ফেসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করার উপায়, কারন ও শর্তাবলী
ফেসবুক একাউন্ট খোলার সময় অনেকেই তাদের ভুল জন্ম তারিখ দিয়ে ফেসবুক আইডি খুলে থাকে। পরবর্তীতে বিভিন্ন কারণে ফেসবুক আইডিতে থাকা ভুল জন্মতারিখ পরিবর্তন করে আসল জন্ম তারিখ দিতে হয়। আপনিও যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং আপনার ফেসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন।
কেননা এই পোস্টে আমি আপনাদেরকে ফেসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করার নিয়ম দেখাবো। এছাড়াও ফেসবুক একাউন্টের জন্মতারিখ পরিবর্তন করার কারণ, সুবিধা ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ফেসবুক আইডির জন্ম তারিখ চেঞ্জ করা নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবেনা-
ফেসবুক একাউন্টের জন্ম তারিখ পরিবর্তন করার কারণ ও গুরুত্বঃ
ফেসবুক একাউন্ট খোলার সময় যে বয়স দেয়া হয় সেটি চাইলে পরবর্তী যেকোনো সময় পরিবর্তন করা যায়। বিভিন্ন কারণে অনেক সময় আমাদের ফেসবুক আইডির বয়স বাধ্যতামূলক পরিবর্তন করতে হয়। কারণগুলো হচ্ছে-
- ভুল জন্ম তারিখঃ অনেকেই ফেসবুক একাউন্ট খোলার সময় তার আসল জন্ম তারিখ না দিয়ে ভুল জন্ম তারিখ দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে। পরবর্তীতে আসল জন্ম তারিখ দেয়ার জন্য ফেসবুক একাউন্টের জন্ম তারিখ পরিবর্তন করতে হয়।
- ফেসবুক একাউন্টের সুরক্ষাঃ আপনার ফেসবুক আইডিতে যদি ভুল জন্ম তারিখ দেয়া থাকে এবং আপনার ফেসবুক আইডি কোনো কারনে নষ্ট হয় তাহলে আপনার ফেসবুক আইডি ঠিক করতে পারবেন না। কারণ ফেসবুক আইডি নষ্ট হলে এনআইডি কার্ড, জন্ম সনদ, স্টুডেন্ট কার্ড ইত্যাদি তথ্য দিয়ে ঠিক করতে হয়। আর আপনার যদি ফেসবুক আইডির জন্ম তারিখের সাথে এইসবের জন্ম তারিখ মিল না থাকে তাহলে আপনার ফেসবুক আইডি ঠিক হবেনা।
- ফেসবুক একাউন্ট ভেরিফিকেশনঃ ফেসবুক একাউন্ট ভেরিফাই করার জন্য যেসব শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জন্ম তারিখ সঠিক হতে হবে। যদি ফেসবুক আইডিতে দেয়া জন্ম তারিখের সাথে আপনার জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখের মিল না থাকে তাহলে আপনার ফেসবুক আইডি ভেরিফিকেশন করতে পারবেন না।
- বয়স সীমাবদ্ধতাঃ ফেসবুকের অনেক কনটেন্ট বয়স সীমাবদ্ধতার কারণে দেখা যায় না। সেই সব কন্টেন্ট দেখার জন্য বয়স পরিবর্তন করতে হয়।
- বয়স লুকানোঃ যদি আপনার আসল বয়স ফেসবুকে কাউকে না জানাতে চান তাহলে বয়স পরিবর্তন করে ভুল বয়স দিতে পারেন।
- বিজ্ঞাপনঃ ফেসবুকের বিজ্ঞাপন গুলো সাধারণত ফেসবুক আইডির মালিকের বয়সের উপর নির্ভর করে দেখানো হয়ে থাকে। তো যদি আপনি এই বিজ্ঞাপনগুলো কাস্টমাইজ করতে চান তাহলে বয়স পরিবর্তন করতে পারেন।
ফেসবুক আইডির জন্ম তারিখ পরিবর্তন করার নিয়মঃ
মোবাইলে ফেসবুকের মেইন অ্যাপ দিয়ে খুব সহজেই ফেসবুক একাউন্টের জন্মতারিখ পরিবর্তন করা যায়। আপনার ফেসবুক আইডির জন্ম তারিখ চেঞ্জ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপে আপনার ফেসবুক আইডি লগইন করে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো মেনু আইকনে ক্লিক করবেন-
এবার আপনারা Settings অপশনে প্রবেশ করবেন অথবা নিচের স্ক্রিনশট দেখানো সেটিং আইকনে ক্লিক করবেন-
এবার Personal details অপশনে প্রবেশ করবেন-
এবার Account settings অপশন থেকে Personal details অপশনে ক্লিক করবেন-
এবার আপনার ফেসবুক আইডিতে দেয়া জন্ম তারিখ দেখতে পারবেন। এই জন্ম তারিখ পরিবর্তন করার জন্য Birthday অপশনে প্রবেশ করবেন-
অতঃপর Edit অপশনে ক্লিক করবেন-
এবার ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ চেঞ্জ করার জন্য জন্ম তারিখের উপর ক্লিক করবেন-
এবার নিচের স্ক্রিনশটের মতো আপনার ইচ্ছা অনুযায়ী মাস, তারিখ ও সাল সেট দিবেন। দেয়া হয়ে গেলে সেট অপশনে ক্লিক করবেন-
অতঃপর Save অপশনে ক্লিক করবেন-
এবার Confirm করবেন-
দেখুন আমার ফেসবুক আইডির জন্মতারিখ পরিবর্তন হয়েছে। আপনারাও একইভাবে ফেসবুক একাউন্টের জন্ম তারিখ পরিবর্তন হবে-
এই ছিলো ফেসবুক একাউন্টের জন্ম তারিখ পরিবর্তন করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো নিয়মে মোবাইলে খুব সহজেই ফেসবুক আইডির জন্ম তারিখ নিজেদের ইচ্ছামতো পরিবর্তন করতে পারবেন।
ফেসবুক আইডির জন্ম তারিখ চেঞ্জ করার শর্তঃ
ফেসবুক আইডির জন্ম তারিখ ঘনঘন পরিবর্তন করবেন না। কারণ যদি আপনি ফেসবুক আইডির জন্ম তারিখ ঘন ঘন পরিবর্তন করেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ তিন মাস অথবা এর থেকেও বেশি সময় দিবে সেই সময়ের মধ্যে আপনার ফেসবুক আইডির জন্মতারিখ পরিবর্তন করতে পারবেন না। এই কারণে ফেসবুক আইডি জন্মতারিখ ঘনঘন পরিবর্তন না করে প্রথমবারেই আসল জন্ম তারিখ দিবেন।
উপসংহারঃ
ফেসবুক একাউন্টের নিরাপত্তা ও সুরক্ষার জন্য জন্মতারিখ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই আমাদের ফেসবুক একাউন্টে আসল জন্ম তারিখ দিতে হবে। আপনার ফেসবুক আইডিতে ভুল জন্ম তারিখ থাকলে এখনই এখানে দেখানো নিয়মে পরিবর্তন করুন। এই পোস্ট আপনাদের উপকারে আসলে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের জানাতে পারেন। এছাড়াও যদি আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।