অনার্স পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা

আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের পরিবেশ বিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও আপনার সিলেবাস অনুযায়ী অনার্স পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা এই পোস্ট থেকে জানতে পারবেন।


অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। এর মধ্যে "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Introduction to Environmental Science (214401)

  • Fundamental of Chemistry (214403)

  • Fundamental of Earth Sciences (214405)

  • Fundamental of Biological Sciences (214407)

  • Mathematics and Statistics for Environmental Sciences (214409)

  • Laboratory and Fieldwork on Environmental Sciences (214410)

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (Compulsory) (211501) 


এই হচ্ছে NU honours 1st year environment science department book list. উপরে অনার্স প্রথম বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ২য় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা‌ঃ 

পরিবেশ বিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষ থেকে যখন আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তখন আপনাকে অনার্স ২য় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের বইয়ের লিস্ট জানতে হবে। বর্তমানে অনার্স ২য় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই আটটি বইয়ের তালিকা হচ্ছে-


  • Environmental Chemistry (224401) 

  • Environmental Earth Sciences and Soil Sciences (224403)

  • Environmental Biology (224405)

  • Economics and Environmental Economics (224407)

  • Meteorology and Climate Process (224409)

  • Information Technology (224411) 

  • Laboratory and Field work on Environmental (224412)

  • English (Compulsory) (221109) 


এই হচ্ছে NU honours 2nd year environment science department book list. উপরে অনার্স ২য় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ৩য় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

বর্তমানে অনার্স ৩য় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • Integrated Coastal Zone and Floodplain Managements (234401)

  • Ecology and Biodiversity(234403)

  • Environmental and Social Impact Assessment (EIA and SIA) (234405)

  • Environmental Toxicology (234407)

  • Remote Sensing and GIS (234409)

  • Geography and Geology of the Bengal Basin (234411) 

  • Hydrology and Water Resources (234413)

  • Laboratory and Field work on Environmental Sciences (234414)


এই হচ্ছে NU honours 3rd year environment science department book list. উপরে অনার্স ৩য় বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট সাবজেক্টের কোড সহো দেয়া হয়েছে।


অনার্স ৪র্থ বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ 

অনার্স ৪র্থ বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Research Methodology - গবেষণা পদ্ধতি (244401)

  • Climate Change - জলবায়ু পরিবর্তন (244403)

  • Environmental Hazards and Disaster Managements - পরিবেশগত বিপদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা (244405)

  • Water Resources Management in Bangladesh - বাংলাদেশে পানি সম্পদ ব্যবস্থাপনা (244407) 

  • Waste Management - বর্জ্য ব্যবস্থাপনা (244409)

  • Environmental Laws, Protocols and Ethics - পরিবেশগত আইন, প্রোটোকল এবং নীতিশাস্ত্র (244411)

  • Instrumental Techniques in Environmental Analysis - পরিবেশগত বিশ্লেষণে যন্ত্র কৌশল (244413)

  • Energy, Environment and Sustainable Development: Bangladesh Perspective - শক্তি, পরিবেশ এবং টেকসই উন্নয়ন: বাংলাদেশ প্রেক্ষিত (244415) 

  • Agriculture and Environment - কৃষি ও পরিবেশ (244417)

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (244418)


এই হচ্ছে NU honours 4th year environment science department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

আপনারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা অনার্সের পরিবেশ বিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url