অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ফিন্যান্স বিভাগের বইয়ের তালিকা

আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফিন্যান্স বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ফিন্যান্স বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের ফিন্যান্স বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও আপনার সিলেবাস অনুযায়ী অনার্স ফিন্যান্স বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা এই পোস্ট থেকে জানতে পারবেন।


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ফিন্যান্স বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের ফিন্যান্স বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের ফিন্যান্স বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি সাবজেক্টের মধ্যে "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক (Compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফিন্যান্স বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


  • Principles of Accounting - হিসাববিজ্ঞানের নীতিমালা। (২১২৪০১)

  • Principles of Finance - অর্থের মূলনীতি। (২১২৪০৩)

  • Principles of Marketing - বিপণনের মূলনীতি। (২১২৪০৫)

  • Principles of Management - ব্যবস্থাপনার নীতিমালা। (২১২৪০৭)

  • Micro Economics (২১২৪০৯)

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (Compulsory) (২১১৫০১) 


এই হচ্ছে NU honours 1st year finance department book list. উপরে অনার্স প্রথম বর্ষের ফিন্যান্স বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


অনার্স ২য় বর্ষের ফিন্যান্স বিভাগের বইয়ের তালিকাঃ 

ফিন্যান্স বিভাগে অনার্স প্রথম বর্ষ থেকে যখন আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তখন আপনাকে অনার্স ২য় বর্ষের ফিন্যান্স বিভাগের বইয়ের লিস্ট জানতে হবে। বর্তমানে অনার্স ২য় বর্ষের ফিন্যান্স বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। এই সাতটি বইয়ের তালিকা হচ্ছে- 


  • Business Statistics - ব্যবসা পরিসংখ্যান (২২২৪০১)

  • Macro Economics. (২২২৪০৩)

  • Business Mathematics - ব্যবসা গণিত (২২২৪০৫)

  • Law and Practices of Banking and Insurance - ব্যাংকিং এবং বীমা আইন এবং অনুশীলন। (২২২৪০৭)

  • Computer and Information Technology - কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। (২২২৪০৯)

  • Legal Aspects of Business - ব্যবসার আইনি দিক। (২২২৪১১)

  • Business Communication and Report Writing - ব্যবসায়িক যোগাযোগ এবং প্রতিবেদন লেখা। (২২২৪১৩)


এই হচ্ছে NU honours 2nd year finance department book list. উপরে অনার্স ২য় বর্ষের ফিন্যান্স বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহো দেয়া হয়েছে। 


অনার্স ৩য় বর্ষের ফিন্যান্স বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের ফিন্যান্স বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফিন্যান্স বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে- 


  • Portfolio Management

  • Financial Analysis & Control 

  • Entrepreneurship 

  • Management Accounting

  • Auditing

  • Islamic Banking

  • Marketing of Financial Service 

  • Financial Management 


এই হচ্ছে NU honours 3rd year finance department book list. উপরে অনার্স ৩য় বর্ষের ফিন্যান্স বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। 


অনার্স ৪র্থ বর্ষের ফিন্যান্স বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের ফিন্যান্স বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফিন্যান্স বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


  • International Trade and Finance - আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থ (242401)

  • Public Finance and Taxation (242403)

  • Financial Market and Institutions - আর্থিক বাজার এবং প্রতিষ্ঠান। (242405)

  • Comparative Financial System - তুলনামূলক আর্থিক ব্যবস্থা। (242407)

  • Human Resource Management - মানব সম্পদ ব্যবস্থাপনা। (242409)

  • Business Research Methodology - ব্যবসায়িক গবেষণা পদ্ধতি। (242411)

  • SME and Micro Finance (242413)

  • E-Banking & E-Commerce (242415)

  • Central Banking (242417)

  • Viva-Voce - মৌখিক পরীক্ষা (242418) 


এই হচ্ছে NU honours 4th year finance department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার ফিন্যান্স বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


উপসংহারঃ 

আপনারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফিন্যান্স বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা অনার্সের ফিন্যান্স বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url