বিপিএল ২০২৪ সময়সূচী ও দল । বিপিএল খেলার সময় সূচি পিকচার সহ
প্রতি বছরের মতো এই বছরেও ২০২৪ সালের বিপিএল ১৯ জানুয়ারি শুরু হয়েছে। বিপিএল বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ হওয়ায় এবং দেশি ও বিদেশি অনেক তারকা প্লেয়ার থাকায় অনেকেই বিপিএল খেলা দেখেন। তবে বিপিএল খেলা সরাসরি দেখার জন্য বিপিএল খেলার সময়সূচি জানতে হবে।
যদি আপনি বিপিএল ২০২৪ সময়সূচী ও দল না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। এখানে বিপিএল খেলার সময় সূচি, তারিখ, ভেন্যু ও সকল দলের তালিকা দেয়া হবে। আপনারা বিপিএল খেলার সময়সূচি জানার পাশাপাশি বিপিএল সকল দলের নাম, খেলার তারিখ, এবং মাঠের নাম ও স্থান সম্পর্কে জানতে পারবেন।
বিপিএল ২০২৪ সকল দলের নামঃ
প্রতি বছর বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য বিভিন্ন দল বিপিএল খেলায় অংশগ্রহণ করে। সাধারণত বাংলাদেশের বিভিন্ন শহরের নাম নিয়ে বিপিএল দলের নাম রাখা হয়। যেমন রংপুর শহরের নাম অনুযায়ী রংপুর রাইডার্স, ঢাকা শহরের নাম অনুযায়ী দুর্দান্ত ঢাকা ইত্যাদি। বিপিএল ২০২৪ অংশগ্রহণকারী সকল দলের নাম হচ্ছে-
- রংপুর রাইডার্স
- কুমিল্লা ভিক্টোরিয়ান্স
- খুলনা টাইগার্স
- চট্টগ্রাম চ্যালেঞ্জর্স
- দুর্দান্ত ঢাকা
- ফরচুন বরিশাল
- সিলেট স্ট্রাইকার্স
উপরে উল্লেখিত দলগুলো ২০২৪ বিপিএলে অংশগ্রহণ করেছে। প্রতিটি দলে দেশী এবং বিদেশি প্লেয়ারের মিশ্রণ রয়েছে। সাধারণত বাংলাদেশের মানুষ যে শহরে বসবাস করে সেই শহরের নামের দলকে বিপিএলে সাপোর্ট করে। এছাড়াও দর্শকদের প্রিয় খেলোয়াড় বিপিএলের যে দলে থাকে সেই দল দর্শকরা সাপোর্ট করে।
আরো দেখুনঃ মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার উপায়.
২০২৪ বিপিএল ভেন্যুঃ
২০২৪ সালের বিপিএলে মোট ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিপিএলের সকল ম্যাচগুলো ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে। বিপিএল ২০২৪ সকল ম্যাচগুলো যেসব মাঠে অনুষ্ঠিত হবে সেইসব মাঠের নাম হচ্ছে-
- শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (ঢাকা)
- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম (চট্টগ্রাম)
- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট)
উপরিউক্ত মাঠগুলোতে বিপিএলের সকল ম্যাচ আয়োজিত হবে। তবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অন্যান্য মাঠের তুলনায় সবথেকে বেশি ২২টি ম্যাচ হবে। এছাড়াও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২টি এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২ টি বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে।
বিপিএল ২০২৪ সময়সূচীঃ
