বিপিএল ২০২৪ সব দলের স্কোয়াড (দেশি-বিদেশি খেলোয়াড় তালিকা)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর অংশগ্রহণ করা সকল দলের স্কোয়াড ঘোষণা করেছে। এবারের বিপিএলে দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের একত্রিত করে ৭টি দল অংশগ্রহণ করছে। যদি আপনি বিপিএল সব দলের স্কোয়াড জানতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য। 


কেননা এই পোস্টে আমি ২০২৪ বিপিএলে অংশগ্রহণ করা সকল খেলোয়াড়দের নাম ও তালিকা দিবো। আপনারা বিপিএল ২০২৪ সব দলের স্কোয়াড, দেশি ও বিদেশী প্লেয়ার তালিকা, ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার, কোচ, মালিকের নাম সহো বিস্তারিত তথ্য জানতে পারবেন-


বিপিএল সব দলের স্কোয়াড


২০২৪ বিপিএলে কোন কোন দল অংশগ্রহণ করেছে? 

২০২৪ বিপিএলে ৭টি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হচ্ছে- 


  • রংপুর রাইডার্স। 

  • দুর্দান্ত ঢাকা।

  • সিলেট স্ট্রাইকার্স।

  • খুলনা টাইগার্স।

  • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

  • ফরচুন বরিশাল।

  • কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


উপরে উল্লেখিত ১০ টি দল ২০২৪ বিপিএল খেলবে। তাহলে এবার এক নজরে উক্ত ১০ টি দলের স্কোয়াড জেনে নিন-


বিপিএল ২০২৪ রংপুর রাইডার্স প্লেয়ার তালিকাঃ

২০২৪ বিপিএলে রংপুর রাইডার্স দলে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নুরুল হাসান সোহান এই দলের ক্যাপ্টেন হয়ে দলকে নেতৃত্ব দিবেন। এছাড়াও বিশ্বের সেরা ব্যাটসম্যান বাবর আজমকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। আফগানিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নাবি রংপুরের হয়ে বিপিএল খেলবেন। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ব্রেন্ডন কিং ও নিকলাস পুরান রংপুরের হয়ে খেলবে। 


শ্রীলংকার সেরা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বলার মাথিশা পাথিরানাকে রংপুর রাইডার্স দলে নেয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান রনি তালুকদার ও শামীম হোসেন রয়েছেন রংপুর রাইডার্স দলে। বোলিংয়ে হাসান মাহমুদ, মেহেদী হাসান ও পাকিস্তানের ইনসানাউল্লাহ রয়েছেন। অর্থাৎ এবারের রংপুর রাইডার্স বিপিএল দলের প্লেয়ারগুলো সেরা প্লেয়ার। 


বিপিএল ২০২৪ রংপুর রাইডার্স স্কোয়াডঃ 

২০২৪ বিপিএলে রংপুর রাইডার্স দলের দেশীয় বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে- 


দেশি খেলোয়াড়ঃ

  • সাকিব আল হাসান, 

  • নুরুল হাসান (অধিনায়ক), 

  • শেখ মেহেদী হাসান, 

  • হাসান মাহমুদ, 

  • রনি তালুকদার, 

  • শামীম হোসেন, 

  • রিপন মণ্ডল, 

  • হাসান মুরাদ, 

  • আবু হায়দার, 

  • ফজলে রাব্বি, 

  • আশিকুজ্জামান।


বিদেশি খেলোয়াড়ঃ 

  • আজমতউল্লাহ ওমরজাই, 

  • নিকোলাস পুরান, 

  • বাবর আজম, 

  • এহসানউল্লাহ, 

  • মাতিশা পাতিরানা, 

  • ব্র্যান্ডন কিং, 

  • ওয়ানিন্দু হাসারাঙ্গা, 

  • মিশেল রিপন, 

  • ইয়াসির মোহাম্মদ।


এই হচ্ছে ২০২৪ বিপিএলে রংপুর রাইডার্স দলের দেশের ও বিদেশের সকল প্লেয়ারদের নাম ও তালিকা। উপরে দেয়া খেলোয়াড়রা রংপুর রাইডার্স দলের হয়ে ২০২৪ বিপিএল খেলতে পারবে। 


রংপুর রাইডার্স দলের কোচ কে?

