২০২৩ এশিয়া কাপের সকল দলের স্কোয়াড, কারা আছেন কারা নেই জানুন
এশিয়ার অন্যতম জনপ্রিয় খেলা হচ্ছে আন্তর্জাতিক এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিটি দলই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে। এই কারণে এশিয়া কাপের সফলতা অনেকটা নির্ভর করে দলগুলোর স্কোয়াডের উপর। যে দলের স্কোয়াড যত বেশি শক্তিশালী সেই দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে তত এগিয়ে থাকে।
আজকের পোস্টে আমরা ২০২৩ এশিয়া কাপের সকল দলের স্কোয়াড নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করা সকল দলের স্কোয়াড ও কোন দলের কোন খেলোয়াড় কী ভূমিকা পালন করবে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
২০২৩ এশিয়া কাপে কোন কোন দল রয়েছে?
মূলত এশিয়া মহাদেশের ক্রিকেট খেলুড়ে সেরা দলগুলো নিয়ে এশিয়া কাপের আয়োজন করা হয়। এবারের এশিয়া কাপে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে-
- বাংলাদেশ
- পাকিস্তান
- ভারত
- আফগানিস্তান
- শ্রীলঙ্কা
- নেপাল
উক্ত ছয়টি দল এবারের ২০২৩ এশিয়া কাপে সরাসরি অংশগ্রহণ করবে। চলুন তাহলে উক্ত ছয়টি দলের স্কোয়াড জেনে নেই-
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডঃ
এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের চমক হচ্ছে তানজিদ হাসান। ইমার্জিং এশিয়া কাপে ভালো খেলায় তাকে এশিয়া কাপে দলে রাখা হয়েছে। এছাড়াও স্পিনার নাসুম আহমেদ এবং স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এশিয়া কাপে দলে রয়েছে। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহকে এশিয়া কাপে রাখা হয়নি।
ইনজুরির কারণে তামিম ইকবাল এবারের এশিয়া কাপে দলে না থাকায় অধিনায়ক থাকবেন সাকিব আল হাসান। শামীম পাটোয়ারী ওডিআই ফরম্যাটে ডাক পেলেও তার মাঠে নামা হয়নি। এশিয়া কাপে ওডিআই অভিষেকের জন্য তিনি মুখিয়ে থাকবেন। তবে ইবাদত হোসেনকে এশিয়া কাপে দলে রাখা হলেও ইনজুরির কারণে তিনি খেলতে পারবেন না।
২০২৩ এশিয়া কাপ বাংলাদেশ দলের খেলোয়াড় তালিকাঃ
বাংলাদেশ এশিয়া কাপের জন্য ১৭ জন খেলোয়ারদের নিয়ে দল গঠন করেছে। এশিয়া কাপে বাংলাদেশ দলের প্লেয়ারগুলো হচ্ছে-
- সাকিব আল হাসান (অধিনায়ক),
- লিটন দাস,
- তানজিদ হাসান তামিম,
- নাজমুল হোসেন শান্ত,
- তৌহিদ হৃদয়,
- মুশফিকুর রহিম,
- মেহেদি হাসান মিরাজ,
- তাসকিন আহমেদ,
- মুস্তাফিজুর রহমান,
- হাসান মাহমুদ,
- মেহেদি হাসান,
- নাসুম আহমেদ,
- শামীম হোসেন,
- আফিফ হোসেন,
- শরিফুল ইসলাম,
- ইবাদত হোসেন,
- মোহাম্মদ নাইম,
উপরে উল্লেখিত প্লেয়ারগুলো ২০২৩ এশিয়া কাপ ক্রিকেট সরাসরি বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবে। এদের থেকে ১১ জন অংশগ্রহণ করবে বাংলাদেশের মূল দলে।
এশিয়া কাপ ২০২৩ পাকিস্তানের দলের খেলোয়াড় লিস্টঃ
এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মিডল অর্ডার ব্যাটার তায়্যিব তাহির ২০২৩ এশিয়া কাপে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়াও অলরাউন্ডার ফাহিম আশরাফ দলে ডাক পেয়েছেন। এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন বাবর আজম।
