এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলার নিয়ম (ব্যবহারের উপায় সহ)
অনেকের এনআইডি কার্ড না থাকায় মোবাইল ব্যাংকিং একাউন্টগুলো খুলতে পারে না। কিন্তু এনআইডি না থাকলেও নগদ একাউন্ট খোলা যায়। যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলেও সরাসরি কোড ডায়াল করে নগদ একাউন্ট খুলতে পারবেন। কিন্তু অনেকেই এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলার নিয়ম জানেনা।
যদি আপনি জাতীয় পরিচয়পত্র ছাড়া নগদ একাউন্ট খোলার উপায় না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। কারণ এই পোস্টে আমি দেখাবো "কিভাবে এনআইডি ছাড়াও নগদ একাউন্ট খোলা যায়"। আপনারা সহজেই বাটন অথবা অ্যান্ড্রয়েড মোবাইলে এনআইডি কার্ড ছাড়াও নগদ একাউন্ট খুলে ব্যবহার করতে পারবেন-
জাতীয় পরিচয়পত্র ছাড়া নগদ একাউন্ট খোলার সুবিধাঃ
সাধারণত যখন আমরা কোনো মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে চাই তখন আমাদেরকে এন আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি তথ্যের প্রয়োজন হয়ে থাকে। যদি আমাদের এইসব তথ্যের মধ্যে যেকোনো একটি না থাকে তাহলে আমরা মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে পারি না।
কিন্তু নগদ কর্তৃপক্ষ গ্রাহকদের কথা মাথায় রেখে জাতীয় পরিচয়পত্র ছাড়াও নগদ একাউন্ট খোলার উপায় রেখেছে। এখন যে কেউ চাইলে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি ছাড়াও সহজেই নগদ একাউন্ট খুলে ব্যবহার করতে পারবে। আপনি চাইলে আপনার হাতে থাকা বাটন অথবা এন্ড্রয়েড মোবাইলে একটি কোড ডায়াল করে চার সংখ্যার পিন সেট করার মাধ্যমে নগদ একাউন্ট খুলতে পারবেন।
এনআইডি কার্ড ছাড়া খোলা নগদ একাউন্ট নগদ মেনু কোড ডায়াল করে এবং নগদ অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তবে আপনি চাইলে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র ছাড়া খোলা এই নগদ একাউন্ট নগদ অ্যাপের মাধ্যমে nid কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন। তাহলে দেখুন কিভাবে জাতীয় পরিচয়পত্র ছাড়াও নগদ একাউন্ট খোলা যায়-
এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলার নিয়মঃ
এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই বাটন অথবা এন্ড্রয়েড মোবাইলে *167# কোড ডায়াল করে জাতীয় পরিচয়পত্র ছাড়াও নগদ একাউন্ট খুলতে পারবেন। এনআইডি ছাড়া নগদ একাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে আপনার যে নাম্বারে এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারে *167# কোড ডায়াল করুন-
এবার আপনাকে চার সংখ্যার একটি পিন সেট করতে বলবে। অর্থাৎ এখানে আপনি যে পিন দিবেন সেই পিন দিয়ে পরবর্তীতে নগদ একাউন্টে প্রবেশ করতে হবে। চার সংখ্যার পিন দেয়ার পর Send অপশনে ক্লিক করবেন-
অতঃপর আপনাকে পুনরায় সেই পিন দিতে হবে। অর্থাৎ আপনি একটু আগে যে পিন দিয়েছিলেন সেই একই পিন এখানে দিয়ে Send করতে হবে-
আপনার এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলার কাজ শেষ। এখন আপনারা নিজের স্ক্রিনশটের মতো নগদ একাউন্টের ড্যাশবোর্ড দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে সরাসরি বের হয়ে যেতে পারেন-
অতঃপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে। সেই এসএমএস দেখে নিশ্চিত হতে পারবেন যে, এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলা হয়েছে।
এই ছিলো এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *167# কোড ডায়াল করে সহজেই জাতীয় পরিচয়পত্র ছাড়াও নগদ একাউন্ট খুলতে পারবেন। যদিও আমি এখানে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে nid ছাড়া নগদ একাউন্ট খোলার নিয়ম দেখিয়েছি তারপরও আপনারা একই পদ্ধতিতে বাটন মোবাইলেও এনআইডি ছাড়া নগদ একাউন্ট খুলতে পারবেন। এখন দেখে নিন এনআইডি ছাড়া নগদ অ্যাকাউন্ট কিভাবে নগদ অ্যাপে ব্যবহার করবেন-
