২০২৪ বিপিএলে কে কোন পুরস্কার পেলেন ও কত টাকা পেয়েছেন জানুন
২০২৪ বিপিএল ১ মার্চ তারিখে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ফাইনালের মাধ্যমে বিপিএলের দশম আসর শেষ হয়। বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ শেষে অনেক আকর্ষণীয় পুরস্কার ছিলো। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী প্লেয়ারদের পুরস্কার ও টাকা দেয়া হয়।
অনেকেই ২০২৪ বিপিএলে কে কোন পুরস্কার পেলেন জানতে চাচ্ছেন। এই পোস্টে আমি বিপিএলে কে কত টাকা পেয়েছেন সেটি জানাবো। আপনারা বিপিএলে কে কোন পুরস্কার ও কত টাকা পেয়েছে তার বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও খেলোয়াড়দের কিসের ভিত্তিতে কোন পুরস্কার দেয়া হলো সেটাও জানতে পারবেন-
২০২৪ বিপিএলে কে কোন পুরস্কার পেলেন?
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল ২০২৪ বিপিএলের ফাইনাল ম্যাচ খেলেছিল। ফাইনাল ম্যাচে চারবারের শিরোপা জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো ফরচুন বরিশাল বিপিএল শিরোপা জয়ী হয়। অতঃপর ফাইনাল ম্যাচ শেষে বিভিন্ন প্লেয়ারদের অনেক পুরস্কার দেয়া হয়। তবে বেশিরভাগ পুরস্কার বরিশালের খেলোয়াড়রা পেয়েছে। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ায় তারা ২ কোটি টাকা পুরস্কার পেয়েছে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনাল হেরে রানার্স আপ হাওয়াই ১ কোটি টাকা পুরস্কার পেয়েছে। তামিম ইকবাল বিপিএল টুর্নামেন্ট সেরা প্লেয়ার ও সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় মোট ১৫ লাখ টাকা পুরস্কার পেয়েছে। তবে ফাইনাল ম্যাচ জয়ী হতে কাইল মায়ার্স ফাইনাল ম্যাচে বরিশালের হয়ে দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্স করেছেন। বল হাতের অল্প রান দিয়ে এক উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। তাই ফাইনাল ম্যাচ সেরার পুরস্কার হিসেবে মায়ার্স ৫ লাখ টাকা পেয়েছেন।
এছাড়াও দুরন্ত ঢাকার হয়ে বিপিএলে সেরা ফিল্ডিং করে টুর্নামেন্ট সেরা ফিল্ডার হিসেবে নাঈম শেখ ৩ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। নাঈম পুরো বিপিএল টুর্নামেন্টে সর্বোচ্চ ৮টি ক্যাচ ধরেছিলেন। একই দলের শরিফুল ইসলাম পুরো বিপিএল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নিয়েছিল। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে শরিফুল ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন।
২০২৪ বিপিএল টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ফরচুন বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবাল। ১৫ টি ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরিতে তামিম ইকবাল ৪৯২ রান করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় তামিম ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। এছাড়াও তামিম ইকবাল বিপিএলের টুর্নামেন্ট সেরা প্লেয়ার হয়েছেন। টুর্নামেন্ট সেরা প্লেয়ার হয় তামিম ইকবাল পেয়েছেন আরও ১০ লাখ টাকা পুরস্কার। এভাবে মোট ১৫ লাখ টাকা তামিম ইকবাল পুরস্কার পেয়েছেন।
উপসংহারঃ
এই পোস্টে ২০২৪ বিপিএলে কে কোন পুরস্কার পেয়েছেন এবং কত টাকা পুরস্কার পেয়েছেন বিস্তারিত তথ্যসহ দেয়া হয়েছে। আপনারা বিপিএল টুর্নামেন্টের কোন খেলোয়ার কত টাকা পেয়েছে এবং কেন পেয়েছে বিস্তারিত জানতে পেরেছেন। এরপরেও যদি বিপিএল এর পুরস্কার বিতরণ সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। এরকম আপডেট সকল খেলার খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও গুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না।