অনার্স সকল বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা

আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও আপনার সিলেবাস অনুযায়ী অনার্স গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা এই পোস্ট থেকে জানতে পারবেন।


অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" বই হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


  • Philosophy and Purpose of Home Management (213501)

  • Maternal – Child Health and Early childhood Education (213503)

  • Applied Art and Textile (213505)

  • Introduction to Human Physiology (213507)

  • Elementary Biochemistry (213509)

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (Compulsory) (211501)


এই হচ্ছে NU honours 1st Year home economics department book list. উপরে অনার্স প্রথম বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ২য় বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা‌ঃ 

গার্হস্থ্য অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষ থেকে যখন আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তখন আপনাকে অনার্স ২য় বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বইয়ের লিস্ট জানতে হবে। বর্তমানে অনার্স ২য় বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ৬টি বইয়ের তালিকা হচ্ছে- 


  • Housing and Interior Decoration

  • Principles of Family Clothing 

  • Household Physics

  • Developmental Psychology

  • Basic Nutrition and Food Security, Safety

  • English (Compulsory)


এই হচ্ছে NU honours 2nd Year home economics department book list. উপরে অনার্স ২য় বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে।


অনার্স ৩য় বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • Meal Management (233501)

  • Child Behaviour and Guidance (233503)

  • History Art Culture of Bangladesh (233505)

  • Textile Design and Weaving (233507)

  • Human Nutrition and Dietetics (233509)

  • Environment, Ecology and Household Equipments (233511)

  • Family and Child Welfare in Bangladesh (233513)


এই হচ্ছে NU honours 3rd Year home economics department book list. উপরে অনার্স ৩য় বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সকল বইয়ের নাম সাবজেক্ট কোড সহো দেয়া হয়েছে।


অনার্স ৪র্থ বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই আটটি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • Food Science and Technology (243501)

  • Counselling in Family (243503)

  • Family Resource Management (243505)

  • Textile Manugacturing and Merchandising (243507)

  • Community Nutrition and Public Health (243509)

  • The Child with Special Needs (243511)

  • Art and Craft: Income Generating Sources for Women (243513)

  • Home Economics Education (243515)

  • Viva-voce - মৈখিক পরীক্ষা (243518) 


এই হচ্ছে NU honours 4th Year home economics department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

আপনারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা অনার্সের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url