পাকিস্তান পিএসএল ২০২৪ সময়সূচী ও দল (বাংলাদেশ সময় অনুযায়ী)
২০২৪ সালের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর ১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক পরিচালিত পিএসএল এর চূড়ান্ত সময়সূচী প্রকাশ করা হয়েছে। ফ্রাঞ্চাইজি লীগগুলির অন্যতম সেরা পাকিস্তানের পিএসএল হওয়ায় এবং এখানে পাকিস্তানের তারকা প্লেয়ার ও বিদেশের সেরা প্লেয়াররা খেলায় অনেকেই পিএসএল খেলা দেখেন। তবে পিএসএল খেলা লাইভ দেখার জন্য আপনাকে পিএসএল খেলার সময়সূচি জানতে হবে।
পিএসএল ২০২৪ সময়সূচী ও দল যদি জানতে চান তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এখানে পিএসএল খেলার সময় সূচি, তারিখ, ভেন্যু ও সকল দলের নাম দেয়া হবে। আপনারা পিএসএল খেলার বাংলাদেশ সময়সূচি জানার পাশাপাশি পিএসএল সকল দলের নাম, খেলার তারিখ, মাঠের নাম ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
২০২৪ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সকল দলের নামঃ
প্রতিবছর পাকিস্তানের পিএসএল শিরোপা জয় করার জন্য বিভিন্ন দল পিএসএল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করা সকল দলগুলোর নাম সাধারণত পাকিস্তানের বিভিন্ন শহরের নাম অনুযায়ী হয়। যেমন করাচি শহরে নাম অনুযায়ী করাচি কিংস, লাহোর শহরের নাম অনুযায় লাহোর কালান্দার্স ইত্যাদি। তবে এবারের পিএসএলে ৬ দল অংশগ্রহণ করেছে। উক্ত ছয়টি দলের নাম হচ্ছে-
- লাহোর কালান্দার্স,
- করাচি কিংস,
- ইসলামাবাদ ইউনাইটেড,
- পেশোয়ার জালমি,
- কোয়েটা গ্ল্যাডিয়েটরস,
- মুলতান সুলতান,
উপরে উল্লেখিত দলগুলো ২০২৪ পিএসএল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। দলগুলোতে বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মত দেশী তারকা খেলোয়াড়ের পাশাপাশি বিদেশি সেরা খেলোয়াড়ের মিশ্রণ রয়েছে। সাধারণত পাকিস্তানের দর্শকরা তাদের শহরের দলকে সাপোর্ট করে এবং অনেক দর্শক রয়েছে যারা তাদের প্রিয় খেলোয়াড়ের পিএসএল দলকে সাপোর্ট করে থাকে।
আরো দেখুনঃ মোবাইলে পাকিস্তান পিএসএল লাইভ খেলা দেখার উপায়.
২০২৪ পিএসএল ভেন্যু, মাঠের নাম ও স্থানঃ
এবারের পিএসএল এর নবম আসরে ছয়টি দলের মোট ৩৪ টি ম্যাচ আয়োজিত হবে। এই ম্যাচগুলো পাকিস্তানের চারটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। ২০২৪ পিএসএল সকল ম্যাচগুলো যেসব মাঠে অনুষ্ঠিত হবে সেইসব মাঠের নাম হচ্ছে-
- গাদ্দাফি স্টেডিয়াম, (লাহোর)
- মুলতান ক্রিকেট স্টেডিয়াম, (মুলতান)
- ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, (করাচি)
- পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, (রাওয়ালপিন্ডি)
উপরিউক্ত করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতান এই চারটি শহরে পিএসএল এর সকল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ১১ টি ম্যাচ করাচিতে অনুষ্ঠিত হবে। এছাড়া লাহোর ও রাওয়ালপিন্ডিতে ৯ টি করে ম্যাচ এবং মুলতানে ৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ করাচিতে আয়োজন হবে।
পিএসএল ২০২৪ সময়সূচী (বাংলাদেশ সময় অনুযায়ী)
২০২৪ সালের পিএসএল খেলার জন্য ২০২৩ সালের ১৩ ডিসেম্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ২০২৪ পিএসএল এর জন্য সময়সূচি নির্ধারণ করা হয়। ১৭ ফেব্রুয়ারি লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড খেলার মাধ্যমে পিএসএল শুরু হবে। অতঃপর মোট ৩৪ টি ম্যাচ হয়ে ১৮ মার্চ পিএসএল এর ফাইনাল খেলা হবে। নিম্নে পিএসএল ২০২৪ সময়সূচি, তারিখ, দল, ভেন্যু ইত্যাদি ছক আকারে দেয়া হলো-
তারিখ | দল | সময় | ভেন্যু |
---|---|---|---|
১৭ ফেব্রুয়ারি | লাহোর কালান্দার্স - ইসলামাবাদ ইউনাইটেড | 8.30 PM | গাদ্দাফি স্টেডিয়াম লাহোর |
১৮ ফেব্রুয়ারি | কোয়েটা গ্ল্যাডিয়েটরস - পেশোয়ার জালমি | 2.30 PM | গাদ্দাফি স্টেডিয়াম লাহোর |
১৮ ফেব্রুয়ারি | মুলতান সুলতান বনাম করাচি কিংস | 7.30 PM | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
১৯ ফেব্রুয়ারী | লাহোর কালান্দার্স - কোয়েটা গ্ল্যাডিয়েটরস | 7.30 PM | গাদ্দাফি স্টেডিয়াম লাহোর |
২০ ফেব্রুয়ারি | মুলতান সুলতান - ইসলামাবাদ ইউনাইটেড | 7.30 PM | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
২১ ফেব্রুয়ারি | পেশোয়ার জালমি বনাম করাচি কিংস | 7.30 PM | গাদ্দাফি স্টেডিয়াম লাহোর |
২১ ফেব্রুয়ারি | মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স | 7.30 PM | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
২২ ফেব্রুয়ারি | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম ইসলামাবাদ ইউনাইটেড | 7.30 PM | গাদ্দাফি স্টেডিয়াম লাহোর |
২৩ ফেব্রুয়ারি | মুলতান সুলতান বনাম পেশোয়ার জালমি | 7.30 PM | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