বিপিএলে রংপুর রাইডার্স দলের কোচ হচ্ছে সোহেল ইসলাম। তার অধীনে ২০২৪ বিপিএলে রংপুর দল খেলছে।


রংপুর রাইডার্স দলের মালিক কে? 

রংপুর রাইডার্স দলের মালিক হচ্ছে বসুন্ধরা গ্রুপ। ২০২১ সালের সেপ্টেম্বরে বসুন্ধরা গ্রুপ রংপুর দলের মালিকানা অধিগ্রহণ করে পূর্বের "রংপুর রেঞ্জার্স" নাম পরিবর্তন করে রংপুর রাইডার্স নাম রাখে। 


রংপুর রাইডার্স দলের অধিনায়ক কে? 

২০২৪ বিপিএল এর রংপুর রাইডার্স দলের অধিনায়ক হচ্ছেন নুরুল হাসান সোহান। তিনি মূলত কিপার ও ব্যাটসম্যান হিসেবে খেলে রংপুর রাইডার্স দলকে নেতৃত্ব দিবেন। 


বিপিএল ২০২৪ দুর্দান্ত ঢাকা দলের খেলোয়াড় তালিকাঃ 

২০২৪ সালের বিপিএলের জন্য ২০২৩ সালের ২৪ শে সেপ্টেম্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। সাধারণত প্রতিটি বিপিএলের পূর্বে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। এই প্লেয়ার ড্রাফটে বিপিএলে অংশগ্রহণ করা সকল ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের দেশি ও বিদেশী প্লেয়ারদের নিয়ে দল গঠন করে। ২০২৪ বিপিএলের প্লেয়ার ড্রাফটে দুর্দান্ত ঢাকা দলের মালিক দেশি ও বিদেশি প্লেয়ার দলে নিয়ে তাদের মূল স্কোয়াড প্রকাশ করেছে।


বিপিএল ২০২৪ দুর্দান্ত ঢাকা দলের স্কোয়াডঃ

২০২৪ বিপিএলে দুর্দান্ত ঢাকা দলের দেশী ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-


দেশি খেলোয়াড়ঃ 

  • তাসকিন আহমেদ, 

  • আরাফাত সানি, 

  • শরীফুল ইসলাম, 

  • মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), 

  • সাইফ হাসান, 

  • ইরফান শুক্কুর, 

  • আলাউদ্দিন বাবু, 

  • মেহরব হোসেন, 

  • মোহাম্মদ নাঈম, 

  • সাব্বির হোসেন, 

  • জসিমউদ্দিন।


বিদেশি খেলোয়াড়ঃ 

  • সাদিরা সামারাবিক্রমা, 

  • চতুরঙ্গা ডি সিলভা, 

  • সাইম আইয়ুব, 

  • উসমান কাদির, 

  • লাসিথ ক্রসপুল্লে,

  • দানুস্কা গুনাতিলকা।


এই হচ্ছে ২০২৪ বিপিএলে দুর্দান্ত ঢাকা দলের দেশের ও বিদেশের সকল প্লেয়ারদের নাম ও তালিকা। উপরে দেয়া খেলোয়াড়রা দুর্দান্ত ঢাকা দলের হয়ে ২০২৪ বিপিএল খেলতে পারবে।


দুর্দান্ত ঢাকা দলের কোচ কে?

বিপিএলে দুর্দান্ত ঢাকা দলের বর্তমান কোচ হচ্ছে আপনাদের পরিচিত বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও কোচ খালেদ মাহমুদ সুজন। 


দুর্দান্ত ঢাকা দলের মালিক কে? 

বিপিএলে ঢাকা দলের মালিক ও নাম পরিবর্তন হয়ে বর্তমানে ঢাকা দলের মালিক হচ্ছে নিউটেক্স গ্রুপ। এই কোম্পানিটি ঢাকা দলের মালিক হওয়ার পর ঢাকা দলের নাম দিয়েছে দুর্দান্ত ঢাকা। 


দুর্দান্ত ঢাকা দলের অধিনায়ক কে? 

