বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার উপায় (সুবিধা-অসুবিধা ও শর্ত)

গ্রাহকদের সুবিধার জন্য বিকাশ কর্তৃপক্ষ রিকোয়েস্ট মানি নামে নতুন একটি অপশন নিয়ে এসেছে। এই অপশনের মাধ্যমে যেকোনো বিকাশ গ্রাহক চাইলে একজন অথবা একাধিক ব্যক্তির কাছে বিকাশে টাকা পাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবে। অনেকেই বিকাশের এই রিকোয়েস্ট মানি সম্পর্কে জানেনা। 


যদি আপনি বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম না জানেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। এখানে বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার উপায়, সুবিধা, অসুবিধা ও শর্তাবলী দেয়া হবে। আপনারা বিকাশ রিকোয়েস্ট মানি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে বিকাশের এই রিকোয়েস্ট মানি সুবিধা সহজেই ব্যবহার করতে পারবেন-  


বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম


বিকাশ রিকোয়েস্ট মানি কি? 

বিকাশ রিকোয়েস্ট মানি হচ্ছে বিকাশে কারো কাছে টাকা চেয়ে আবদার করা। অর্থাৎ বিকাশ অ্যাপের মাধ্যমে একজন অথবা একাধিক বিকাশ গ্রাহকের কাছে টাকা চেয়ে রিকোয়েস্ট পাঠানোকে বিকাশ রিকোয়েস্ট মানি বলে। 


একজন বিকাশ গ্রাহকের কাছে বিকাশ রিকোয়েস্ট মানি পাঠালে একটি নোটিফিকেশন যায়। অতঃপর সেই রিকোয়েস্ট মানিতে থাকা টাকার পরিমাণ দেখে সেই ব্যক্তি উক্ত টাকা বিকাশে সেন্ড করতে পারে। অর্থাৎ প্রয়োজনে বা অপ্রয়োজনে কারো বিকাশ একাউন্টে টাকা চেয়ে রিকোয়েস্ট পাঠানোই হচ্ছে বিকাশ রিকোয়েস্ট মানে।

আরো দেখুনঃ বিকাশ অ্যাপে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডি লগিন চালু করার নিয়ম

বিকাশ রিকোয়েস্ট মানির সুবিধাঃ 

বিকাশের এই নতুন অপশন বিকাশ রিকোয়েস্ট মানির সুবিধা অনেক। এই অপশনের মাধ্যমে একজন বিকাশ গ্রাহক চাইলে অন্য আরেকজন বিকাশ গ্রাহকের কাছে বিকাশে টাকা চেয়ে রিকোয়েস্ট পাঠাতে পারে। শুধুমাত্র একজন নয় চাইলে একটি গ্রুপ তৈরি করে সেখানে একাধিক ব্যক্তি অর্থাৎ সর্বোচ্চ ১০ জনের কাছে টাকা চেয়ে রিকোয়েস্ট পাঠানো যায়। আপনি বিকাশে যার কাছে রিকোয়েস্ট মানি পাঠাবেন সেই ব্যক্তি বুঝতে পারবে আপনি তার কাছে বিকাশে টাকা চাচ্ছেন। অতঃপর সেই ব্যক্তি আপনার রিকোয়েস্ট মানি একসেপ্ট করে আপনার বিকাশ একাউন্টে সেন্ড মানির মাধ্যমে টাকা পাঠিয়ে দিবে। 


এতে আপনাকে আলাদা করে তাকে ফোন করে টাকা চাইতে হবে না। এছাড়াও আপনি চাইলে গ্রুপ তৈরি করে সেই গ্রুপে সর্বোচ্চ ১০ জন বিকাশ গ্রাহকে যুক্ত করে তাদের কাছে একই এমাউন্ট অথবা আলাদা আলাদা টাকার পরিমান দিয়ে রিকোয়েস্ট পাঠাতে পারেন। এতে সবাই একসাথে বুঝতে পারবে আপনি কত টাকা চাচ্ছেন এবং সেই অনুযায়ী আপনাকে বিকাশে টাকা পাঠিয়ে দেবে। এছাড়াও বিকাশ রিকোয়েস্ট মানি ফ্রিতে পাঠানো যাওয়ায় কারো কাছে বিকাশ রিকোয়েস্ট মানি করতে কোনো টাকা খরচ হবেনা। 


