ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম ও সুবিধা
বর্তমান সময়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে একটি হচ্ছে ফেসবুক। এখানে মানুষ তাদের বিভিন্ন ধরনের টেক্সট ও ভিডিও কনটেন্ট প্রকাশ করে থাকে। তবে এই কনটেন্টগুলো যত বেশি মানুষ শেয়ার করবে তত বেশি মানুষ দেখতে পারবে। এভাবে ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে থাকে।
আপনি যদি আপনার ফেসবুক আইডির পোস্ট শেয়ার করার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য। এই পোস্টে আমি "ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম" দেখাবো। আপনার ফেসবুক পোস্ট যেকোনো ব্যক্তি শেয়ার করবে। এতে আপনার ফেসবুক পোস্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে-
ফেসবুকে শেয়ার অপশন চালু করার সুবিধাঃ
নিজের ফেসবুক পোস্ট আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শেয়ার অপশন চালু করা। এতে আপনার কনটেন্ট যেমন অনেক বেশি মানুষ দেখতে পারবে তেমনি অনেক ফলোয়ার যুক্ত হবে। এছাড়াও ফেসবুকে শেয়ার অপশন চালু করার সুবিধাগুলো হচ্ছে-
- দ্রুত ভাইরাল হওয়াঃ আপনার ফেসবুক পোস্ট যদি কারো ভালো লাগে তাহলে সেই ব্যক্তি চাইলে শেয়ার করতে পারে। এভাবে আপনার ফেসবুক পোস্ট উক্ত ব্যক্তির সকল ফেসবুক ফ্রেন্ড দেখতে পারবে। এভাবে আপনি দ্রুত সকলের কাছে ভাইরাল অর্থাৎ পরিচিত হতে পারবেন।
- লাইক ও কমেন্ট বৃদ্ধিঃ ফেসবুকে শেয়ার অপশন চালু রাখলে সবথেকে বেশি যে সুবিধা হয় সেটি হচ্ছে পোস্টে লাইক ও কমেন্ট অনেক বেড়ে যায়। আপনার ফেসবুক পোস্ট যত শেয়ার হবে তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তারা লাইক কমেন্ট করবে ফলে আপনার পোস্টে লাইক কমেন্ট অনেক বেশি হবে।
- ব্রান্ড ও পণ্যের প্রচারঃ ব্যবসায়ীদের ফেসবুক পোস্টের শেয়ার অপশন তাদের সেবা ও পণ্য প্রচার করতে অনেক সাহায্য করে। যখন গ্রাহক একটি ভালো রিভিউ দিয়ে উক্ত পণ্য ফেসবুকে শেয়ার করে তখন অন্যান্য ব্যক্তিরা সেই পণ্য কেনার জন্য আগ্রহী হয়।
- ফেসবুক ভিডিওর ভিও বৃদ্ধিঃ আপনার ফেসবুক ভিডিও যত বেশি শেয়ার হবে তত বেশি ভিউ পাবেন। শেয়ার বেশি হওয়ার ফলে মানুষের কাছে ভিডিওটি যেমন বেশি পৌঁছাবে তেমনি ফেসবুক ভিডিওটিকে বেশি গুরুত্ব দিয়ে অনেক মানুষকে দেখাবে। এর ফলে আপনার ফেসবুক ভিডিওর ভিউ অনেক বেশি হবে।
- সামাজিক প্রমাণঃ যদি অনেক মানুষ আপনার ফেসবুক পোস্ট শেয়ার করে তাহলে সকলেই আপনার ফেসবুক পোস্ট সঠিক বলে ধরে নিবে। এটি ফেসবুক পোস্টে বেশি বেশি শেয়ার হলে সেই ফেসবুক পোস্ট ও একাউন্ট সকলের কাছে বিশ্বস্ত হয়।
- অন্যদের সাথে যোগাযোগ বৃদ্ধিঃ আপনার ফেসবুক পোস্ট যারা শেয়ার করবে তাদের সাথে কথা বলে আপনি অনলাইনে নতুন বন্ধু তৈরি করতে পারেন।
আরো পড়ুনঃ ফেসবুক আইডি রিপোর্ট থেকে বাচার উপায়.
ফেসবুকে শেয়ার অপশন না থাকার কারণঃ
আমরা অনেকেই আমাদের ফেসবুক পোস্টে শেয়ার অপশন দেখিনা। শেয়ার অপশন না থাকার ফলে আমাদের ফেসবুক পোস্ট কেউ শেয়ার করতে পারেনা। ফেসবুকে শেয়ার অপশন না থাকার কারণগুলো হচ্ছে-
- ফেসবুক প্রোফাইল লক থাকাঃ ফেসবুক পোস্ট এর শেয়ার অপশন না থাকার একটি অন্যতম কারণ হচ্ছে ফেসবুক প্রোফাইল লক থাকা। লক করা ফেসবুক প্রোফাইলের পোস্টে শেয়ার অপশন থাকেনা এবং কেউ পোস্ট শেয়ার করতে পারেনা।
- প্রাইভেসি অপশন পাবলিক না থাকাঃ যদি আপনার ফেসবুক পোস্টের প্রাইভেসি অপশন Public না থাকে তাহলে সেই পোস্ট কেউ শেয়ার করতে পারবেনা। এই কারণে ফেসবুক পোস্টের শেয়ার অপশন চালু করার জন্য উক্ত ফেসবুক পোস্টের প্রাইভেসি অপশন Public রাখা বাধ্যতামূলক।
আরো পড়ুনঃ ফেসবুক আইডির নাম পরিবর্তন করার নিয়ম.
ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়মঃ
একটি ফেসবুক আইডির পোস্টে শেয়ার অপশন খুব সহজেই চালু করা যায়। আপনারা যেকোনো ব্রাউজার, ফেসবুক মেইন অ্যাপ অথবা ফেসবুক লাইট অ্যাপের মাধ্যমে ফেসবুকে শেয়ার অপশন চালু করতে পারবেন। তাহলে এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে আপনারা ফেসবুকে অ্যাপে প্রবেশ করবেন। অতঃপর আপনারা নিচের স্ক্রিনশট দেখানো মেনু আইকনে ক্লিক করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Settings & privacy অপশনে প্রবেশ করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Settings অপশনে প্রবেশ করবেন-
সেটিং অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট দেখানো Followers and public content পেজে প্রবেশ করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Who can follow me অপশন Public করে দিবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Public Post Comments অপশন Public করে দিবেন। এছাড়াও এই পেজের মধ্যে যতগুলো অপশন থাকবে সবগুলো অপশন Public করে দিবেন-
এই ছিলো ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম। এখন আপনারা ফেসবুকে যতগুলো পোস্ট করবেন সব পোস্টে শেয়ার অপশন থাকবে।
আরো পড়ুনঃ ফেসবুক পোস্টের লাইক ও রিএক্ট সংখ্যা হাইট করার উপায়.
ফেসবুক পোস্টে শেয়ার অপশন চালু হয়েছে কিনা নিশ্চিত করাঃ
ফেসবুকে শেয়ার অপশন চালু হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আপনারা ফেসবুকে পোস্ট করার সময় নিচের স্ক্রিনশটএর মতো দেখবেন প্রাইভেসি Public করা রয়েছে কিনা। যদি পাবলিক করা থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকেন এবং নিচের স্ক্রিনশটএর মতো Friends করা থাকে তাহলে Friends অপশনে ক্লিক করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আপনাকে Public অপশন সিলেক্ট করতে হবে। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো অপশনে টিক চিহ্ন দিয়ে Save অপশনে ক্লিক করবেন। এতে পরবর্তীতে যতগুলো পোস্ট করবেন সবগুলো পোস্ট অটোমেটিক পাবলিক হবে। আপনাকে আলাদা করে পাবলিক করতে হবেনা-
এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো পোস্ট লিখে প্রাইভেসি অপশন Public রেখে পোস্ট করবেন-
আপনার ফেসবুক পোস্টে শেয়ার অপশন চালু করার কাজ শেষ। এখন কেউ যদি আপনার ফেসবুক পোস্ট দেখে তাহলে নিচের স্ক্রিনশট এর মত শেয়ার অপশন দেখতে পারবে-
অতঃপর শেয়ার অপশনে ক্লিক করে আপনার বন্ধুরা আপনার ফেসবুক পোস্ট শেয়ার করতে পারবে। এই ছিলো ফেসবুকে শেয়ার অপশন চালু করার সকল পদ্ধতি।
আরো পড়ুনঃ ফেসবুক পোস্টের কমেন্ট অপশন বন্ধ করার নিয়ম.
ফেসবুকের পুরোনো পোস্টে শেয়ার অপশন চালু করার উপায়ঃ
যদি আপনার আগের করা কোনো ফেসবুক পোস্টে শেয়ার অপশন না থাকে তাহলে দেখে নিবেন সেই পোস্ট এর প্রাইভেসি অপশন Public রয়েছে কিনা।
যদি পাবলিক থাকে তাহলে সেই পোস্টে শেয়ার অপশন থাকবে। আর যদি পাবলিক না হয়ে নিচের স্ক্রিনশটের মতো Friends থাকে তাহলে শেয়ার অপশন থাকবেনা। এই সকল পুরনো ফেসবুক পোস্টে শেয়ার অপশন চালু করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করবেন-
এবার আপনারা Edit Privacy অপশনে ক্লিক করবেন-
অতঃপর সেই ফেসবুক পোস্ট নিচের স্ক্রিনশটের মতো Public করে দিবেন-
ব্যাস...... পুরনো ফেসবুক পোস্টে শেয়ার অপশন চালু করার কাজ শেষ। এভাবে আপনারা খুব সহজেই পুরনো ফেসবুক পোস্ট যেগুলোতে শেয়ার অপশন নেই সেই সকল ফেসবুক পোস্টে শেয়ার অপশন চালু করতে পারবেন।
আরো পড়ুনঃ ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম.
উপসংহারঃ
ফেসবুক পোস্ট অনেক মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য অবশ্যই শেয়ার অপশন চালু রাখা উচিত। ইতিমধ্যে আপনারা এই পোস্ট থেকে ফেসবুক আইডির সকল পোস্টে শেয়ার অপশন চালু করার নিয়ম ও সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম সকল ধরনের টিপস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।