২০২৪ বিপিএল এ দুর্দান্ত ঢাকা দলের অধিনায়ক হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশের এই অলরাউন্ডার বিপিএলে দুর্দান্ত ঢাকা দলের অধিনায়ক হয়ে দলকে নেতৃত্ব দিবেন। 


বিপিএল ২০২৪ সিলেট স্ট্রাইকার্স দলের খেলোয়াড় তালিকাঃ

প্রতিবছর আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলা শুরু হওয়ার পূর্বে প্লেয়ার নির্বাচনের জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান দেখতে পাই। বিপিএলে অংশগ্রহণ করা সকল দলগুলো যেনো তাদের পছন্দমত দেশি ও বিদেশী প্লেয়ার দলে নিতে পারে এইজন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। 


এভাবে বিপিএলের সকল ফ্রাঞ্চাইজিগুলো তাদের দল গোছায়। ২০২৪ বিপিএলের জন্য ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর হওয়া প্লেয়ার ড্রাফটে সিলেট স্ট্রাইকার্স দলের কর্তৃপক্ষ ২০২৪ বিপিএল শিরোপা জয়ী হওয়ার জন্য দেশি ও বিদেশি সেরা প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে। 


বিপিএল ২০২৪ সিলেট স্ট্রাইকার্স দলের স্কোয়াডঃ

২০২৪ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের দেশী ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-


দেশি খেলোয়াড়ঃ 

  • মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), 

  • জাকির হাসান, 

  • তানজিম হাসান, 

  • নাজমুল হোসেন, 

  • মোহাম্মদ মিঠুন, 

  • রেজাউর রহমান, 

  • আরিফুল হক, 

  • ইয়াসির আলী, 

  • নাজমুল ইসলাম, 

  • শফিকুল ইসলাম, 

  • নাঈম হাসান, 

  • জাওয়াদ রোয়েন, 

  • সালমান হোসেন।


বিদেশি খেলোয়াড়ঃ 

  • রায়ান বার্ল, 

  • বেন কাটিং, 

  • হ্যারি টেক্টর, 

  • রিচার্ড এনগারাভা, 

  • দুশান হেমন্ত, 

  • বেনি হাওয়েল।


এই হচ্ছে ২০২৪ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের দেশের ও বিদেশের সকল প্লেয়ারদের নাম ও তালিকা। উপরে দেয়া খেলোয়াড়রা সিলেট স্ট্রাইকার্স দলের হয়ে ২০২৪ বিপিএল খেলতে পারবে।


সিলেট স্ট্রাইকার্স দলের কোচ কে?

সিলেট স্ট্রাইকার্স দলের কোচ হচ্ছে রাজিন সালেহ। তিনি ২০২৪ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলকে পরিচালনা করবেন।


সিলেট স্ট্রাইকার্স দলের মালিক কে? 

বিপিএলে সিলেট স্ট্রাইকার্ডস দলটির মালিক হচ্ছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ। এই খেলাধুলা ভিত্তিক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করে যাচ্ছে। 


সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক কে? 

২০২৪ বিপিএল এ সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক প্রথমদিকে মাশরাফি বিন মর্তুজা ছিল। কিন্তু পরবর্তীতে মাশরাফি বিপিএলের মাঝপথে খেলা ছেড়ে দিলে মোহাম্মদ মিঠুন সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক হয়েছিল। 


বিপিএল ২০২৪ খুলনা টাইগার্স দলের খেলোয়াড় তালিকাঃ

প্রতিবছর অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলা শুরু হওয়ার পূর্বে প্লেয়ার নির্বাচনের জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। এই প্লেয়ার ড্রাফটে বিপিএলে অংশগ্রহণ করা সকল ফ্রাঞ্চাইজি দলগুলো তাদের পছন্দের দেশি ও বিদেশী প্লেয়ারদের দলে নিয়ে থাকে। 


২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ২০২৪ বিপিএল এর জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। উক্ত প্লেয়ার ড্রাফট থেকে খুলনা টাইগার্স দলের মালিক বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য দেশি ও বিদেশি সেরা প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে।


বিপিএল ২০২৪ খুলনা টাইগার্স দলের স্কোয়াডঃ

২০২৪ বিপিএলে খুলনা টাইগার্স দলের দেশী ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-