বিকাশ রিকোয়েস্ট মানি পাঠানোর ও ব্যবহার করার নিয়মঃ 

আপনারা খুব সহজেই বিকাশে এক বা একাধিক ব্যক্তির কাছে টাকা চেয়ে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তবে এই কাজের জন্য বিকাশ অ্যাপ লাগবে। যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ইন্সটল করে বিকাশ অ্যাপে প্রবেশ করুন। অতঃপর নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


বিকাশ অ্যাপে আপনার বিকাশ একাউন্ট লগইন করার পর নিচের স্ক্রিনশটের মতো আপনার বিকাশ অ্যাপের হোমপেজে আরো দেখুন নামে একটি অপশন দেখতে পারবেন। বিকাশ রিকোয়েস্ট মানি অপশন বের করার জন্য আমাদেরকে এই আরো দেখুন অপশনে ক্লিক করতে হবে- 


বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো রিকোয়েস্ট মানি নামে একটা অপশন দেখতে পারবেন। বিকাশে রিকোয়েস্ট মানি করার জন্য স্ক্রিনশট দেখানো রিকোয়েস্ট মানি অপশনে ক্লিক করতে হবে- 


বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম


এবার আপনি প্রাপক নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি বিকাশে যার কাছে টাকা চেয়ে রিকোয়েস্ট পাঠাবেন এখানে তার বিকাশ নাম্বার দিতে হবে- 


বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম


এবার নিচের স্ক্রিনশটের মতো পরিমাণ অপশন দেখতে পারবেন। আপনি যত টাকা বিকাশে রিকোয়েস্ট করতে চাচ্ছেন এখানে সেই টাকার পরিমাণ লিখবেন। তবে আপনি সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ২৫ হাজার টাকা রিকোয়েস্ট মানি করতে পারবেন- 


বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম


এবার আপনি রেফারেন্স এবং পিন কোড নামে দুইটি অপশন দেখতে পাবেন। রেফারেন্স অপশনটি অপশনাল হওয়ায় আপনি এখানে চাইলে যেকোনো কিছু লিখতে পারেন আবার নাও লিখতে পারেন। তবে পিন কোড দেয়ার বক্সে আপনার বিকাশ একাউন্টের পিন দিয়ে অ্যারো আইকনে ক্লিক করে কন্টিনিউ করতে হবে- 


বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো রিকোয়েস্ট মানি নিশ্চিত করার পেজ দেখতে পারবেন। নাম্বার এবং টাকার পরিমান সবকিছু ঠিক আছে কিনা চেক করে নিশ্চিত হয়ে নিচের স্ক্রিনশট দেখানো বিকাশ আইকনে কিছুক্ষণ ক্লিক করে চেপে ধরে থাকবেন। তাহলেই রিকোয়েস্ট মানি সফল হবে- 


বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম


অতঃপর নিচের স্ক্রিনশটের মতো আপনার রিকোয়েস্টটি সফলভাবে পাঠানো হয়েছে লেখা দেখলে বুঝবেন আপনি সঠিকভাবে বিকাশ রিকোয়েস্ট মানি করতে পেরেছেন- 


বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার নিয়ম


এই ছিলো বিকাশ রিকোয়েস্ট মানি করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই একজন ব্যক্তির কাছে বিকাশে টাকা চেয়ে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। 

আরো দেখুনঃ বিকাশ ব্যালেন্স চেক করার নিয়ম

বিকাশ রিকোয়েস্ট মানির শর্তাবলীঃ 

আপনি চাইলে বিকাশের রিকোয়েস্ট মানি অপশন নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারবে না। বিকাশ রিকোয়েস্ট মানির শর্ত রয়েছে যেগুলো মেনে আপনাকে ব্যবহার করতে হবে। শর্তাবলী হচ্ছে- 