তার নেতৃত্বে পাকিস্তান এশিয়া কাপ খেলবে। ইনজামাম-উল-হক পাকিস্তান ক্রিকেট টিমের প্রধান নির্বাচক হওয়ার পর এই প্রথমবার তিনি এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল নির্বাচন করেছেন। শান মাসুদ সম্প্রতি ম্যাচগুলোতে রান না পাওয়ায় এশিয়া কাপ থেকে তিনি বাদ পড়েছেন। এছাড়াও ডানহাতি পেসার ইহসানুল্লাহর কনুইয়ের চোটের কারণে এশিয়া কাপের স্কোয়াডে তাকে রাখা হয়নি।
এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াডঃ
পাকিস্তান এশিয়া কাপ জয়ী হওয়ার জন্য ১৭ জন খেলোয়ারদের নিয়ে দল গঠন করেছে। এশিয়া কাপে পাকিস্তান দলের প্লেয়ারগুলো হচ্ছে-
- আবদুল্লাহ শফিক,
- ফখর জামান,
- ইমাম-উল-হক,
- বাবর আজম (অধিনায়ক),
- আগা সালমান,
- ইফতিখার আহমেদ,
- তায়্যিব তাহির,
- মোহাম্মদ রিজওয়ান,
- মোহাম্মদ হারিস,
- শাদাব খান (সহ-অধিনায়ক),
- মোহাম্মদ নওয়াজ,
- উসামা মির,
- ফাহিম আশরাফ,
- হারিস রউফ,
- মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,
- নাসিম শাহ,
- শাহিন শাহ আফ্রিদি,
উক্ত প্লেয়ারগুলো ২০২৩ এশিয়া কাপ ক্রিকেট সরাসরি পাকিস্তানের হয়ে খেলতে পারবে। এদের থেকে ১১ জন সরাসরি মূল দলে অংশগ্রহণ করবে।
এশিয়া কাপে ভারতের স্কোয়াডঃ
ইতিমধ্যে ভারত এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এশিয়া কাপে মিডিল ওর্ডারে ব্যাট করার জন্য ভারতের স্কোয়াডে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার ফিরেছেন। তবে এবারের এশিয়া কাপে ভারতের বড় চমক হচ্ছে তিলক ভর্মা। এই তরুণ এশিয়া কাপে ভারতের হয়ে খেলবে।
এছাড়াও এশিয়া কাপে ভারত দলের ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা। তার নেতৃত্বে এবারের এশিয়া কাপে ভারত খেলবে। ভারত দলের সহ-অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া। প্রথমে বুমরাহ এশিয়া কাপে ভারত দলের সহ অধিনায়ক হওয়ার কথা শোনা গেলেও পরবর্তীতে জানা যায় নির্বাচকরা হার্দিক পান্ডিয়ার উপর আস্থা রেখে তাকে সহ-অধিনায়ক বানিয়েছে।
২০২৩ এশিয়া কাপের ভারতের প্লেয়ার তালিকাঃ
ভারত এশিয়া কাপের জন্য ১৭ জন খেলোয়ারদের নিয়ে দল গঠন করেছে। ২০২৩ এশিয়া কাপে ইন্ডিয়া দলের প্লেয়ারগুলো হচ্ছে-
- রোহিত শর্মা (ক্যাপ্টেন),
- বিরাট কোহলি,
- শুভমন গিল,
- লোকেশ রাহুল,
- শ্রেয়স আইয়ার,
- তিলক ভার্মা,
- সূর্যকুমার যাদব,
- ঈশান কিষাণ,
- হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক),
- রবীন্দ্র জাডেজা,
- অক্ষর প্যাটেল,
- কুলদীপ যাদব,
- মুহাম্মদ সামি,
- মুহাম্মদ সিরাজ,
- জাসপ্রীত বুমরা,
- শার্দূল ঠাকুর,
- প্রসিধ কৃষ্ণা,
উপরে উল্লেখিত প্লেয়ারগুলো সরাসরি ভারতের হয়ে ২০২৩ এশিয়া কাপ ক্রিকেট খেলতে পারবে। এদের মধ্য থেকে ১১ জন মূল দলে অংশগ্রহণ করবে।
এশিয়া কাপের আফগানিস্তানের সকল খেলোয়াড় তালিকাঃ
এবারের এশিয়া কাপে আফগানিস্তান দলে ওপেনার থাকবেন Ibrahim Zadran এবং Rahmanullah Gurbaz. মিডিল ওর্ডারে আফগানিস্তান দলে রয়েছে Hashmatullah Shahidi (C) Rahmat Shah, Najibullah Zadran. উইকেট কিপার রয়েছে Ikram Ali Khil. এশিয়া কাপে আফগানিস্তান দলে অলরাউন্ডার হয়ে খেলবে Azmatullah Omarzai এবং Mohammed Nabi.