দেশি খেলোয়াড়ঃ 

  • নাসুম আহমেদ, 

  • আফিফ হোসেন, 

  • রুবেল হোসেন, 

  • পারভেজ হোসেন, 

  • হাবিবুর রহমান, 

  • নাহিদুল ইসলাম, 

  • মাহমুদুল হাসান, 

  • এনামুল হক (অধিনায়ক), 

  • মুকিদুল ইসলাম, 

  • আকবর আলী, 

  • সুমন খান,

  • নাহিদ রানা। 


বিদেশি খেলোয়াড়ঃ 

  • এভিন লুইস, 

  • ফাহিম আশরাফ, 

  • ধনাঞ্জয়া ডি সিলভা, 

  • শেই হোপ, 

  • মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, 

  • কাসুন রাজিতা, 

  • দাসুন শানাকা। 


এই হচ্ছে ২০২৪ বিপিএলে খুলনা টাইগার্স দলের দেশের ও বিদেশের সকল প্লেয়ারদের নাম ও তালিকা। উপরে দেয়া খেলোয়াড়রা খুলনা টাইগার্স দলের হয়ে ২০২৪ বিপিএল খেলতে পারবে।


খুলনা টাইগার্স দলের কোচ কে?

খুলনা টাইগার্স দলের কোচ হচ্ছে তালহা জুবায়ের। তিনি ২০২৪ বিপিএলে খুলনা টাইগার্স দলকে পরিচালনা করবেন।


খুলনা টাইগার্স দলের মালিক কে? 

বিপিএলে খুলনা টাইগার্স দলের মালিক হচ্ছে মাইন্ডট্রি লিমিটেড। এই কোম্পানি খুলনা টাইগার্স দলের বর্তমান মালিক। 


খুলনা টাইগার্স দলের অধিনায়ক কে? 

২০২৪ সালের বিপিএলে খুলনা টাইগার্স দলের অধিনায়ক হচ্ছে এনামুল হক। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সেরা এই ব্যাটসম্যান ২০২৪ বিপিএলে খুলনা টাইগার্স দলকে নেতৃত্ব দিবে। 


বিপিএল ২০২৪ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের খেলোয়াড় তালিকাঃ

সাধারণত প্রতিবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হওয়ার পূর্বে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়ে থাকে। বিপিএলের সকল দলগুলো এই প্লেয়ার ড্রাফটে তাদের পছন্দের দেশি ও বিদেশী যেসব প্লেয়ার বিপিএল খেলার আগ্রহ দেখায় তাদেরকে বেছে নেয়। 


২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ২০২৪ বিপিএল এর জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। সেই প্লেয়ার ড্রাফট থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের মালিক দেশি ও বিদেশি প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে।


বিপিএল ২০২৪ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের স্কোয়াডঃ

২০২৪ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের দেশী ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-


দেশি খেলোয়াড়ঃ 

  • শুভাগত হোম (অধিনায়ক), 

  • জিয়াউর রহমান, 

  • নিহাদউজ্জামান, 

  • শহীদুল ইসলাম, 

  • তানজিদ হাসান, 

  • আল আমিন হোসেন, 

  • সৈকত আলী, 

  • ইমরানুজ্জামান, 

  • শাহাদাত হোসেন, 

  • সালাউদ্দিন শাকিল, 

  • হুসনা হাবিব। 


বিদেশি খেলোয়াড়ঃ 

  • কুশল মেন্ডিস, 

  • আভিস্কা ফার্নান্ডো, 

  • মোহাম্মদ হারিস, 

  • নজিবউল্লাহ জাদরান, 

  • আবদুল্লাহ শফিক, 

  • মোহাম্মদ হাসনাইন, 

  • স্টিভ এসকিনাজি, 

  • কার্টিস ক্যাম্ফার, 

  • বিলাল খান। 


এই হচ্ছে ২০২৪ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের দেশের ও বিদেশের সকল প্লেয়ারদের নাম ও তালিকা। উপরে দেয়া খেলোয়াড়রা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের হয়ে ২০২৪ বিপিএল খেলতে পারবে।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের কোচ কে?

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের কোচ হচ্ছেন তুষার ইমরান। তার সাথে খেলোয়ারদের ভালো সম্পর্ক রয়েছে।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের মালিক কে? 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বর্তমান মালিক হচ্ছে আক্তার গ্রুপ। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক কে? 

