অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের নৃ-বিজ্ঞান বিভাগের প্রতি বর্ষে আলাদা আলাদা বই পড়তে হয়। এই কারনে অনার্সের নৃ-বিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের নাম জেনে রাখা জরুরী। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা এই পোস্ট থেকে অনার্সের নৃ-বিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স নৃ-বিজ্ঞান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

বর্তমানে অনার্স ১ম বর্ষের নৃবিজ্ঞান বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Introduction to Anthropology (214001)

  • Kinship (214003)

  • Introduction to Biological Anthropology and Archaeology (214005)

  • Other Cultures (214007)

  • Principles of Economics (Non Major) (212209)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (211501)


এই হচ্ছে NU honours 1st year anthropology department book list. উপরে অনার্স প্রথম বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। 


অনার্স ২য় বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা‌ঃ

বর্তমানে অনার্স ২য় বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে- 


  • Early Anthropological Theory

  • Research Methodology-I

  • Economic Anthropology 

  • European Social History and Culture

  • Bangladesh Economy


যেকোনো একটি সাবজেক্টঃ 

  • Sociology of Bangladesh - বাংলাদেশের সমাজবিজ্ঞান।

অথবাঃ 

  • Bangladesh Society and Culture - বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। 


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • English (Compulsory) 


এই হচ্ছে NU honours 2nd year anthropology department book list. উপরে অনার্স ২য় বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। সাবজেক্টগুলোর মধ্যে "বাংলাদেশের সমাজবিজ্ঞান" এবং "বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি" এই দুইটি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের বই English (Compulsory) অর্থাৎ নন ক্রেডিট হিসেবে থাকবে।


অনার্স ৩য় বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ৩য় বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে- 


  • Anthropological Theory-II (234001)

  • Political Anthropology (234003)

  • Peasant Society (234005)

  • Religion and Anthropology (234007)

  • Environmental Anthropology (234009)

  • Gender Issues (234011)

  • Ethnic Identity and Nationalism (234013)

  • Reading Ethnographic Texts (234015) 


এই NU honours 3rd year anthropology department book list. উপরে অনার্স ৩য় বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট সাবজেক্টের কোড সহো দেয়া হয়েছে। 


অনার্স ৪র্থ বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের নৃ-বিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Contemporary Anthropological Theory - সমসাময়িক নৃতাত্ত্বিক তত্ত্ব (244001)

  • Research Methods-II - গবেষণা পদ্ধতি ২ (244003)

  • Anthropology of Development - উন্নয়নের নৃবিজ্ঞান (244005)

  • Medical Anthropology - মেডিকেল নৃবিজ্ঞান (244007)

  • Urban Anthropology - শহুরে নৃবিজ্ঞান (244009)

  • South Asian Society and Culture - দক্ষিণ এশীয় সমাজ ও সংস্কৃতি (244011)

  • Language, Society and Culture - ভাষা, সমাজ ও সংস্কৃতি (244013)

  • Social Inequality - সামাজিক বৈষম্য (244015)

  • Emerging Issues in Anthropology - নৃবিজ্ঞানে উদীয়মান সমস্যা (244017)

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (244018)


এই হচ্ছে NU honours 4th year anthropology department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার নৃ-বিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

ইতিমধ্যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের নৃ-বিজ্ঞান বিভাগের বই সমূহের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের নৃ-বিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url