অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের সমাজকর্ম বিভাগের প্রতি বর্ষে আলাদা আলাদা বই পড়তে হয়। এই কারনে অনার্সের সমাজকর্ম বিভাগের সকল বর্ষের বইয়ের নাম জেনে রাখা জরুরী। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা এই পোস্ট থেকে অনার্সের সমাজকর্ম বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স সমাজকর্ম বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের সমাজকর্ম বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে একটি বই হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের সমাজকর্ম বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


  • Introduction to Social Work - সমাজকর্ম পরিচিতি (২১২১০১)

  • Bangladesh Studies: History, Culture And Heritage - বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (২১২১০৩)

  • History and Philosophy of Social Work - সমাজকল্যাণের ইতিহাস ও দর্শন (২১২১০৫)

  • Human Psychology and Social Work - মানবীয় মনোবিজ্ঞান ও সমাজকর্ম (২১২১০৭)

  • Economics and Development - অর্থনীতি ও উন্নয়ন (২১২১০৯)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ 

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (Compulsory) (211501) 


এই হচ্ছে NU honours 1st year social work department book list. উপরে অনার্স প্রথম বর্ষের সমাজকর্ম বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্ট অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। 


অনার্স ২য় বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকাঃ 

সমাজকর্ম হচ্ছে সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই কারণে অনার্সে সমাজকর্ম সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে অনার্স ২য় বর্ষের সমাজকর্ম বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই আটটি বইয়ের তালিকা হচ্ছে- 


  • নৃবিজ্ঞান পরিচিতি।

  • সমাজবিজ্ঞান পরিচিতি।

  • সামাজিক নীতি ও পরিকল্পনা।

  • সামাজিক সমস্যা বিশ্লেষণ।

  • মানবীয় জীববিজ্ঞান: বুদ্ধি ও বিকাশ।

  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি।

  • বাংলাদেশের অর্থনীতি। (নন মেজর)

  • English (Compulsory) 


এই হচ্ছে NU honours 2nd year social work department book list. উপরে অনার্স ২য় বর্ষের সমাজকর্ম বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। এখানে দেয়া "বাংলাদেশের অর্থনীতি" হচ্ছে নন মেজর সাবজেক্ট। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের সমাজকর্ম বিভাগের বই English (Compulsory) অর্থাৎ নন ক্রেডিট হিসেবে থাকবে। 


অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের সমাজকর্ম বিভাগের বই সমূহ হচ্ছে- 


  • অপরাধ ও সমাজ।

  • দরিদ্র সেবা নীতি অনুশীলন।

  • প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা।

  • ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম 

  • স্বেচ্ছাসেবীতা ও বাংলাদেশের এনজিও।

  • সমাজকর্ম অনুশীলনে তত্ত্বসমূহ।

  • জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ

  • মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম। 


এই ছিলো NU honours 3rd year social work department book list. উপরে অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। 


অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


  • Rural and Urban Community Development - গ্রামীণ ও শহুরে সম্প্রদায় উন্নয়ন (২৪২১০১)

  • Climate Change: Issues and Disaster Management - জলবায়ু পরিবর্তন: সমস্যা এবং দুর্যোগ ব্যবস্থাপনা (২৪২১০৩)

  • Human Resource Management - মানব সম্পদ ব্যবস্থাপনা (২৪২১০৫)

  • Social Research and Statistics - সামাজিক গবেষণা এবং পরিসংখ্যান (২৪২১০৭)

  • Social Services in Bangladesh - বাংলাদেশে সামাজিক সেবা (২৪২১০৯) 

  • Social Work and Globalization - সামাজিক কাজ এবং বিশ্বায়ন (২৪২১১১)

  • Public Health and Social Work - জনস্বাস্থ্য এবং সামাজিক কাজ (২৪২১১৩)

  • Social Action, Social Legislation and Social Work - সামাজিক কর্ম, সামাজিক আইন এবং সামাজিক কাজ (২৪২১১৫)

  • Field Work Education - ফিল্ড ওয়ার্ক শিক্ষা (২৪২১১৭)

  • Field Practicum+Viva-voce - মৌখিক পরীক্ষা (২৪২১১৮) 


এই হচ্ছে NU honours 4th year social work department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার সমাজকর্ম বিভাগের বই সমূহের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


উপসংহারঃ 

ইতিমধ্যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের সমাজকর্ম বিভাগের বই সমূহের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের সমাজকর্ম বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url