অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের হিসাববিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের বইয়ের তালিকা জানা জরুরী। কেননা অনার্সে হিসাববিজ্ঞান বিভাগের প্রতি বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের হিসাববিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স হিসাববিজ্ঞান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


  • হিসাবনিকাশের নীতি (২১২৫০১)

  • অর্থের মূলনীতি (২১২৫০৩)

  • বিপণনের মূলনীতি (২১২৫০৫)

  • ব্যাবস্থাপনার নীতি (২১২৫০৭)

  • ব্যষ্টিক অর্থনীতি (২১২৫০৯) 


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ 

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১)


এই হচ্ছে NU honours 1st year accounting department book list. উপরে অনার্স প্রথম বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ২য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ৮টি বই পড়তে হয়। এই আটটি বইয়ের তালিকা হচ্ছে-


  • ব্যবসায় গণিত (২২২৫০৭)

  • ব্যবসায় পরিসংখ্যান (২২২৫০৯)

  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (২২২৫০১)

  • বাংলাদেশের করবিধি (২২২৫০৩)

  • সামষ্টিক অর্থনীতি (২২২৫১১)

  • ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং (২২২৫০৫)

  • ব্যবসায় যোগাযোগ ও প্রতিবেদন লিখন (২২২৫১৩) 


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • English (compulsory) 


এই হচ্ছে NU honours 2nd year accounting department book list. উপরে অনার্স ২য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বই English (Compulsory) অর্থাৎ নন ক্রেডিট হিসেবে থাকবে। 


অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

বর্তমানে অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • শিল্পোদ্যোগ (২৩২৫১১) 

  • নিরীক্ষা ও নিশ্চয়তা (২৩২৫০১)

  • উচ্চতর হিসাববিজ্ঞান-১ (২৩২৫০৩)

  • উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান (২৩২৫০৫)

  • ব্যবসায় ও বাণিজ্যিক আইন (২৩২৫০৯)

  • ব্যাংকিং ও বিমা-তত্ত্ব, আইন এবং হিসাব (২৩২৫১৫)

  • Management Accounting (In English) (২৩২৫০৭)

  • Financial Management (In English) (২৩২৫১৩)


এই হচ্ছে NU honours 3rd year accounting department book list. উপরে অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Accounting Theory (242501)

  • Advanced Auditing & Professional Ethics (242503)

  • Accounting Information Systems (242505)

  • Organizational Behavior (242507)

  • Corporate Law and Practices (242509)

  • Working Capital Management And Financial Statement Analysis (242511)

  • Advanced Accounting-II (242513)

  • Investment Analysis and Portfolio Management (242515)

  • Research Methodology (In English) (242517)

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (242518)


এই হচ্ছে NU honours 4th year accounting department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার হিসাববিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

আশা করছি আপনারা এই পোস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের হিসাববিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের হিসাববিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। তবে যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url