২০২৪ সালের বিপিএলে এর জন্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের অধিনায়ক হচ্ছেন শুভাগত হোম। শুভাগত হোম বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলকে নেতৃত্ব দিবেন।


বিপিএল ২০২৪ ফরচুন বরিশাল দলের খেলোয়াড় তালিকাঃ

এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খেলবেন। তিনি ওপেনিং ব্যাটিং ও বরিশাল দলের ক্যাপ্টেন হয়ে দলকে নেতৃত্ব দিবেন। এছাড়াও দেশ সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম রয়েছেন ফরচুন বরিশাল দলে। দেশ সেরা অলরাউন্ডার এবং ফিনিশার মাহমুদুল্লাহ এই দলে রয়েছে। দেশের অলরাউন্ডার মোঃ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ খেলবেন বরিশালের হয়ে। 


টি-টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান সৌম্য সরকারকে বরিশাল দলে খেলতে দেখা যাবে। স্পিন অ্যাটাকের জন্য তাইজুল ইসলাম দলে রয়েছেন। এছাড়াও ফরচুন বরিশালের সবথেকে বড় আকর্ষণ হচ্ছে শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি ও দুনিথ ওয়েল্লালাগে। অর্থাৎ ২০২৪ বিপিএল এর জন্য ফরচুন বরিশাল দলে দেশের ও বিদেশের একঝাঁক তারকাকে দেখা যাবে। 


বিপিএল ২০২৪ ফরচুন বরিশাল দলের স্কোয়াডঃ

২০২৪ বিপিএলে ফরচুন বরিশাল দলের দেশী ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-


দেশি খেলোয়াড়ঃ 

  • তামিম ইকবাল (অধিনায়ক), 

  • মাহমুদউল্লাহ, 

  • মেহেদী হাসান মিরাজ, 

  • খালেদ আহমেদ, 

  • মুশফিকুর রহিম, 

  • রকিবুল হাসান, 

  • মোহাম্মদ সাইফউদ্দিন, 

  • সৌম্য সরকার, 

  • কামরুল ইসলাম, 

  • প্রীতম কুমার, 

  • তাইজুল ইসলাম, 

  • প্রান্তিক নওরোজ, 

  • মেহেদী হাসান রানা। 


বিদেশি খেলোয়াড়ঃ 

  • ডেভিড মিলার, 

  • ইব্রাহিম জাদরান, 

  • শোয়েব মালিক, 

  • পল স্টার্লিং, 

  • ফখর জামান, 

  • আব্বাস আফ্রিদি, 

  • দুনিত ভেল্লালাগে, 

  • ইয়ানিক ক্যারিয়াহ, 

  • দিনেশ চান্ডিমাল, 

  • নুয়ান তুশারা। 


এই হচ্ছে ২০২৪ বিপিএলে ফরচুন বরিশাল দলের দেশের ও বিদেশের সকল প্লেয়ারদের নাম ও তালিকা। উপরে দেয়া খেলোয়াড়রা ফরচুন বরিশাল দলের হয়ে ২০২৪ বিপিএল খেলতে পারবে।


ফরচুন বরিশাল দলের কোচ কে?

২০২৪ বিপিএল এর জন্য ফরচুন বরিশাল দলের কোচ হচ্ছে হোয়াটমোর। তার পুরো নাম - ডেভনেল ফেডেরিক হোয়াটমো। এর আগেও তিনি ২০১৬ সালেও বরিশাল বুলসের কোচ ছিলেন। এছাড়াও এর আগে তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন।


ফরচুন বরিশাল দলের মালিক কে? 

বিপিএলের ফরচুন বরিশাল দলের অফিশিয়ালি মালিকানা হচ্ছে ফরচুন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। 


ফরচুন বরিশাল দলের অধিনায়ক কে? 

বিপিএল ২০২৪ এর জন্য ফরচুন বরিশাল দলের অধিনায়ক হচ্ছেন তামিম ইকবাল। বাংলাদেশ জাতীয় দলের সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল বিপিএলে ফরচুন বরিশাল দলকে নেতৃত্ব দিবেন।