২৪ ফেব্রুয়ারি | লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস | 7.30 PM | গাদ্দাফি স্টেডিয়াম লাহোর |
২৫ ফেব্রুয়ারি | মুলতান সুলতান বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | 7.30 PM | মুলতান ক্রিকেট স্টেডিয়াম |
২৫ ফেব্রুয়ারি | লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি | 7.30 PM | গাদ্দাফি স্টেডিয়াম লাহোর |
২৬ ফেব্রুয়ারী | পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড | 7.30 PM | গাদ্দাফি স্টেডিয়াম লাহোর |
২৭ ফেব্রুয়ারি | লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস | 7.30 PM | গাদ্দাফি স্টেডিয়াম লাহোর |
২৮ ফেব্রুয়ারি | করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড | 7.30 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
২৯ ফেব্রুয়ারি | করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | 7.00 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
২ মার্চ | পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স | 2.30 PM | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
২ মার্চ | ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | 7.30 PM | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৩ মার্চ | করাচি কিংস বনাম মুলতান সুলতানস | 7.30 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
৪ মার্চ | ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি | 7.30 PM | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৫ মার্চ | পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানস | 7.30 PM | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৬ মার্চ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস | 7.30 PM | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৬ মার্চ | ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স | 7.30 PM | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৭ মার্চ | ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস | 7.30 PM | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৮ মার্চ | পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস | 7.30 PM | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
৯ মার্চ | করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স | 7.30 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১০ মার্চ | ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানস | 7.30 PM | পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম |
১০ মার্চ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম লাহোর কালান্দার্স | 7.30 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১১ মার্চ | করাচি কিংস বনাম পেশোয়ার জালমি | 7.30 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১২ মার্চ | কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম মুলতান সুলতানস | 7.30 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১৪ মার্চ | কোয়ালিফায়ার (১ বনাম ২) | 7.30 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১৫ মার্চ | এলিমিনেটর ১ (৩ বনাম ৪) | 7.30 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১৬ মার্চ | এলিমিনেটর ২ (এলিমিনেটর বিজয়ী বনাম কোয়ালিফায়ার রানার আপ) | 7.30 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
১৮ মার্চ | ফাইনাল | 7.30 PM | ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম |
এই ছিল পিএসএল ২০২৪ সম্পূর্ণ সময়সূচি। উপরে দেয়া সময়সূচী অনুযায়ী পিএসএল সকল ম্যাচ সরাসরি দেখতে পারবেন।
ছবি/ পিকচারঃ
আপনারা যারা পিএসএল ২০২৪ সময়সূচীর পিকচার খুজেছিলেন তাদের জন্য নিম্নে ২০২৪ পাকিস্তান সুপার লিগ খেলার সময়সূচির ছবি নিম্নে দেয়া হলো। এক নজরে একটি ছবিতেই পিএসএল সময়সূচি দেখুন-
এই ছিলো পিএসএল খেলার সময়সূচির ছবি। উপরে দেয়া ছবিতে পিএসএল ২০২৪ সময়সূচী, তারিখ, ভেন্যু ইত্যাদি সকল তথ্য রয়েছে। আপনারা চাইলে ছবিটি সংরক্ষণ করে যেকোন সময় পিএসএল ২০২৪ সকল ম্যাচের সময়সূচি দেখতে ও জানতে পারবেন।
আরো জানুনঃ পিএসএল পয়েন্ট টেবিল.
পরিশেষেঃ
এই পোস্টে ২০২৪ পিএসএল সকল ম্যাচের সময়সূচি, তারিখ, ভেন্যু ইত্যাদি তথ্য দেয়া হয়েছে। আপনারা পিএসএল ২০২৪ সকল ম্যাচের তারিখ, সময় ও কোন মাঠে খেলা হবে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা পিএসএল ২০২৪ এর সময়সূচি সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে বলতে পারেন। পিএসএল সহো সকল ধরনের খেলাধুলার আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও গুগল নিউজে ফলো করে পাশে থাকুন।