একুশে পদক ২০২৪ - এবারের একুশে পদক পাওয়া ব্যক্তিদের তালিকা

বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একুশে পদক পুরস্কার দেয়া হয়। ঠিক তেমনি প্রতি বছরের মতো এই বছরেও ২০২৪ সালের একুশে পদক পুরস্কার ২১ জন বিশিষ্ট নাগরিককে দেয়া হয়েছে। 


যারা ২০২৪ সালের একুশে পদক পাওয়া ব্যক্তিদের নাম জানতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্ট। এখানে একুশে পদক ২০২৪ তালিকা দেয়া হবে। আপনারা ২০২৪ সালের একুশে পদক পাওয়া সকল ব্যক্তিদের নাম, পরিচয় ও বিস্তারিত তথ্য জানতে পারবেন। 


একুশে পদক ২০২৪


একুশে পদক ২০২৪ কারা পেলো? 

বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে একুশে পদক। ১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের বাংলাদেশ সরকার একুশে পদক পুরস্কার দেয়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৪ সালের একুশে পদকে মনোনীত ও তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন। 


এই অনুষ্ঠান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সঞ্চালনা করেন। গত ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ সালের একুশে পদকের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মনোনিতদের নাম ঘোষণা করে। তাদের মধ্যে ৬ জন মরণোত্তর সম্মাননা পেয়েছেন। ভাষা আন্দোলনের জন্য এবারের মরণোত্তর একুশে পদক মৌলভী আশরাফুদ্দীন আহমদ পেয়েছেন। তার ছেলে শরীফ আহমেদ তার পক্ষ থেকে পদক গ্রহণ করেছেন। একই বিভাগে বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী এই পদক পেলে তার স্ত্রী জাহানারা ইমাম সেটি গ্রহণ করেন। 


শিল্পকলার বিভিন্ন শ্রেণীর মধ্যে সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর) এর পক্ষে নাতি গোলাম ফারুক খান পদক গ্রহণ করেন। মরমী শিল্পী বিদিত লাল দাসের পদক গ্রহণ করেন তার ছেলে বিশ্বদীপ লাল দাশ। আর কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পক্ষে একুশে পদক নেন স্ত্রী লিপিকা এন্ড্রু। এছাড়াও স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ এবং গায়ক শুভ্র দেব প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশে পদক গ্রহণ করেন। নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, অভিনয়ে ডলি জহুর ও এম এ আলমগীর, আবৃত্তিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তীও ২০২৪ সালের একুশে পদক পুরস্কার পেয়েছে। 


এছাড়াও চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী এবং সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদকে একুশে পদকের সম্মাননা দেয়া হয়। ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর এবং শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু ২০২৪ একুশে পদক পুরস্কার পেয়েছেন। 


২০২৪ সালের একুশে পদক পাওয়া ব্যক্তিদের তালিকাঃ 

একুশের পদক শুধুমাত্র বাংলাদেশের হয়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিরা পায়। নিম্নে ২০২৪ সালের একুশে পদক পাওয়া সকল ব্যক্তিদের নামের তালিকা দেয়া হলো- 


  • মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর)

  • বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)

  • জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর)

  • বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ

  • বিদিত লাল দাস (মরণোত্তর)

  • এন্ড্রু কিশোর (মরণোত্তর)

  • শুভ্র দেব

  • শিবলী মোহাম্মদ

  • ডলি জহুর

  • এম. এ. আলমগীর

  • খান মো: মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা)

  • রূপা চক্রবর্তী

  • শাহজাহান আহমেদ বিকাশ

  • কাওসার চৌধুরী

  • মো: জিয়াউল হক

  • আলহাজ্ব রফিক আহামদ

  • মুহাম্মদ সামাদ

  • লুৎফর রহমান রিটন

  • মিনার মনসুর

  • রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)

  • প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু


এই ছিল ২০২৪ একুশে পদক পাওয়া ব্যক্তিদের তালিকা। উপরে উল্লেখিত ব্যক্তিরা ২০২৪ সালের একুশে পদক পুরস্কার পেয়েছে। 


একুশে পদক ২০২৪ এর ছবি/ পিকচারঃ 

নিম্নে ২০২৪ সালের একুশে পদক পাওয়া সকল ব্যক্তিদের নাম ও যে ক্ষেত্রে একুশে পদক পেয়েছে তার ছবি দেয়া হলো- 


একুশে পদক পাওয়া ব্যক্তিদের তালিকার ছবি


উপরে দেয়া পিকচারে একুশে পদক ২০২৪ এর সকল পুরষ্কৃত ব্যক্তিদের নাম ও যে ক্ষেত্রে পুরস্কার পেয়েছে সেই ক্ষেত্র দেয়া হয়েছে। 


উপসংহারঃ 

এই পোস্টে ২০২৪ সালের একুশে পদক পাওয়া সকল ব্যক্তিদের নাম ও বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। আপনারা ২০২৪ সালের একুশে পদক কারা পেয়েছে, কেনো পেয়েছে এবং কি বিভাগে পেয়েছে সেটি জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা একুশে পদক ২০২৪ সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। এরকম শিক্ষণীয় আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও গুগল নিউজে ফলো করুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url