বিপিএল ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের খেলোয়াড় তালিকাঃ

কুমিল্লা প্রতি বিপিএলে সেরা বিদেশি প্লেয়ারদের নিয়ে দল গঠন করায় তারা সর্বোচ্চ চারবার বিপিএল জয়ী। ২০২৩ সালের বিপিএল জয়ী হওয়ার পর শিরোপা ধরে রাখার জন্য ২০২৪ সালের জন্য দেশি ও বিদেশী সেরা প্লেয়ারগুলো কুমিল্লা দলে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম জনসন চার্লসকে দলে নিয়েছে কুমিল্লা। এছাড়াও ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী কুমিল্লার হয়ে খেলবে। কুমিল্লা দলের অধিনায়ক থাকবেন লিটন দাস। তাকে কুমিল্লা দলের নেতৃত্ব দেয়ার পাশাপাশি ওপেনিং ব্যাট করতে দেখা যাবে। 


বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান ব্যাটসম্যান তৌহিদ হৃদয় খেলবেন কুমিল্লার হয়ে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মূল আকর্ষণ হচ্ছে টি-টোয়েন্টি স্পেশালিস্ট মোঃ রিজওয়ান। পাকিস্তানি এই ব্যাটসম্যান কুমিল্লার হয়ে বিপিএল খেলবে। কুমিল্লা দলের অধিনায়ক থাকবেন লিটন দাস। তাকে কুমিল্লা দলের নেতৃত্ব দেয়ার পাশাপাশি ওপেনিং ব্যাট করতে দেখা যাবে। বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান ব্যাটসম্যান তৌহিদ হৃদয় খেলবেন কুমিল্লার হয়ে। 


বিপিএল ২০২৪ কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের স্কোয়াডঃ

২০২৪ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের দেশী ও বিদেশী খেলোয়াড় তালিকা হচ্ছে-


দেশি খেলোয়াড়ঃ 

  • লিটন দাস (অধিনায়ক), 

  • মোস্তাফিজুর রহমান, 

  • তানভীর ইসলাম, 

  • তাওহিদ হৃদয়, 

  • মৃত্যুঞ্জয় চৌধুরী, 

  • জাকের আলী, 

  • মাহিদুল ইসলাম, 

  • রিশাদ হোসেন, 

  • ইমরুল কায়েস, 

  • মুশফিক হাসান, 

  • এনামুল হক। 


বিদেশি খেলোয়াড়ঃ 

  • মোহাম্মদ রিজওয়ান, 

  • সুনীল নারাইন, 

  • মঈন আলী, 

  • আন্দ্রে রাসেল, 

  • ইফতিখার আহমেদ, 

  • জামান খান, 

  • খুশদিল শাহ, 

  • জনসন চার্লস, 

  • নূর আহমেদ, 

  • নাসিম শাহ, 

  • রশিদ খান, 

  • রাহকিম কর্নওয়াল, 

  • ম্যাথু ওয়াল্টার ফোর্ড। 


এই হচ্ছে ২০২৪ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের দেশের ও বিদেশের সকল প্লেয়ারদের নাম ও তালিকা। উপরে দেয়া খেলোয়াড়রা কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের হয়ে ২০২৪ বিপিএল খেলতে পারবে।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের কোচ কে?

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের কোচ হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। 


কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মালিক কে? 

২০১৫ সালে যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল প্রতিষ্ঠিত হয় তখন এই দলের মালিক ছিলো কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। কিন্তু এই দলটি যখন বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হতে যাচ্ছিল তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মালিকানা গ্রহণ করে কুমিল্লা ওয়ারিয়র্স নাম রাখে। তারা ২০১৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানস এর মালিক থাকে। এর পরবর্তীতে ২০২২ সালে লেজেন্ডস স্পোর্টিং লিমিটেড পুনরায় এই দলের মালিক হয়। 


কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের অধিনায়ক কে? 

২০২৪ বিপিএলের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের অধিনায়ক হচ্ছেন লিটন দাস। বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলকে নেতৃত্ব দিবেন। 


উপসংহারঃ 

২০২৪ বিপিএল এর সকল দলের স্কোয়াড বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি দলই অনেক শক্তিশালী। দেশি ও বিদেশী সেরা খেলোয়াড়দের নিয়ে দলগুলো তাদের স্কোয়াড তৈরি করেছে। তাই এই টুর্নামেন্ট হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সফলতার মাইলফলক। বিপিএলের সবগুলো দলের দেশি ও বিদেশী খেলোয়াড়দের তালিকা নিয়ে এই পোস্ট আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা এই পোস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Previous Post
No Comment
Add Comment
comment url