অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের অর্থনীতি বিভাগের প্রতি বর্ষে আলাদা আলাদা বই পড়তে হয়। এই কারনে অনার্সের অর্থনীতি বিভাগের সকল বর্ষের বইয়ের নাম জেনে রাখা জরুরী। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা এই পোস্ট থেকে অনার্সের অর্থনীতি বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স অর্থনীতি বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের অর্থনীতি বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে চারটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর দুইটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো একটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে। বাকি একটি বই হচ্ছে বাধ্যতামূলক (Compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


মেজর সাবজেক্টঃ

  • মৌলিক ব্যষ্টিক অর্থনীতি (২১২২০১)

  • মৌলিক সামষ্টিক অর্থনীতি (২১২২০৩)

  • মৌলিক গণিত (২১২২০৫)

  • মৌলিক পরিসংখ্যান (২১২২০৭) 


নন মেজর সাবজেক্টঃ

  • সমাজবিজ্ঞান পরিচিতি (২১২০০৯)

  • সমাজকর্ম পরিচিতি (২১২১১১) 


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১) 


এই হচ্ছে NU honours 1st year economics department book list. উপরে অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজকর্ম পরিচিত এই ২টি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে। 


অনার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই ৮টি বই মেজর এবং নন মেজর দুইটি অংশে ভাগ করা হয়েছে। উক্ত আটটি বইয়ের তালিকা হচ্ছে- 


মেজর সাবজেক্টঃ 

  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (২২২২০৭) 

  • গাণিতিক অর্থনীতি (২২২২০৩) 

  • ব্যবসায় পরিচিতি (২২২২০৫) 

  • ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি (২২২২০১) (মেজর)


নন-মেজর সাবজেক্টঃ 

  • বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (২২২১১৫) (নন-মেজর)

  • বাংলাদেশের সমাজবিজ্ঞান (২২২০০৯) (নন-মেজর) 

  • রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা (২২১৯০৯) (নন-মেজর) 


Compulsory 

  • English (Compulsory) 


এই ছিলো NU honours 2nd year economics department book list. উপরে অনার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের বই English বাধ্যতামূলক থাকবে। তবে এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে। 


অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের বই সমূহ হচ্ছে- 


  • নগর অর্থনীতি (২৩২২১৩) 

  • উন্নয়ন অর্থনীতি (২৩২২০৭)

  • আন্তর্জাতিক অর্থনীতি -১ (২৩২২০৯)

  • সরকারি অর্থব্যবস্থা (২৩২২১১)

  • বাংলাদেশের অর্থনীতি অধ্যয়ন (২৩২২০৫)

  • কৃষি ও গ্রামীণ অর্থনীতি (২৩২২১৫)

  • ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি (২৩২২০১)

  • অর্থনীতির জন্য পরিসংখ্যান (২৩২২০৩) 


এই ছিলো NU honours 3rd year economics department book list. উপরে অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


অনার্স ৪র্থ বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকাঃ 

এখন অনার্স ৪র্থ বর্ষের অর্থনীতি বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের অর্থনীতি বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


  • মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন - (২৪২২০১)

  • আন্তর্জাতিক অর্থনীতি ২ - (২৪২২০৩)

  • গবেষণা পদ্ধতি - (২৪২২০৫)

  • শিল্প অর্থনীতি - (২৪২২০৭)

  • পরিবেশ ও সম্পদ অর্থনীতি - (২৪২২০৯)

  • জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতি - (২৪২২১১)

  • অর্থনৈতিক চিন্তাধারা - (২৪২২১৩) 
  • Viva-voce - মৌখিক পরীক্ষা (242222)


(নিচের যেকোনো দুইটি সাবজেক্ট নিতে হবে)

  • অর্থমিতি - (২৪২২১৫)

  • অর্থনৈতিক উন্নয়নের ধারা - (২৪২২১৭)

  • অর্থনৈতিক পরিকল্পনা - (২৪২২১৯)

  • ইসলামিক অর্থনীতি - (২৪২২২১) 


এই হচ্ছে NU honours 4th year economics department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার অর্থনীতি বিভাগের বই সমূহের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। 


উপসংহারঃ 

ইতিমধ্যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের অর্থনীতি বিভাগের বই সমূহের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের অর্থনীতি বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url