২০২৩ সালের ২৪শে সেপ্টেম্বর ২০২৪ সালের বিপিএল খেলার জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ২০২৪ বিপিএলের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিপিএলের দশম আসর ২০২৪ সালের ১৯ জানুয়ারি ঢাকা বনাম কুমিল্লার খেলার মাধ্যমে শুরু হবে। ১৯ জানুয়ারি থেকে শুরু করে দেড় মাস মোট ৪৬ টি ম্যাচ হওয়ার পর ১মার্চ বিপিএলের ফাইনাল খেলা হবে। নিম্নে বিপিএল ২০২৪ সময়সূচি, তারিখ, দল, ভেন্যু ইত্যাদি ছক আকারে দেয়া হলো-
তারিখ | দল | সময় | ভেন্যু |
---|---|---|---|
১৯ জানুয়ারি | কুমিল্লা-ঢাকা | বেলা ২টা | ঢাকা |
১৯ জানুয়ারি | সিলেট–চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা | ঢাকা |
২০ জানুয়ারি | রংপুর-বরিশাল | বেলা ১টা ৩০ | ঢাকা |
২০ জানুয়ারি | খুলনা-চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ | ঢাকা |
২২ জানুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | বেলা ১টা ৩০ | ঢাকা |
২২ জানুয়ারি | বরিশাল–খুলনা | সন্ধ্যা ৬টা ৩০ | ঢাকা |
২৩ জানুয়ারি | সিলেট-রংপুর | বেলা ১টা ৩০ | ঢাকা |
২৩ জানুয়ারি | কুমিল্লা-বরিশাল | সন্ধ্যা ৬টা ৩০ | ঢাকা |
২৬ জানুয়ারি | রংপুর-খুলনা | বেলা ২টা | সিলেট |
২৬ জানুয়ারি | কুমিল্লা-সিলেট | সন্ধ্যা ৭টা | সিলেট |
২৭ জানুয়ারি | বরিশাল-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ | সিলেট |
২৭ জানুয়ারি | রংপুর-ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ | সিলেট |
২৯ জানুয়ারি | সিলেট-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ | সিলেট |
২৯ জানুয়ারি | খুলনা-ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ | সিলেট |
৩০ জানুয়ারি | কুমিল্লা-রংপুর | বেলা ১টা ৩০ | সিলেট |
৩০ জানুয়ারি | সিলেট-বরিশাল | সন্ধ্যা ৬টা ৩০ | সিলেট |
০২ ফেব্রুয়ারি | সিলেট-ঢাকা | বেলা ২টা | সিলেট |
০২ ফেব্রুয়ারি | কুমিল্লা-চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা | সিলেট |
০৩ ফেব্রুয়ারি | বরিশাল-খুলনা | বেলা ১টা ৩০ | সিলেট |
০৩ ফেব্রুয়ারি | সিলেট-রংপুর | সন্ধ্যা ৬টা ৩০ | সিলেট |
০৬ ফেব্রুয়ারি | রংপুর-ঢাকা | বেলা ১টা ৩০ | ঢাকা |
০৬ ফেব্রুয়ারি | বরিশাল-চট্টগ্রাম | সন্ধ্যা ৬টা ৩০ | ঢাকা |
৭ ফেব্রুয়ারি | কুমিল্লা-খুলনা | বেলা ১টা ৩০ | ঢাকা |
৭ ফেব্রুয়ারি | সিলেট-ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ | ঢাকা |
০৯ ফেব্রুয়ারি | সিলেট-খুলনা | বেলা ২টা | ঢাকা |
০৯ ফেব্রুয়ারি | কুমিল্লা-ঢাকা | সন্ধ্যা ৭টা | ঢাকা |
১০ ফেব্রুয়ারি | রংপুর-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ | ঢাকা |
১০ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ | ঢাকা |
১৩ ফেব্রুয়ারি | কুমিল্লা-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ | চট্টগ্রাম |
১৩ ফেব্রুয়ারি | রংপুর-খুলনা | সন্ধ্যা ৬টা ৩০ | চট্টগ্রাম |
১৪ ফেব্রুয়ারি | বরিশাল-ঢাকা | বেলা ১টা ৩০ | চট্টগ্রাম |
১৪ ফেব্রুয়ারি | কুমিল্লা-খুলনা | সন্ধ্যা ৬টা ৩০ | চট্টগ্রাম |
