অনার্স সকল বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের বই সমূহের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের প্রাণ-রসায়ন বিভাগের প্রতি বর্ষে আলাদা আলাদা বই পড়তে হয়। এই কারনে অনার্সের প্রাণ-রসায়ন বিভাগের সকল বর্ষের বইয়ের নাম জেনে রাখা জরুরী। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা এই পোস্ট থেকে অনার্সের প্রাণ-রসায়ন বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স প্রাণ-রসায়ন বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের বইয়ের তালিকাঃ

বর্তমানে অনার্স ১ম বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের জন্য ৫টি বই পড়তে হয়। এই পাঁচটি বইয়ের মধ্যে "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Biophysical and Bioorganic Chemistry : জীববিজ্ঞানীয় ও জৈব রসায়ন। (২১২৯০১)

  • Introductory Biochemistry (212903): প্রাথমিক জৈব রসায়ন।  (২১২৯০১)

  • Botany-1 (213007): উদ্ভিদবিদ্যা-১  (২১২৯০১)

  • Zoology-1 (213105): প্রাণিবিদ্যা-১  (২১২৯০১)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (211501)  (২১২৯০১)


এই হচ্ছে NU honours 1st year biochemistry department book list. উপরে অনার্স প্রথম বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ২য় বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ২য় বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • Enzymes & Bioenergetics

  • Carbohydrates Metabolism

  • Molecular Biology-I

  • Computer Fundamentals 

  • Botany-II

  • Zoology-II


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • English (Compulsory)


এই হচ্ছে NU honours 2nd year biochemistry department book list. উপরে অনার্স ২য় বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের বই English (Compulsory) বাধ্যতামূলক থাকবে। কিন্তু এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে।


অনার্স ৩য় বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের বইয়ের তালিকাঃ

বর্তমানে অনার্স ৩য় বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • Metabolism of Lipids and Nitrogenous Compounds (232901)

  • Molecular Biology-II (232903)

  • Molecular Genetics & Clinical Biochemistry (232905)

  • Microbiology (232907)

  • Human Physiology (232909)

  • Human Nutrition (232911)

  • Endocrinology (232913)

  • Practical (232914)


এই হচ্ছে NU honours 3rd year biochemistry department book list. উপরে অনার্স ৩য় বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট সাবজেক্টের কোড সহো দেয়া হয়েছে।


অনার্স ৪র্থ বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ৪র্থ বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই আটটি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের প্রাণ-রসায়ন বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Cell Biology (242901)

  • Plant Biochemistry & Biotechnology (242903)

  • Molecular Biology-III (242905)

  • Immunology (242907)

  • Industrial Biotechnology (242909)

  • Virology & Cancer Biology (242911)

  • Biochemistry of Natural Products (242913)

  • Biostatistics (242915)

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (242918)


এই হচ্ছে NU honours 4th year biochemistry department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার প্রাণ-রসায়ন বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


উপসংহারঃ 

ইতিমধ্যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের প্রাণ-রসায়ন বিভাগের বই সমূহের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের প্রাণ-রসায়ন বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url