এন্ড্রয়েড মোবাইলের অ্যাপ অটো আপডেট বন্ধ করার নিয়ম (২টি উপায়ে)

ইন্টারনেট চালু করলে অনেক সময় এন্ড্রয়েড মোবাইলের অ্যাপ অটোমেটিক আপডেট হওয়া শুরু করে। অনেকেই তাদের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ অটোমেটিক আপডেট হওয়ার সমস্যায় পড়েছেন। এই সমস্যায় যারা পড়েছেন তারা নিশ্চয়ই অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ অটোমেটিক আপডেট হওয়া বন্ধ করতে চাচ্ছেন। 


আপনাদের সমস্যার কথা মাথায় রেখে এই পোস্টে এন্ড্রয়েড মোবাইলের অ্যাপ অটোমেটিক আপডেট হওয়া বন্ধ করার নিয়ম দেখানো হবে। আপনারা এই পোস্ট থেকে খুব সহজেই মোবাইলের অ্যাপ অটোমেটিক আপডেট হওয়া কিভাবে বন্ধ করতে হয় সেটি জানতে পারবেন। অতঃপর মোবাইলের অ্যাপ অটোমেটিক আপডেট হওয়া বন্ধ করতে পারবেন-


এন্ড্রয়েড মোবাইলের অ্যাপ অটো আপডেট বন্ধ করার নিয়ম


মোবাইলের অ্যাপ অটো আপডেট হওয়া বন্ধ করার কারণঃ 

সাধারণত আমাদের মোবাইলের অ্যাপগুলো আমরা প্লে স্টোর থেকে ইন্সটল করে ব্যবহার করি। প্লে স্টোর থেকে মোবাইলে ইন্সটল করা অ্যাপগুলোর নিয়মিত আপডেট আসে। যদি কোন অ্যাপ আপডেট চায় তাহলে আমরা প্লে স্টোরে প্রবেশ করে উক্ত অ্যাপ নিজের ইচ্ছায় আপডেট করতে পারি। কিন্তু অনেক সময় নিজের অনিচ্ছায় অর্থাৎ অটোমেটিক মোবাইল অ্যাপ আপডেট হয়। এতে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। সমস্যাগুলো হচ্ছে- 


  • মোবাইল ইন্টারনেট দ্রুত শেষ হয়। 

  • অনেক সময় আপডেট অ্যাপ মোবাইলে ঠিকভাবে কাজ করে না। 

  • আপডেট অ্যাপ মোবাইল স্লো করে। 

  • আপডেট অ্যাপে বিভিন্ন এড দেখায়। 

  • অনেক সময় আপডেট অ্যাপের ফিচার ভালো লাগেনা। 


মোবাইলে অ্যাপ অটোমেটিক আপডেট হলে অনেক সময় উক্ত সমস্যাগুলো দেখা দেয়। তখন আমাদেরকে আগের ভার্সনের অ্যাপ ব্যবহার করতে হয়। কিন্তু মোবাইলের অ্যাপ আপডেট হলে আমরা সহজেই সেই অ্যাপের পুরনো ভার্সন ব্যবহার করতে পারিনা। এই কারণে আমাদেরকে ভেবেচিন্তে ম্যানুয়ালি মোবাইলের অ্যাপ আপডেট করতে হয়। তবে এইসব সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে মোবাইলের অ্যাপ অটো আপডেট হওয়া বন্ধ করতে হবে। এতে আমাদের প্রয়োজনীয় অ্যাপ নিজের ইচ্ছামতো আপডেট করতে পারব। 

আরো জানুনঃ এন্ড্রয়েড মোবাইলের অ্যাপস লক এবং আনলক করার উপায়

মোবাইলের অ্যাপ অটো আপডেট কিভাবে বন্ধ করে? 