১৬ ফেব্রুয়ারি | খুলনা-ঢাকা | বেলা ২টা | চট্টগ্রাম |
১৬ ফেব্রুয়ারি | রংপুর-চট্টগ্রাম | সন্ধ্যা ৭টা | চট্টগ্রাম |
১৭ ফেব্রুয়ারি | সিলেট-বরিশাল | বেলা ১টা ৩০ | চট্টগ্রাম |
১৭ ফেব্রুয়ারি | চট্টগ্রাম-ঢাকা | সন্ধ্যা ৬টা ৩০ | চট্টগ্রাম |
১৯ ফেব্রুয়ারি | কুমিল্লা-সিলেট | বেলা ১টা ৩০ | চট্টগ্রাম |
১৯ ফেব্রুয়ারি | রংপুর-বরিশাল | সন্ধ্যা ৬টা ৩০ | চট্টগ্রাম |
২০ ফেব্রুয়ারি | খুলনা-চট্টগ্রাম | বেলা ১টা ৩০ | চট্টগ্রাম |
২০ ফেব্রুয়ারি | কুমিল্লা-রংপুর | সন্ধ্যা ৬টা ৩০ | চট্টগ্রাম |
২৩ ফেব্রুয়ারি | কুমিল্লা-বরিশাল | বেলা ২টা | ঢাকা |
২৩ ফেব্রুয়ারি | সিলেট-খুলনা | সন্ধ্যা ৭টা | ঢাকা |
২৫ ফেব্রুয়ারি | এলিমিনেটর (৩য় দল vs ৪থ দল) | বেলা ১টা ৩০ | ঢাকা |
২৫ ফেব্রুয়ারি | ১ম কোয়ালিফায়ার (১ম দল vs ২য় দল) | সন্ধ্যা ৬টা ৩০ | ঢাকা |
২৭ ফেব্রুয়ারি | ২য় কোয়ালিফায়ার (এলিমিনেটরে জয়ী vs ১ম কোয়ালিফায়ারে পরাজিত দল) | সন্ধ্যা ৬টা ৩০ | ঢাকা |
০১ মার্চ | ১ম কোয়ালিফারে জয়ী vs ২য় কোয়ালিফায়ারে জয়ী দল | সন্ধ্যা ৬টা ৩০ | ঢাকা |
এই ছিল বিপিএল ২০২৪ সম্পূর্ণ সময়সূচি। উপরে দেয়া সময়সূচী অনুযায়ী বিপিএল লাইভ সকল ম্যাচ দেখতে পারবেন। এছাড়াও বিপিএল খেলার সময়সূচি লক্ষ্য করলে দেখতে পারবেন দিনে দুইটি করে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুর ২ টায় এবং সন্ধ্যা ৭টায় বিপিএল খেলা হবে। তবে শুক্রবার ছাড়া অন্যান্য দিনে বিপিএল ম্যাচ দুপুর ১:৩০ মিনিটে এবং সন্ধ্যা ৬:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
আরো দেখুনঃ বিপিএল পয়েন্ট টেবিল.
বিপিএল 2024 সময়সূচী পিকচারঃ
আপনারা যারা বিপিএল 2024 সময়সূচী পিকচার খুজেছিলেন তাদের জন্য নিম্নে ২০২৪ বিপিএল খেলার সময়সূচির ছবির নিম্নে দেয়া হলো। এক নজরে একটি ছবিতেই বিপিএলের সময়সূচি দেখুন-
এই হচ্ছে বিপিএল খেলার সময় সূচির ছবি। উপরে দেয়া ছবিতে বিপিএল ২০২৪ সময়সূচী, তারিখ, ভেন্যু ইত্যাদি সকল তথ্য রয়েছে। আপনারা চাইলে ছবিটি সংরক্ষণ করে যেকোন সময় বিপিএল ২০২৪ সকল ম্যাচের সময়সূচি দেখতে ও জানতে পারবেন।
বিপিএল খেলার সময়সূচি পরিশেষেঃ
এই পোস্টে ২০২৪ বিপিএল সকল ম্যাচের সময়সূচি, তারিখ, ভেন্যু ইত্যাদি তথ্য দেয়া হয়েছে। আপনারা বিপিএল ২০২৪ সকল ম্যাচের তারিখ, সময় ও কোন মাঠে খেলা হবে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এছাড়াও বিপিএল সময়সূচী সম্পর্কিত আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে দেয়া হয়েছে। তবে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা বিপিএল ২০২৪ এর সময়সূচি সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে বলতে পারেন। বিপিএল সহো সকল ধরনের খেলাধুলার আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও গুগল নিউজে ফলো করে পাশে থাকতে ভুলবেন না।