৮ খ্রি.) (২১১৬০৩)

  • স্পেনে মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২ খ্রিস্টাব্দ) (২১১৬০৫)

  • সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস। (২১১৬০৭)


নন মেজর সাবজেক্টঃ

  • সমাজবিজ্ঞান পরিচিতি (২১২০০৯)

  • সমাজকর্ম পরিচিতি (২১২১১১)

  • রাজনৈতিক তত্ত্ব পরিচিতি (২১১৯০৯)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১)


এই হচ্ছে NU honours 1st year islamic history department book list. উপরে অনার্স প্রথম বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজকর্ম পরিচিতি ও রাজনৈতিক তত্ত্ব পরিচিতি, এই ৩টি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে। 


অনার্স ২য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা‌ঃ 

বর্তমানে অনার্স ২য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • প্রাচীন বাংলার ইতিহাস (১২০৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত)

  • বাংলায় মুসলিম শাসনের ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত)

  • ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত)

  • ভারতে মুসলমানদের ইতিহাস (১৫২৬ -১৮৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত) 

  • রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা। 

  • English (Compulsory)


(যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে)

  • বাংলাদেশের সমাজবিজ্ঞান।

অথবা, 

  • বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। 


এই হচ্ছে NU honours 2nd year islamic history department book list. উপরে অনার্স ২য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। বাংলাদেশের সমাজবিজ্ঞান অথবা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই দুইটি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বই English (Compulsory) অর্থাৎ নন ক্রেডিট হিসেবে থাকবে।


অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • বাংলার ইতিহাস (১৭৫৭-১৯৪৭)

  • অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত)

  • পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৩-১৮ শতাব্দী)

  • বিশ্বসভ্যতার ইতিহাস

  • আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে)

  • সমকালীন বিশ্বে মুসলিম সংখ্যালঘু

  • মুসলিম প্রশাসনের ইতিহাস (৫৭০-১২৫৮)

  • ইসলামী ধর্মীয় নীতি, অনুষ্ঠান, সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি 


এই হচ্ছে NU honours 3rd year islamic history department book list. উপরে অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। 


অনার্স ৪র্থ বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই ৯টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Muslim Historiography (Khilafat; Sultanat and Mughal India) (241601)

  • Development of Philosophy and Sects in Islam (241603)

  • Development of Muslim Art and Painting (241605)

  • Development of Muslim Architecture and Archeology (241607)

  • History of Muslim Administration in India (Sultanat and Mughal) (241609)

  • Economic History of Islam (241611)

  • History of the Muslims of Southeast Asia (upto 1824) (241613)

  • History of the Modern Muslim States (241615)

  • Political History of Bangladesh since 1971 (241617)

  • Viva-voce (মৌখিক পরীক্ষা) (241618)


এই হচ্ছে NU honours 4th year islamic history department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার ইসলামের ইতিহাস বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

আশা করছি আপনারা এই পোস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ইসলামের ইতিহাস বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের ইসলামের ইতিহাস বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। তবে যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url