অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকা

আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ইংরেজি বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের ইংরেজি বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও আপনার সিলেবাস অনুযায়ী অনার্স ইংরেজি বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা এই পোস্ট থেকে জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের ইংরেজি বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে চারটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর তিনটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো একটি নিজেদের পছন্দমত বেছে নিতে হবে। বাকি একটি বই হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


মেজর সাবজেক্টঃ 

  • English Reading Skills (211101)

  • English Writing Skills (211103)

  • Introduction to Poetry (211105)

  • Introduction to Prose: Fiction and Non-Fiction (211107) 


নন মেজর সাবজেক্টঃ

  • Introducing Sociology (212009) 
Or

  • Introduction to Social Work (212111)

or

  • Introduction to Political Theory (211909)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • History of the Emergence of Independent Bangladesh (211501)


এই হচ্ছে NU honours 1st year english department book list. উপরে অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া Introducing Sociology.... Introduction to Social Work ও Introduction to Political Theory এই ৩টি সাবজেক্টের মধ্যে যেকোনো ১টি সাবজেক্ট নিতে হবে। 


অনার্স ২য় বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকাঃ 

ইংরেজি বিভাগে অনার্স প্রথম বর্ষ থেকে যখন আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তখন আপনাকে অনার্স ২য় বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের লিস্ট জানতে হবে। বর্তমানে অনার্স ২য় বর্ষের ইংরেজি বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের তালিকা হচ্ছে- 


  • Introduction to Drama. (221101)

  • Romantic Poetry. (221103)

  • Advance Reading and Writing. (221105)

  • History of English Literature. (221107)

  • Political Organization and The Political System of UK and USA. (221909)


যেকোনো একটি নিতে হবেঃ 

  • Sociology of Bangladesh (222009)

Or 

  • Bangladesh Society and Culture. (222115)


এই ছিলো NU honours 2nd year english department book list. উপরে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া Sociology of Bangladesh এবং Bangladesh Society and Culture এই দুইটি সাবজেক্টের মধ্যে যেকোনো ১টি সাবজেক্ট নিতে হবে। 


অনার্স ৩য় বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের ইংরেজি বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ইংরেজি বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে- 


  • Elizabethan and Jacobean Drama (231101)

  • 16th and 17th Century Poetry (231103)

  • 17th and 18th Century Non-Fictional Prose. (231105)

  • Restoration and Eighteenth Century Fiction. (231107)

  • Restoration and Eighteenth Century Poetry and Drama. (231109)

  • Victorian Poetry. (231111)

  • Introduction to Literary Criticism (Up to Romantic Period) (231113)

  • Introduction to Linguistics. (231115)


এই ছিলো NU honours 3rd year english department book list. উপরে অনার্স ৩য় বর্ষের ইংরেজি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


অনার্স ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 

 

  • Nineteenth Century Novel (241101)

  • Twentieth Century Poetry (241103)

  • Modern Drama (241105)

  • Twentieth Century Novel (241107)

  • American Poetry (241109)

  • American Literature: Fiction and Drama (241111)

  • Classics in Translation (241113)

  • Literary Criticism (From Victorian to Modern Age) (241115) 

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (241120)


(নিচের যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে)

  • Continental Literature (241117)

Or

  • Approaches and Methods of Language Teaching (241119)


এই হচ্ছে NU honours 4th year english department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার ইংরেজি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া Continental Literature এবং Approaches and Methods of Language Teaching এই দুইটি সাবজেক্টের মধ্যে যেকোনো ১টি সাবজেক্ট নিতে হবে। 


উপসংহারঃ 

আপনারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ইংরেজি বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা অনার্সের ইংরেজি বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url