অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতি বর্ষে আলাদা আলাদা বই পড়তে হয়। এই কারনে অনার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের নাম জেনে রাখা জরুরী। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা এই পোস্ট থেকে অনার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে ৪টি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর তিনটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো একটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে। বাকি একটি বই হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


মেজর সাবজেক্টঃ

  • রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন (২১১৯০১)


  • পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা (২১১৯০৩)

  • প্রধান বৈদেশিক সরকারসমূহ: যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্স (২১১৯০৫)

  • লোকপ্রশাসন পরিচিতি (২১১৯০৭)


নন-মেজর সাবজেক্টঃ

  • সমাজবিজ্ঞান পরিচিতি (২১২০০৯)

  • সমাজকর্ম পরিচিতি (২১২১১১)

  • অর্থনীতি মৌলনীতি (২১২১১১)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১)


এই হচ্ছে NU honours 1st year political science economics book list. উপরে অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজকর্ম পরিচিত এবং অর্থনীতি মৌলনীতি এই ৩টি নন মেজর সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে। 


অনার্স ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা‌ঃ 

এখন অনার্স ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। উক্ত আটটি বইয়ের তালিকা হচ্ছে- 


  • বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি।

  • বাংলাদেশের সমাজবিজ্ঞান।

  • বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি।

  • বাংলাদেশের অর্থনীতি।

  • রাষ্ট্রবিজ্ঞান: ব্রিটিশ ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন।

  • প্রাচ্যের রাষ্ট্রচিন্তা।

  • রাজনীতি ও উন্নয়নে নারী।

  • English (Compulsory) 


এই হচ্ছে NU honours 2nd year political science economics book list. উপরে অনার্স ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেওয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বই English (Compulsory) অর্থাৎ নন ক্রেডিট হিসেবে থাকবে। 


অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বই সমূহ হচ্ছে- 


  • রাজনীতি অধ্যয়ন পদ্ধতি।

  • শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি।

  • আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি।

  • বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন (১৯৭১ থেকে বর্তমান)

  • দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি: ভারত পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কা।

  • বাংলাদেশের লোক প্রশাসন।

  • গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান।

  • রাজনৈতিক সমাজবিজ্ঞান। 


এই হচ্ছে NU honours 3rd year political science economics book list. উপরে অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। 


অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


  •  রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা (২৪১৯০১)

  • বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (২৪১৯০৩)

  • সরকারি নীতি পরিচিতি (২৪১৯০৫)

  • পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতিঃ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া (২৪১৯০৫) 
  • পরিবেশ ও উন্নয়ন (২৪১৯০৯) 

  • বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক (২৪১৯১১)

  • বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া (২৪১৯১৩) 
  • বিশ্বায়ন, আঞ্চলিক ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানসমূহ (২৪১৯১৫)

  • আধুনিক রাজনৈতিক চিন্তাধারা (২৪১৯১৭)

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (২৪১৯১৮)


এই ছিলো NU honours 4th year political science economics book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


উপসংহারঃ 

ইতিমধ্যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বই সমূহের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url