মোবাইলের অ্যাপ অটো আপডেট সাধারণত দুইটি পদ্ধতিতে বন্ধ করা যায়। একটি হচ্ছে একসঙ্গে সকল অ্যাপের অটো আপডেট বন্ধ করে এবং দ্বিতীয়টি হচ্ছে নির্দিষ্ট যেকোনো অ্যাপের অটো আপডেট বন্ধ করে। অর্থাৎ যদি আপনি একসঙ্গে সকল অ্যাপের অটো আপডেট বন্ধ করেন তাহলে প্লে স্টোরের কোনো অ্যাপ অটো আপডেট হবে না। 


আর যদি নির্দিষ্ট কোনো অ্যাপের অটো আপডেট বন্ধ করেন তাহলে সেই নির্দিষ্ট অ্যাপের অটো আপডেট বন্ধ হবে এবং বাকি অ্যাপগুলোর অটো আপডেট হবে। নিম্নে দুইটি পদ্ধতিতেই মোবাইলের অ্যাপ অটো আপডেট বন্ধ করার নিয়ম দেখানো হলো- 


এন্ড্রয়েড মোবাইলের সকল অ্যাপ অটো আপডেট বন্ধ করার নিয়মঃ 

আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সকল অ্যাপের অটো আপডেট বন্ধ করার জন্য প্রথমে প্লে স্টোরে প্রবেশ করবেন। এরপর নিচের স্ক্রিনশট দেখানো প্লে স্টোরের প্রোফাইল আইকনে ক্লিক করবেন- 


এন্ড্রয়েড মোবাইলের অ্যাপ অটো আপডেট বন্ধ করার নিয়ম


এবার আপনারা Setting অপশনে প্রবেশ করবেন- 


এন্ড্রয়েড মোবাইলের অ্যাপ অটো আপডেট বন্ধ করার নিয়ম


Setting অপশনে প্রবেশ করার পর আপনারা Network preference নামে একটি অপশন দেখতে পারবেন। play store এর সকল অ্যাপের অটো আপডেট বন্ধ করার জন্য এই Network preference অপশনে প্রবেশ করতে হবে- 


এন্ড্রয়েড মোবাইলের অ্যাপ অটো আপডেট বন্ধ করার নিয়ম


এবার আপনারা Auto update apps নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা এই Auto update apps অপশনে প্রবেশ করবেন- 


এন্ড্রয়েড মোবাইলের অ্যাপ অটো আপডেট বন্ধ করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মত অনেকগুলো অপশন দেখতে পারবেন। তবে সকল অ্যাপের অটো আপডেট একসাথে বন্ধ করার জন্য আমাদেরকে Don't auto update apps অপশন সিলেক্ট করতে হবে। এতে প্লে স্টোরের সকলে অ্যাপগুলো মোবাইলে অটোমেটিক আর আপডেট হবে না- 


এন্ড্রয়েড মোবাইলের অ্যাপ অটো আপডেট বন্ধ করার নিয়ম


এই ছিলো এন্ড্রয়েড মোবাইলের সকল অ্যাপ অটোমেটিক আপডেট হওয়া বন্ধ করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই প্লে স্টোরের সকল অ্যাপের অটো আপডেট হওয়া বন্ধ করতে পারবেন। উপরের পদ্ধতিতে কাজ করলে আপনার প্লে স্টোরের সকল অ্যাপের অটো আপডেট একসাথে বন্ধ হবে। 


মোবাইলের নির্দিষ্ট কোনো অ্যাপ অটো আপডেট বন্ধ করার উপায়ঃ 

আপনি চাইলে নির্দিষ্ট যেকোনো অ্যাপের অটো আপডেট হওয়া বন্ধ করতে পারবেন। এতে আপনি যতক্ষণ পর্যন্ত সেই অ্যাপ আপডেট না করবেন ততক্ষণ পর্যন্ত উক্ত অ্যাপ আপডেট হতে পারবে না। তবে অন্যান্য অ্যাপ গুলো অটোমেটিক আপডেট হবে। এই কাজের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে প্লে স্টোরে প্রবেশ করে আপনি যে অ্যাপের অটো আপডেট বন্ধ করতে চাচ্ছেন সেই অ্যাপ ওপেন করবেন। এরপর উপরের ডান দিকের থ্রি ডট অর্থাৎ মেনু আইকনে ক্লিক করবেন- (দেখুন আমি মাই বাংলালিংক অ্যাপের অটো আপডেট বন্ধ করব। আপনারা ভাই একই নিয়মে যে অ্যাপের অটো আপডেট বন্ধ করতে চাচ্ছেন সেই অ্যাপ ওপেন করে মেনু অপশনে ক্লিক করবেন।)


