অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ভূগােল বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভূগােল বিভাগের প্রতি বর্ষে আলাদা আলাদা বই পড়তে হয়। এই কারনে অনার্সের ভূগােল বিভাগের সকল বর্ষের বইয়ের নাম জেনে রাখা জরুরী। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ভূগােল বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা এই পোস্ট থেকে অনার্সের ভূগােল বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স ভূগােল বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ভূগােল বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের ভূগােল বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের ভূগােল বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বইয়ের মধ্যে তিনটি টি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর (গ্রুপ ১) ৬টি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো দুইটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে। এছাড়াও নন মেজর (গ্রুপ ২) ৫টি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো তিনটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবেন।  স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভূগােল বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


মেজর সাবজেক্টঃ

  • Introduction to Geography and Environment - ভূগোল ও পরিবেশ পরিচিতি (২১৩২০১)

  • Introduction to Physical Geography - প্রাকৃতিক ভূগোল পরিচিতি (২১৩২০৩)

  • Introduction to Human Geography - মানবীয় ভূগোল পরিচিতি (২১৩২০৫) 


নন মেজর (গ্রুপ ১) যেকোনো দুইটি সাবজেক্টে নিতে হবেঃ 

  • Chemistry-1 (212807)

  • Fundamentals of Mathematics (213709)

  • Calculus-1 (213711)

  • Botany-1 (213007)

  • Zoology-1 (213105)

  • Introduction to Statistics (213607) 


নন মেজর (গ্রুপ ২) যেকোনো তিনটি সাবজেক্ট নিতে হবেঃ

  • Introductory Sociology - সমাজবিজ্ঞান পরিচিতি (২১২০০৯)

  • Introduction to Social Work - সমাজকর্ম পরিচিতি (২১১৯০৯)

  • Introduction to Political Theory - রাজনৈতিক তত্ত্ব পরিচিত (২১২১১১)

  • Introduction to Psychology - মনোবিজ্ঞান পরিচিতি (২১৩৯০৫)

  • Principles to Economics - অর্থনীতির মূলনীতি (২১২২০৯) 


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১) 


এই হচ্ছে NU honours 1st year geography department book list. উপরে অনার্স প্রথম বর্ষের ভূগােল বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


অনার্স ২য় বর্ষের ভূগােল বিভাগের বইয়ের তালিকা‌ঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের ভূগোল বিভাগের জন্য কিছু বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ভূগোল বিভাগের বই সমূহ হচ্ছে- 


  • Geomorphology

  • Climatology

  • Economic Geography

  • Practical-II

  • General Chemistry-II 

  • Environmental Chemistry

  • Calculus-II 

  • Math Lab (Practical)

  • Botany-II

  • Botany Practical-II

  • Zoology-II

  • Zoology Practical-II

  • Methods of Statistics 

  • Statistics Practical-II

  • Sociology of Bangladesh

  • Bangladesh Society and Culture

  • Political Organization and The Political System of UK and USA

  • Bangladesh Economy

  • English (Compulsory)


এই হচ্ছে NU honours 2nd year geography department book list. উপরে অনার্স ২য় বর্ষের ভূগােল বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের ভূগােল বিভাগের বই English (Compulsory) অর্থাৎ নন ক্রেডিট হিসেবে থাকবে। তবে উপরে দেয়া সকল বই আপনাকে পড়তে হবে না। অনার্স দ্বিতীয় বর্ষের ভূগোল বিভাগের জন্য যেসব বই পড়তে হবে সেসব বইয়ের তালিকা নিম্নে দেয়া হলো- 


অনার্স ২য় বর্ষের ভূগোল বিভাগের বইয়ের মানবন্টনঃ 

উপরে আমি আপনাদেরকে অনার্স ২য় বর্ষের ভূগোল বিভাগের বইয়ের তালিকা দিয়েছি। এবার আপনারা অনার্স দ্বিতীয় বর্ষের ভূগোল বিভাগের সকল বইয়ের মানবন্টন জেনে নিন। এতে আপনাকে অনার্স দ্বিতীয় বর্ষের ভূগোল বিভাগের জন্য কোন কোন বই পড়তে হবে এবং কোন সাবজেক্ট কত নাম্বারের পরীক্ষা হবে জানতে পারবেন- 


অনার্স ২য় বর্ষের ভূগোল বিভাগের বইয়ের মানবন্টন


এই ছিল অনার্স ২য় বর্ষের ভূগোল বিভাগের বইয়ের মানবন্টন। উপরে আমি অনার্স দ্বিতীয় বর্ষের ভূগোল বিভাগের সকল সাবজেক্ট কত নাম্বারের পরীক্ষা হবে বিস্তারিত তথ্য দিয়েছে। আশা করছি আপনারা অনার্স ২য় বর্ষের ভূগোল বিভাগের বইয়ের মানবন্টন জানতে পেরেছেন। 


অনার্স ৩য় বর্ষের ভূগােল বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের ভূগােল বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ভূগােল বিভাগের বই সমূহ হচ্ছে- 


  • Environmental Geography (233201)

  • Soil and Biogeography (233203)

  • Geography of Bangladesh (233205)

  • World Regional Geography (233207)

  • Cultural Geography (233209)

  • Population Geography (233211)

  • Quantitative Geography (233213)

  • Practical-III (233214) 


এই NU honors 3rd year geography department book list. উপরে অনার্স ৩য় বর্ষের ভূগােল বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট সাবজেক্টের কোড সহো দেয়া হয়েছে। 


অনার্স ৪র্থ বর্ষের ভূগােল বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের ভূগােল বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই আটটি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ভূগােল বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


  • Geographical Thoughts and Concepts - ভৌগলিক চিন্তা ও ধারণা (243201)

  • Oceanography - সমুদ্রবিদ্যা (243203)

  • Geography of Disasters - দুর্যোগের ভূগোল (243205)

  • Political Geography - রাজনৈতিক ভূগোল (243207)

  • Agricultural Geography - কৃষি ভূগোল (243209)

  • Geography of South Asia - দক্ষিণ এশিয়ার ভূগোল (243211)

  • Urban Geography - শহুরে ভূগোল (243213) 

  • Principles of Remote Sensing and Geographic Information System (243215)

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (243218) 


এই NU honours 4th year geography department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার ভূগােল বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


উপসংহারঃ 

ইতিমধ্যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভূগােল বিভাগের বই সমূহের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের ভূগােল বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url