  • একজন বিকাশ গ্রাহক একজন অথবা গ্রুপ তৈরি করে বিকাশে রিকোয়েস্ট মানি করতে পারবে।

  • একটি গ্রুপের সর্বোচ্চ ১০ জন সদস্য থাকতে পারবে।

  • একটি গ্রুপে সর্বনিম্ন ২ জন সদস্য থাকতে পারবে।

  • গ্রুপে নিজের বিকাশ নাম্বার ব্যবহার করা যাবেনা।

  • গ্রুপ সদস্যদের মধ্যে আপনি চাইলে একই এমাউন্ট অথবা ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট সকলের কাছে রিকোয়েস্ট মানি করতে পারবেন। 

  • একজন গ্রাহক রিকোয়েস্ট মানির জন্য একাধিক গ্রুপ তৈরি করতে পারবে।

  • বিকাশে রিকোয়েস্ট মানি করতে কোন চার্জ দিতে হবে না।

  • রিকোয়েস্ট মানিতে সম্মতি দিয়ে লেনদেন করার জন্য সেন্ড মানির ক্ষেত্রে চার্জ দিতে হবে। (প্রিয় নাম্বার এবং অন্য নাম্বার উভয়)

  • রিকোয়েস্ট মানিতে সম্মতি দিয়ে লেনদেনের জন্য বিকাশ সেন্ড মানির দৈনিক ও মাসিক লিমিট প্রযোজ্য হবে। 

  • শুধুমাত্র বিকাশ অ্যাপ দিয়ে রিকোয়েস্ট মানি করা যাবে।

  • রিকোয়েস্ট কারীকে তাদের রিকোয়েস্ট বাতিল করে জানাতে পারবেন। এতে রিকোয়েস্টকারি ব্যক্তি একটি রিকোয়েস্ট বাতিল হওয়ার নোটিফিকেশন দেখতে পারবে। 

  • রিকোয়েস্ট গ্রহণকারী ব্যক্তি রিকোয়েস্টকারিকে ব্লক করতে পারবে, এতে সেই ব্যক্তি ভবিষ্যতে উক্ত গ্রাহককে আর কোনো রিকোয়েস্ট পাঠাতে পারবে না।

  • রিকোয়েস্ট মানি অপশনের মধ্যে ব্লক করা কন্ট্যাক্টসের তালিকা থেকে সবসময় একটি কন্ট্যাক্টকে আনব্লক করতে পারেন

  • একদিনে সর্বোচ্চ ১০টি রিকোয়েস্ট মানি করতে পারেন (গ্রুপ এবং একক মিলিয়ে) 

  • একদিনে একজন বিকাশ গ্রাহককে সর্বোচ্চ একটি রিকোয়েস্ট মানি করতে পারবেন।

  • দিনে সর্বোচ্চ তিনটি রিকোয়েস্ট মানি অন্যের থেকে গ্রহণ করতে পারবেন।

  • একদিনে সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকা রিকোয়েস্ট মানি করতে পারবেন।


বিকাশ রিকোয়েস্ট মানির অসুবিধাঃ 

বিকাশ রিকোয়েস্ট মানির যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি এর অসুবিধাও রয়েছে। আমাদেরকে এর অসুবিধা জেনে ব্যবহার করা উচিত। অসুবিধাগুলো হচ্ছে- 


  • বিকাশ অ্যাপ ছাড়া বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করা যায় না। 

  • সর্বনিম্ন ১০০ টাকা বিকাশ রিকোয়েস্ট মানি করতে হয়। ১০০ টাকার নিচে যেকোনো এমাউন্ট বিকাশ রিকোয়েস্ট মানি করা যায় না। 

