অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের মার্কেটিং বিভাগের বইয়ের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের মার্কেটিং বিভাগের সকল শিক্ষার্থীদের বইয়ের তালিকা জানা জরুরী। কেননা অনার্সে মার্কেটিং বিভাগের প্রতি বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের মার্কেটিং বিভাগের বইয়ের তালিকা দিব।
আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের মার্কেটিং বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স মার্কেটিং বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন।
অনার্স ১ম বর্ষের মার্কেটিং বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ১ম বর্ষের মার্কেটিং বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে একটি বই হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মার্কেটিং বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
- Introduction to Business: ব্যবসায় পরিচয় (বা ব্যবসায়ের ভূমিকা) (২২২৩০১)
- Principles of Marketing-1 - বিপণনের মূলনীতি-১ (২২২৩০৩)
- Financial Accounting (212305): আর্থিক হিসাববিজ্ঞান। (২২২৩০৫)
- Principles of Management. ব্যবস্থাপনার মূলনীতি। (২২২৩০৭)
- Introduction to Computer. কম্পিউটার পরিচয় (বা কম্পিউটারের ভূমিকা) (২২২৩০৯)
বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১০০১)
এই হচ্ছে অনার্স NU honours 1st year marketing department book list. উপরে অনার্স প্রথম বর্ষের মার্কেটিং বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।
অনার্স ২য় বর্ষের মার্কেটিং বিভাগের বইয়ের তালিকাঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের ৮টি বই পড়তে হয়। এই আটটি বইয়ের তালিকা হচ্ছে-
- Business Communication. ব্যবসায়িক যোগাযোগ।
- Fundamentals of Finance: ফিন্যান্সের মৌলিক বিষয়।
- Business Statistics I -ব্যবসায়িক পরিসংখ্যান ১
- Business Mathematics. ব্যবসায়িক গণিত।
- Insurance and Risk Management. বীমা এবং ঝুঁকি ব্যবস্থাপনা।
- Micro Economics. মাইক্রো অর্থনীতি।
- Agricultural Marketing. কৃষি বিপণন।
এই ছিলো NU honours 2nd year marketing department book list. উপরে অনার্স ২য় বর্ষের মার্কেটিং বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে।
অনার্স ৩য় বর্ষের মার্কেটিং বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৩য় বর্ষের মার্কেটিং বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের মার্কেটিং বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-
- Principles of Marketing-II বিপণনের মূলনীতি-দ্বিতীয় পর্ব (২৩২৩০১)
- Organizational Behavior. সংগঠন আচরণ (২৩২৩০৩)
- Financial Management. আর্থিক ব্যবস্থাপনা (২৩২৩০৫)
- Business Statistics-II. ব্যবসায়িক পরিসংখ্যা-দ্বিতীয় পর্ব (২৩২৩০৭)
- Advertising & Promotion. বিজ্ঞাপন ও প্রচার (২৩২৩০৯)
- Legal Aspects of Marketing. বিপণনের আইনী দিক (২৩২৩১১)
- Macro Economics. ম্যাক্রো অর্থনীতি (২৩২৩১৩)
- Taxation in Bangladesh. বাংলাদেশে কর ব্যবস্থা (২৩২৩১৫)
এই হচ্ছে NU honours 3rd year marketing department book list. উপরে অনার্স ৩য় বর্ষের মার্কেটিং বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট সাবজেক্টের কোড সহো দেয়া হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের মার্কেটিং বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের মার্কেটিং বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের মার্কেটিং বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
- Marketing Management - মার্কেটিং ম্যানেজমেন্ট (২৪২৩০১)
- Human Resource Management - মানব সম্পদ ব্যবস্থাপনা (২৪২৩০৩)
- International Business - আন্তর্জাতিক ব্যবসা (২৪২৩০৫)
- Consumer Behavior - ভোক্তা আচরণ (২৪২৩০৭)
- Sales Management - বিক্রয় ব্যবস্থাপনা (২৪২৩০৯)
- Brand Management - ব্র্যান্ড ব্যবস্থাপনা (২৪২৩১১)
- Entrepreneurship Development - উদ্যোক্তা উন্নয়ন (২৪২৩১৩)
- Bangladesh Economics - বাংলাদেশ অর্থনীতি (২৪২৩১৫)
- Marketing Research - বিপণন গবেষণা (২৪২৩১৭)
- Viva-voce - মৌখিক পরীক্ষা (২৪২৩১৮)
এই হচ্ছে NU honours 4th year marketing department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার মার্কেটিং বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।
উপসংহারঃ
আশা করছি আপনারা এই পোস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের মার্কেটিং বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের মার্কেটিং বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। তবে যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।