অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ইতিহাস বিভাগের সকল শিক্ষার্থীদের বইয়ের তালিকা জানা জরুরী। কেননা অনার্সে ইতিহাস বিভাগের প্রতি বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের ইতিহাস বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স ইতিহাস বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের ইতিহাস বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে ৪টি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর ৩টি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো দুইটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবেন। "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ইতিহাস বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


মেজর সাবজেক্টঃ

  • ইতিহাস পরিচিতি (২১১৫০৩)

  • বাংলার ইতিহাস (প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত) (২১১৫০৫)

  • দক্ষিণ এশিয়ার ইতিহাস (১২২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত) (২১১৫০৭)

  • ইসলামের রাজনৈতিক ও সংস্কৃতি ইতিহাস (১৫৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত) (২১১৫০৯)


নন মেজর সাবজেক্টঃ

  • সমাজবিজ্ঞান পরিচিতি (২১-১২০০৯)

  • সমাজকর্ম পরিচিত (২১২১১১)

  • রাজনৈতিক তত্ত্ব পরিচিতি (২১১৯০৯)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ 

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১)


এই NU honours 1st year history department book list. উপরে অনার্স প্রথম বর্ষের ইতিহাস বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজকর্ম পরিচিত এবং রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এই তিনটি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে। 


অনার্স ২য় বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা‌ঃ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের ৮টি বই পড়তে হয়। এই আটটি বইয়ের তালিকা হচ্ছে- 


  • দক্ষিণ এশিয়ার ইতিহাস, (১৫২৬-১৭৫৭)

  • বাংলার ইতিহাস, (১২০৪-১৭৬৫) 

  • প্রাচীন সভ্যতার ইতিহাস।

  • মধ্যযুগের সভ্যতার ইতিহাস। 

  • বাংলাদেশের সমাজবিজ্ঞান। 

  • বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি। 

  • বাংলাদেশের অর্থনীতি। 

  • English (Compulsory) 


এই ছিলো NU honours 2nd year history department book list. উপরে অনার্স ২য় বর্ষের ইতিহাস বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের ইতিহাস বিভাগের বই English বাধ্যতামূলক থাকবে। তবে এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে। 


অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ইতিহাস বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে- 


  • যুক্তরাষ্ট্রের ইতিহাস (১৭৭৬- ১৮৬০) 

  • বাংলার ইতিহাস (১৭৬৫- ১৯০৫)

  • দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৭৫৭- ১৮৫৭)

  • আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস।

  • পশ্চিম এশিয়ার ইতিহাস (১৫৬০-১৯১৪)

  • ঔপনিবেশিক আফ্রিকার ইতিহাস।

  • ইউরোপের ইতিহাস (১৪৫৩- ১৮১৫)

  • ইংল্যান্ডের ইতিহাস (১৪৮৫-১৯৪৫) 


এই ছিলো NU honours 3rd year history department book list. উপরে অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। 


অনার্স ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমান সময়ে অনার্স ৪র্থ বর্ষের ইতিহাস বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ইতিহাস বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


  • দক্ষিণ এশিয়ার ইতিহাস (২৪১৫০১)

  • বাংলার ইতিহাস ১৯০৫-১৯৪৭ (২৪১৫০৩)

  • ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতের সাংবিধানিক ইতিহাস ১৭৭৩-১৯৪৭ (২৪১৫০৫)

  • পশ্চিম এশিয়া আধুনিক সময়ে ১৯৪৫ পর্যন্ত (২৪১৫০৭)

  • রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস ১৯৪৫ পর্যন্ত (২৪১৫০৯) 

  • মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস ১৮৬১-১৯৪৫ (২৪১৫১১)

  • ইউরোপের ইতিহাস ১৮১৫-১৯৩৯ (২৪১৫১৩)

  • বাংলাদেশ: জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য (২৪১৫১৫)

  • প্রতিরোধ আন্দোলন এবং সাবল্টার্নের ইতিহাস (২৪১৫১৭)

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (241518)


এই হচ্ছে NU honours 4th year history department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার ইতিহাস বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


উপসংহারঃ 

আশা করছি আপনারা এই পোস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ইতিহাস বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের ইতিহাস বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। তবে যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url