অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের দর্শন বিভাগের বইয়ের তালিকা
আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের দর্শন বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের দর্শন বিভাগের বইয়ের তালিকা দিব।
আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের দর্শন বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও আপনার সিলেবাস অনুযায়ী অনার্স দর্শন বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা এই পোস্ট থেকে জানতে পারবেন।
অনার্স ১ম বর্ষের দর্শন বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ১ম বর্ষের দর্শন বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে চারটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর তিনটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো একটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে। বাকি একটি বই হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের দর্শন বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
মেজর সাবজেক্টঃ
- দর্শনের সমস্যাবলি (২১১৭০১)
- পাশ্চাত্য দর্শনের ইতিহাস (২১১৭০৩)
- সাধারণ নীতিবিদ্যা (২১১৭০৫)
- মনোবিজ্ঞান (২১১৭০৭)
নন মেজর সাবজেক্টঃ
- সমাজবিজ্ঞান পরিচিতি (২১-১২০০৯)
অথবাঃ
- সমাজকর্ম পরিচিত (২১২১১১)
অথবাঃ
- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি (২১১৯০৯)
বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১)
এই হচ্ছে NU honours 1st year philosophy department book list. উপরে অনার্স প্রথম বর্ষের দর্শন বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজকর্ম পরিচিত এবং রাজনৈতিক তত্ত্ব এই ৩টি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে।
অনার্স ২য় বর্ষের দর্শন বিভাগের বইয়ের তালিকাঃ
দর্শন বিভাগে অনার্স প্রথম বর্ষ থেকে যখন আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তখন আপনাকে অনার্স ২য় বর্ষের দর্শন বিভাগের বইয়ের লিস্ট জানতে হবে। বর্তমানে অনার্স ২য় বর্ষের দর্শন বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। উক্ত আটটি বইয়ের তালিকা হচ্ছে-
- মুসলিম দর্শন।
- সাধারণ যুক্তিবিদ্যা।
- পাশ্চাত্য দর্শনের ইতিহাস – আধুনিক।
- ভারতীয় দর্শন: নাস্তিক সম্প্রদায়।
- বাংলাদেশের সমাজবিজ্ঞান।
- বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি।
- রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা।
- English (Compulsory)
এই ছিলো NU honours 2nd year philosophy department book list. উপরে অনার্স ২য় বর্ষের দর্শন বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের দর্শন বিভাগের বই English বাধ্যতামূলক থাকবে। তবে এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে।
অনার্স ৩য় বর্ষের দর্শন বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৩য় বর্ষের দর্শন বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের দর্শন বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-
- Ancient Philosophical Classics: Plato and Aristotle: প্রাচীন দার্শনিক ক্লাসিক: প্লেটো এবং অ্যারিস্টটল।
- Modern Philosophical Classics: Hume and Kant: আধুনিক দার্শনিক ক্লাসিক: হিউম এবং কান্ট।
- Symbolic Logic: প্রতীকী যুক্তিবিদ্যা।
- Moral Philosophy of Immanuel Kant and J.S. Nill: ইম্যানুয়েল কান্ট এবং জে.এস. নিলের নৈতিক দর্শন।
- Philosophy of the Bangalees : Ancient and Medieval: বাঙালিদের দর্শন: প্রাচীন ও মধ্যযুগীন।
- Muslim Philosophers: মুসলিম দার্শনিকগণ
- Indian Philosophy: Theistic School: ভারতীয় দর্শন: ঈশ্বরবাদী বিদ্যালয়।
- Philosophy of Education: শিক্ষার দর্শন।
এই ছিলো NU honours 3rd year philosophy department book list. উপরে অনার্স ৩য় বর্ষের দর্শন বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট রয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের দর্শন বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের দর্শন বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের দর্শন বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
- Contemporary Western Philosophy - সমসাময়িক পাশ্চাত্য দর্শন (241701)
- Marxist Philosophy - মার্কসবাদী দর্শন (241703)
- Aesthetics - নান্দনিকতা (241705)
- Political Philosophy: Ancient and Medieval - রাজনৈতিক দর্শন: প্রাচীন ও মধ্যযুগীয় (241707)
- Philosophy of the Bangalees: Modern and Contemporary - বাঙালির দর্শন: আধুনিক ও সমসাময়িক (241709)
- Philosophy of Mind - মনের দর্শন (241711)
- Social Philosophers - সামাজিক দার্শনিক (241713)
- Meta Ethics (241715)
- Philosophy of Religion - ধর্মের দর্শন (241717)
- Viva-voce - মৌখিক পরীক্ষা (241718)
এই হচ্ছে NU honours 4th year philosophy department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার দর্শন বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।
উপসংহারঃ
আপনারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের দর্শন বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা অনার্সের দর্শন বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া