নির্দিষ্ট কোনো অ্যাপ অটো আপডেট বন্ধ করার উপায়


এরপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো Enable auto update নামে একটি অপশন দেখতে পারবেন। যদি এই অপশনটি আগে থেকে চালু করে থাকে তাহলে বুঝবেন এই অ্যাপ অটো আপডেট হবে। উক্ত অ্যাপের অটো আপডেট বন্ধ করার জন্য Enable auto update অপশন বন্ধ করবেন। অর্থাৎ এখানে থাকা টিক চিহ্ন তুলে দিবেন। এতে উক্ত অ্যাপটি অটোমেটিক আর আপডেট হবে না- 


নির্দিষ্ট কোনো অ্যাপ অটো আপডেট বন্ধ করার উপায়


এই ছিলো মোবাইলের নির্দিষ্ট কোনো অ্যাপ অটো আপডেট বন্ধ করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে মোবাইলের নির্দিষ্ট যেকোনো অ্যাপের অটো আপডেট বন্ধ করতে পারবেন। এতে সেই অ্যাপটি আর কখনো অটোমেটিক আপডেট হবে না। তবে অন্যান্য অ্যাপগুলো অটোমেটিক আপডেট হবে। 


মোবাইলের অ্যাপ অটোমেটিক আপডেট বন্ধ করা ঠিক নাকি ভুল? 

সাধারণত মোবাইলের অ্যাপগুলো যখন আপডেট হয় তখন অ্যাপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে বেশি হওয়ার পাশাপাশি অনেক ফিচার যুক্ত হয়। আমরা অ্যাপ আপডেট করার মাধ্যমে এই সুবিধা পেয়ে থাকি। তবে যদি আপনি মোবাইলের অ্যাপ অটোমেটিক আপডেট নাকি ম্যানুয়ালি আপডেট ভালো হবে সেটি জানতে চান তাহলে আমি বলবো মোবাইলের অ্যাপ মেনুয়ালি আপডেট করাই ভালো। 


কেননা অ্যাপ অটোমেটিক আপডেট বন্ধ রেখে যদি আপনি ম্যানুয়ালি আপডেট করেন তাহলে আপনার যখন ইচ্ছা এবং যে অ্যাপ ইচ্ছা সেই অ্যাপ আপডেট করতে পারবেন। এছাড়াও মোবাইলের ডাটা চালু করলেই অ্যাপ অটো আপডেট হয়ে এমবি কেটে নেওয়ার সমস্যা থেকেও মুক্তি পাবেন। 

আরো জানুনঃ প্লে স্টোর থেকে সকল অ্যাপ বা গেম সরাসরি মোবাইলে ডাউনলোড করার উপায়.

অ্যাপ অটো আপডেট বন্ধ করার উপায় উপসংহারঃ

এখানে মোবাইলের সকল অ্যাপ একসাথে অটো আপডেট বন্ধ করার নিয়ম এবং নির্দিষ্ট যেকোনো অ্যাপ অটো আপডেট বন্ধ করার পদ্ধতি দেখানো হয়েছে। আপনারা এই পোস্ট থেকে মোবাইলের নির্দিষ্ট যেকোনো অ্যাপ অটো আপডেট হওয়া বন্ধ করার নিয়ম জানার পাশাপাশি মোবাইলের সকল অ্যাপ একসাথে অটো আপডেট বন্ধ করার উপায় জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা মোবাইলের অ্যাপ অটো আপডেট বন্ধ করার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। এরপর বিভিন্ন টিপস ট্রিকস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও গুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url