এনআইডি ছাড়া খোলা নগদ অ্যাকাউন্ট নগদ অ্যাপে ব্যবহার করার উপায়ঃ
কোড ডায়াল করে এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলার পর আপনারা চাইলে সেই নগদ একাউন্ট নগদ মেনু কোড *167# ডায়াল করে ব্যবহার করার পাশাপাশি নগদ অ্যাপ দিয়েও ব্যবহার করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র ছাড়া খোলা নগদ একাউন্ট নগদ অ্যাপে ব্যবহার করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
এই কাজের জন্য আপনার মোবাইলে নগদ অ্যাপ থাকতে হবে। যদি আপনার মোবাইলে নগদ অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো Nagad লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা Nagad App এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর নগদ অ্যাপ ওপেন করবেন-
নগদ অ্যাপ ওপেন করার পর আপনার নগদ একাউন্টের মোবাইল নাম্বার দিতে হবে-
এবার আপনার নগদ একাউন্টের পিন দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। আপনি কোড ডায়াল করে এনআইডি ছাড়া নগদ একাউন্ট খোলার সময় যে পিন দিয়েছিলেন এখানে সেই পিন দিতে হবে-
এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড এসএমএসের মাধ্যমে আসবে। আপনারা সেই কোড এখানে দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করবেন-
অতঃপর সবকিছু ঠিকঠাক থাকলে নিচের স্ক্রিনশটের মতো আপনি নগদ অ্যাপে প্রবেশ করতে পারবেন। এখন আপনি নগদ অ্যাপ দিয়ে আপনার এনআইডি কার্ড ছাড়া খোলা নগদ একাউন্ট পরিচালনা করতে পারবেন-
এই ছিলো এনআইডি ছাড়া খোলা নগদ একাউন্ট নগদ অ্যাপে ব্যবহার করার নিয়ম। আপনারা উপরে দেখানো নিয়মে কোড ডায়াল করে জাতীয় পরিচয়পত্র ছাড়া খোলা নগদ একাউন্ট নগদ অ্যাপে ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে নগদ অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দিয়ে এনআইডি ছাড়া খোলা নগদ একাউন্ট ভেরিফাই করতে পারবেন।
এনআইডি ছাড়া নগদ একাউন্ট খুললে এনআইডি কার্ডের তথ্য দিতে হয়?
আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে, এনআইডি ছাড়াও নগদ একাউন্ট খোলা যায়। অনেকে হয়তো ভাবতেছেন এনআইডি ছাড়া নগদ একাউন্ট খুললে নগদ কর্তৃপক্ষ আমাদের এনআইডি কার্ডের তথ্য জানতে পারবে না। কিন্তু আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল।
আপনি যে সিম দিয়ে এনআইডি ছাড়া নগদ একাউন্ট খুলবেন সেই সিমের এনআইডি কার্ডের সকল তথ্য নগদ কর্তৃপক্ষ জানতে পারবে। অর্থাৎ আপনি জাতীয় পরিচয়পত্র ছাড়া নগদ একাউন্ট খোলার সময় সেই মোবাইল নাম্বারের রেজিস্ট্রেশন করা এনআইডি কার্ডের সকল তথ্য নগদ কর্তৃপক্ষ সংরক্ষণ করে রাখবে।
জাতীয় পরিচয়পত্র ছাড়া খোলা নগদ একাউন্ট দিয়ে সব করা যায়?
জাতীয় পরিচয়পত্র ছাড়া নগদ একাউন্ট খুলে সেই নগদ একাউন্ট দিয়ে যাবতীয় কাজ করতে পারবেন। তবে আপনাকে নগদ একাউন্টের সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য সেই নগদ একাউন্ট জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করতে হবে। জাতীয় পরিচয়পত্র দিয়ে নগদ একাউন্ট ভেরিফাই করলে নগদ একাউন্টের সকল সুযোগ-সুবিধা পাওয়ার পাশাপাশি সেই নগদ একাউন্ট চিন্তামুক্তভাবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার নগদ একাউন্ট ভেরিফিকেশন করা থাকলে পরবর্তীতে যদি কখনো আপনার নগদ একাউন্টের সমস্যা হয় তাহলে সেই সমস্যা সহজেই সমাধান করতে পারবেন।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
এনআইডি ছাড়া নগদ একাউন্ট খোলার নিয়ম নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা জাতীয় পরিচয়পত্র ছাড়া নগদ একাউন্ট খোলার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে নগদ সম্পর্কে সকল আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।