আফগানিস্তানের বড় চমক হচ্ছে তাদের স্পিন বোলার। এশিয়া কাপে আফগানিস্তানের স্পিন বলাররা হচ্ছে Rashid Khan, Noor Ahmad, Mujeeb Ur Rahman. পেজ বলাররা হচ্ছে Fazalhaq Farooqi, Fareed Ahmad Malik, Abdul Rahman. এশিয়া কাপে Hashmatullah Shahidi আফগানিস্তানের অধিনায়ক থাকবে।
এশিয়া কাপে আফগানিস্তানের স্কোয়াডঃ
আফগানিস্তান এশিয়া কাপের জন্য ১৯ জন খেলোয়ারদের নিয়ে দল গঠন করেছে। এশিয়া কাপে আফগানিস্তান দলের প্লেয়ারগুলো হচ্ছে-
- Hashmatullah Shahidi (C),
- Najibullah Zadran,
- Azmatullah Omarzai,
- Rahmanullah Gurbaz (WK),
- Hazratullah Zazai,
- Noor Ahmad,
- Rashid Khan,
- Samiullah Shinwari,
- Afsar Zazai (WK),
- Ibrahim Zadran,
- Karim Janat,
- Farid Ahmad Malik,
- Fazal Haq Farooqi,
- Mohammad Nabi,
- Mujib ur Rahman,
- Naveen ul Haq,
- Nijat Masoud,
- Sharafuddin Ashraf,
- Qais Ahmad.
উপরে উল্লেখিত প্লেয়ারগুলো ২০২৩ এশিয়া কাপ ক্রিকেট সরাসরি খেলতে পারবে। এদের থেকে ১১ জন অংশগ্রহণ করবে মূল দলে।
এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াডঃ
ইতিমধ্যে শ্রীলংকা ২০২৩ এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার অধিনায়ক থাকবে দাসুন শানাকা। দাসুন শানাকার নেতৃত্বে শ্রীলংকা ২০২৩ এশিয়া কাপ খেলবে। এছাড়াও সহ অধিনায়ক থাকবে চরিথ আসালাঙ্কা।
২০২৩ এশিয়া কাপের শ্রীলঙ্কার সকল প্লেয়ার তালিকাঃ
অন্যান্য দলের মতো শ্রীলঙ্কাও এশিয়া কাপের জন্য ১৭ জন খেলোয়ার নিয়ে দল গঠন করেছে। উক্ত খেলোয়াড়রা হচ্ছে-
- দাসুন শানাকা (অধিনায়ক),
- চরিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক),
- পথুম নিসাঙ্কা,
- কুসল মেন্ডিস,
- ভানুকা রাজাপাকসে,
- আশেন বান্দারা,
- ধনঞ্জয়া ডি সিলভা,
- ওয়ানিন্দু হাসারাঙ্গা,
- মহেশ থেকশানা,
- দুশমান্থা চামেরা,
- দিনেশ চান্দিমাল,
- দানুশকা গুনাথিলাকা,
- জেফরি ভান্ডারসে,
- প্রবীণ জয়াভিক্রমানা,
- মাদরাসানা,
- ডি সিলভা,
- নুওয়ানিদু ফার্নান্দো ৷
উপরে উল্লেখিত প্লেয়ারগুলো শ্রীলংকা ক্রিকেট দলের হয়ে ২০২৩ এশিয়া কাপ সরাসরি খেলতে পারবে। এদের থেকে ১১ জন শ্রীলংকার মূল দলে খেলবে।
এশিয়া কাপ ২০২৩ নেপাল দলের প্লেয়ার লিস্টঃ
এশিয়া কাপে ভালো খেলে চমক দেখানোর জন্য ইতিমধ্যে নেপাল ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে। এবারের ২০২৩ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে নেপালের অনুষ্ঠিত হবে।