  • বিকাশ রিকোয়েস্ট মানি যার কাছে করা হয় সেই ব্যক্তি যদি রিকোয়েস্ট মানি এক্সেপ্ট করে বিকাশে টাকা সেন্ড মানি করে তাহলে তার প্রিয় নাম্বার হলেও সেন্ড মানির চার্জ কাটবে। 

  • একদিনে শুধুমাত্র তিনটি বিকাশ রিকোয়েস্ট মানি এক্সেপ্ট করা যায়। যদি একদিনে তিনজনের বেশি আপনাকে বিকাশ রিকোয়েস্ট পানি পাঠায় তাহলে তিনটির বেশি দেখতে পারবেন না। 

  • একজন বিকাশ গ্রাহকের কাছে দিনে শুধুমাত্র একবার রিকোয়েস্ট মানি করা যায়। আপনি চাইলেও প্রয়োজনে একদিনে একাধিকবার একজন ব্যক্তির বিকাশ নাম্বারে রিকোয়েস্ট মানি করতে পারবেন না। 


বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার পূর্বে উপরে দেয়া অসুবিধাগুলো জেনে ব্যবহার করার সিদ্ধান্ত নিবেন। যদি আপনার এইসব সমস্যা না মনে হয় তাহলে ব্যবহার করতে পারেন। 

আরো দেখুনঃ বিকাশে টাকা পাঠানোর নিয়ম

কেউ আমার কাছে বারবার বিকাশ রিকোয়েস্ট মানি পাঠিয়ে বিরক্ত করলে করণীয় কি? 

আপনার কাছে যদি কেউ বারবার বিকাশে রিকোয়েস্ট মানি পাঠিয়ে বিরক্ত করো তাহলে তাকে বিকাশ রিকোয়েস্ট মানি পাঠাতে নিষেধ করবেন। এরপরেও যদি আপনাকে বিরক্ত করে তাহলে তাকে রিকোয়েস্ট মানি অপশন থেকে ব্লক করতে পারবেন। এতে সেই ব্যক্তি আপনাকে রিকোয়েস্ট মানি পাঠাতে পারবেনা। 


আমার কাছে বিকাশ রিকোয়েস্ট মানি এলে আমি কি করবো?

আপনার কাছে যদি বিকাশ রিকোয়েস্ট মানি আসে তাহলে যে ব্যক্তির বিকাশ একাউন্ট থেকে রিকোয়েস্ট মানি এসেছে সেই ব্যক্তিকে কল করে নিশ্চিত হয়ে নিবেন। যদি উক্ত ব্যক্তি নিজেই আপনার কাছে রিকোয়েস্ট মানি পাঠায় এবং আপনি নিশ্চিত হতে পারেন তাহলে রিকোয়েস্ট মানি এক্সেপ্ট করে টাকা পাঠাবেন। কেননা বর্তমানে অনলাইনে অনেক প্রতারণা হওয়ায় অনেকেই বিকাশ একাউন্ট হ্যাক করে হ্যাকাররা আপনার কাছে রিকোয়েস্ট মানি করে টাকা নিতে পারে। 


কেউ আমাকে বিকাশে রিকোয়েস্ট মানি পাঠালে নিজে থেকে টাকা কেটে নিবে কিনা? 

আপনাকে কেউ বিকাশে রিকোয়েস্ট মানি পাঠালে যতক্ষণ পর্যন্ত আপনি একসেপ্ট করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার টাকা কাটবে না। একসেপ্ট করার পর টাকা কেটে নিবে।  


উপসংহারঃ 

প্রয়োজনে হোক অথবা অপ্রয়োজনে, প্রিয়জনদের কাছে টাকা নেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে বিকাশ রিকোয়েস্ট মানি। ইতিমধ্যে আপনারা বিকাশ রিকোয়েস্ট মানি ব্যবহার করার উপায়, সুবিধা-অসুবিধা ও শর্তাবলী জানতে পেরেছেন। আশা করছি এখন থেকে খুব সহজেই বিকাশের এই সুবিধা উপভোগ করতে পারবেন। বিস্তারিত আরো কিছু জানতে চাইলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকম ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন টিপস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url