বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট, লেভেল ও অফার চেক করার উপায়

বিকাশ তাদের গ্রাহকদের বিকাশ একাউন্ট ব্যবহার অনুযায়ী রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট দিয়ে থাকে। এই পয়েন্টের মাধ্যমে বিকাশ গ্রাহকরা বিভিন্ন অফার নিতে পারে। আপনি বিকাশ রিওয়ার্ডস এর কোন লেভেলে রয়েছেন এবং আপনার পয়েন্ট কত রয়েছে সেটা জেনে বিকাশের বিভিন্ন অফার নিতে পারবেন। এর জন্য আপনাকে আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট চেক করতে হবে। 


যারা তাদের বিকাশ একাউন্টের রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট চেক করতে পারেনা তাদের জন্য আমার এই পোস্ট। এই পোস্টে আমি বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করার নিয়ম দেখাবো। আপনারা সম্পূর্ণ পোস্ট পড়ে খুব সহজেই আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস এর কোন লেভেলে রয়েছেন এবং কত পয়েন্ট রয়েছে সেটি খুব সহজেই জানতে পারবেন। 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করার নিয়ম


বিকাশ রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট কি? 

বিকাশ তাদের গ্রাহকদের সুবিধার জন্য যেসব অফার নিয়ে এসেছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বিকাশ রিওয়ার্ডস। বিকাশ ব্যবহারকারীরা তাদের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারের ধরণ অনুযায়ী নির্দিষ্ট লেভেল ও পয়েন্ট পাবে। এই লেভেল ও পয়েন্টের মাধ্যমে নির্দিষ্ট অফারের ক্যাশব্যাক নিতে পারবে। 


বিকাশ রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট কিভাবে চেক করে?

আপনি আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস চেক করার মাধ্যমে জানতে পারবেন আপনি বর্তমানে বিকাশের কোন লেভেলে রয়েছেন এবং আপনার পয়েন্ট কত। অতঃপর সেই লেভেল এবং পয়েন্ট অনুযায়ী নির্দিষ্ট অফার নিতে পারবেন। এছাড়াও বিকাশ রিওয়ার্ডস এর উপরের লেভেলে যাওয়ার জন্য কিরকম বিকাশ ব্যবহার করতে হবে এবং কোন লেভেলে কি অফার রয়েছে সকল তথ্য বিকাশ রিওয়ার্ডস চেক করার মাধ্যমে জানতে পারবেন। 

আরো দেখুনঃ বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার করার নিয়ম

বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করার নিয়মঃ 

আপনি খুব সহজেই বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট দেখতে পারবেন। তবে এই কাজের জন্য বিকাশ অ্যাপ লাগবে। আপনার মোবাইলে বিকাশ অ্যাপ না থাকলে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ইন্সটল করে ওপেন করুন। অতঃপর নিচের ধাপগুলো অনুসরণ করুন - 


বিকাশ অ্যাপে আপনার যে বিকাশ একাউন্টের রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট চেক করতে চাচ্ছেন সেই বিকাশ একাউন্ট লগইন করার পর বিকাশ অ্যাপের হোম পেজে নিচের স্ক্রিনশটের মতো ট্রফি 🏆 আইকন দেখতে পারবেন। বিকাশ রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট চেক করার জন্য এই ট্রফি 🏆 আইকনে ক্লিক করতে হবে- 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করার নিয়ম


এবার আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল দেখতে পারবেন। তবে আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস লেভেল, পয়েন্ট, ও অফারের সকল তথ্য দেখতে নিচের স্ক্রিনশটে দেখানো সব দেখানো অপশনে ক্লিক করতে হবে- 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করার নিয়ম


দেখুন বর্তমানে আমি গোল্ড লেভেলে রয়েছি এবং আমার ৪৪৬৬ পয়েন্ট আছে। এছাড়াও আমি এই পয়েন্ট দিয়ে কি কি অফার নিতে পারব সেইসব অফার এখানে দেখাচ্ছে। ঠিক আপনারাও এরকম আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস লেভেল, পয়েন্ট ও সেই পয়েন্ট দিয়ে কি কি নিতে পারবেন সেটি জানতে পারবেন- 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করার নিয়ম


নিচের স্ক্রিনশট লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যে গোল্ড লেভেলে রয়েছি তার পরবর্তী লেভেল হচ্ছে প্লাটিনাম। আমি নিয়মিত বিকাশ ব্যবহার করে ও পয়েন্ট অর্জন করে পরবর্তী এই প্লাটিনাম লেভেলে যেতে পারবো। এছাড়াও এই লেভেলে গেলে আমি কি কি অফার পাব সব এখানে দেখাবে। ঠিক আপনারাও নিয়মিত বিকাশ ব্যবহার করে পয়েন্ট অর্জন করার মাধ্যমে পরবর্তী লেভেলে গিয়ে সেই লেভেলের সকল অফার নিতে পারবেন- 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করার নিয়মবিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করার নিয়ম


বিকাশ রিওয়ার্ডস এর সর্বশেষ লেভেল হচ্ছে ডায়মন্ড লেভেল। এই লেভেলে পৌঁছানোর জন্য বেশি বেশি বিকাশ অ্যাপ ব্যবহার করতে হবে। অর্থাৎ বিকাশের সার্ভিস বেশি বেশি ব্যবহার করতে হবে। তাহলে বিকাশের এই শেষ ডায়মন্ড লেভেলে গিয়ে এই লেভেলে থাকা সকল আকর্ষণীয় অফার নিতে পারবেন- 


বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করার নিয়ম


এই ছিলো বিকাশ রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট চেক করার পদ্ধতি। আপনারা উপরে দেখানো নিয়মে খুব সহজেই বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার বিকাশ একাউন্টের রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট দেখতে পারবেন। এভাবে আপনারা বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করে সেই লেভেল ও পয়েন্ট অনুযায়ী নির্দিষ্ট অফার নিতে পারবেন। 

আরো দেখুনঃ বিকাশ মাই অফার চেক করার ও নেয়ার নিয়ম

উপসংহারঃ

উপরে বিকাশ রিওয়ার্ডস পয়েন্ট ও লেভেল চেক করার উপায় বিস্তারিত তথ্য সহো দেয়া হয়েছে। আপনারা বিকাশ একাউন্টের রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট কিভাবে চেক করতে হয় সেটি জানতে পেরেছেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বিকাশ রিওয়ার্ডস লেভেল ও পয়েন্ট দেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে মোবাইল ব্যাংকিং সম্পর্কে এরকম নিত্যনতুন টিপস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও গুগল নিউজে ফলো করে পাশে থাকুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url