অগস্টের প্রথম দিকে নেপালের ক্যাপ্টেন জ্ঞানেন্দ্র মাল্লা অবসর ঘোষণা করায় এশিয়া কাপে নেপালের অধিনায়ক থাকবে রোহিত পাওদেল। তার নেতৃত্বে এবারের এশিয়া কাপে লড়বে নেপাল। এছাড়াও এশিয়া কাপের জন্য প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানেকেও দলে রাখা হয়েছে।
এশিয়া কাপে নেপাল দলের ফুল স্কোয়াডঃ
যদিও এশিয়া কাপে অন্যান্য দলের মত নেপাল দল শক্তিশালী নয় এরপরেও নেপাল এশিয়া কাপে ভালো কিছু করার জন্য প্রস্তুত। তারা তাদের সেরা ১৭ জন খেলোয়াড় নিয়ে এশিয়া কাপ জয়ী হতে দল গঠন করেছে। খেলোয়ারগুলো হচ্ছে-
- রোহিত পাওদেল (ক্যাপ্টেন),
- কুশল ভূর্তেল,
- আসিফ শেখ (উইকেটকিপার),
- ভীম শারকি,
- কুশল মালা,
- আরিফ শেখ,
- দীপেন্দ্র সিং এরি,
- গুলশন ঝা,
- সোমপাল কামী,
- করণ কেসি,
- সন্দীপ লামিছানে,
- ললিত রাজবংশী,
- শ্যাম ধাকল,
- সন্দীপ জোরা,
- কিশোর মাহাতো,
- অর্জুন সৌদ।
২০২৩ এশিয়া কাপের জন্য উক্ত খেলোয়াড়গুলোকে নিয়ে নেপাল দল গঠন করেছে। তবে এদের মধ্যে ১১ জন মূল একাদশে খেলবে।
এশিয়া কাপের সকল দলের খেলোয়াড় তালিকার FAQ
২০২৩ এশিয়া কাপের আয়োজক কে?
২০২৩ এশিয়া কাপের আয়োজক হচ্ছে পাকিস্তান।
২০২৩ এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
২০২৩ এশিয়া কাপ ক্রিকেট পাকিস্তান এবং শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ ২০২৩ ফাইনাল কবে?
২০২৩ এশিয়া কাপের ফাইনাল হবে সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ।
এশিয়া কাপ ২০২৩ মোট কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে?
এবারের এশিয়া কাপে মোট ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ কয়টি দল অংশগ্রহণ করবে?
২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেটে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে।
উপসংহারঃ
এই পোস্ট থেকে আপনারা ২০২৩ এশিয়া কাপে অংশগ্রহণ করা সকল দলের স্কোয়াড জানতে পেরেছেন। এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, শ্রীলংকা ও নেপাল দলের সকল খেলোয়াড়দের নাম ও বিস্তারিত তথ্য এখানে দেয়া হয়েছে। এরপরেও যদি এশিয়া কাপের কোনো দলের স্কোয়াড সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে অথবা যোগাযোগ করে জানাতে পারেন।