গ্রামীণফোন (জিপি) সিমের ব্যালেন্স চেক করার নিয়ম ও কোড দেখুন
বাংলাদেশের অধিকাংশ মানুষ মোবাইলে গ্রামীণফোন সিম দিয়ে কথা বলে। জিপি সিম দিয়ে কথা বলতে চাইলে সেই সিমে টাকা রিচার্জ করতে হয়। পরবর্তীতে আমরা গ্রামীণফোন সিমে টাকা দেখতে পারি। কিন্তু অনেকেই গ্রামীণফোন ব্যালেন্স চেক করার নিয়ম না জানায় তাদের গ্রামীণফোন সিমে কত টাকা রয়েছে জানেনা।
যদি আপনি গ্রামীণফোন (জিপি) সিমে টাকা দেখার নিয়ম না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। কারণ এই পোস্টে আমি গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড ও নিয়ম দেখাবো। আপনারা দুইটি পদ্ধতিতে সহজেই আপনার গ্রামীণফোন সিমের ব্যালেন্স দেখতে পারবেন-
জিপি সিমে টাকা দেখার উপায় - Grameenphone Balance Check
বাংলাদেশের সর্বাধিক গ্রাহক হচ্ছে গ্রামীণফোন অপারেটরের। বাংলাদেশের প্রায় সকল জায়গায় নেটওয়ার্ক সেবা দেওয়ায় এবং দীর্ঘদিন ধরে গ্রামীণফোন সিম চলায় তাদের গ্রাহক অনেক বেশি। সকল জায়গায় নেটওয়ার্ক থাকায় এবং অনেকের কাছে গ্রামীণফোন সিম থাকায় সাধারণত অন্যান্য অপারেটর থেকে মানুষ গ্রামীণফোন সিম দিয়ে বেশি কথা বলে।
এই কথা বলার জন্য প্রয়োজন গ্রামীণফোন সিমে রিচার্জ করা। টাকা রিচার্জ করার পর সেই টাকা অনুযায়ী মোবাইলে কথা বলা যায়। জিপি সিমে কত টাকা রয়েছে না জানলে আমাদেরকে গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করতে হয়। গ্রামীণফোন ব্যালেন্স চেক করার মাধ্যমে আমাদের জিপি সিমে টাকা আছে কিনা এবং থাকলেও কত টাকা রয়েছে জানতে পারি।
পরবর্তীতে সেই অনুযায়ী প্রয়োজন হলে আবার টাকা রিচার্জ করতে পারি। সকল অপারেটরের ব্যালেন্স চেক করার কোড ও নিয়ম আলাদা। আপনি বাংলালিংক, রবি অথবা অন্যান্য অপারেটরে যে কোড ও নিয়মে ব্যালেন্স চেক করেছিলেন একই কোড ও নিয়মে গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করতে পারবেন না। এই কারণে গ্রামীণফোন সিমের টাকা দেখার জন্য নির্দিষ্ট কোড ও নিয়ম জানতে হবে। নিম্নে জিপি সিমের টাকা দেখার সকল পদ্ধতি দেখানো হলো-
আরো দেখুনঃ গ্রামীণফোন সিমের নাম্বার চেক করার কোড ও নিয়ম.
গ্রামীণফোন (জিপি) ব্যালেন্স চেক করার নিয়মঃ
গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই জিপি সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। সাধারণত দুইটি পদ্ধতিতে গ্রামীণফোন সিমের টাকা দেখা যায়। পদ্ধতি দুইটি হচ্ছে-
- গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড ডায়াল করে
- মাই জিপি অ্যাপের মাধ্যমে
আপনারা জিপি ব্যালেন্স চেক কোড ডায়াল করে এবং My Gp অ্যাপের মাধ্যমে খুব সহজেই গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করতে পারবেন। তবে আমি আপনাদের দেখানোর জন্য দুইটি পদ্ধতিতেই কিভাবে গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করতে হয় তার উপায় দেখাবো। তাহলে এবার কোড ডায়াল করে এবং মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করার নিয়ম দেখুন-
গ্রামীণফোন (জিপি) ব্যালেন্স চেক কোডঃ
গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করার সহজ উপায় হচ্ছে কোড ডায়াল করা। গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড হচ্ছে *566#... আপনারা খুব সহজেই *566# কোড ডায়াল করে আপনার গ্রামীণফোন সিমের টাকা দেখতে পারবেন।
কোড ডায়াল করে গ্রামীণফোন ব্যালেন্স চেক করতে চাইলে নিচের স্ক্রিনশটের মতো আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *566# কোড ডায়াল করুন-
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার গ্রামীণফোন সিমের ব্যালেন্স দেখতে পারবেন। আপনার গ্রামীণফোন (জিপি) সিমে কত টাকা রয়েছে এবং সেই টাকার মেয়াদ কতদিন সকল তথ্য এখানে দেখতে পারবেন-
এই ছিলো গ্রামীণফোন ব্যালেন্স চেক কোড ডায়াল করে গ্রামীণফোন ব্যালেন্স চেক করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *566# কোড ডায়াল করে আপনার গ্রামীণফোন সিমে থাকা টাকা এবং সেই টাকার মেয়াদ দেখতে পারবেন। তাহলে এবার মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন টাকা দেখার নিয়ম দেখুন-
আরো দেখুনঃ গ্রামীণফোন সিমের বয়স বের করার নিয়ম.
My Gp অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন সিমের টাকা দেখার উপায়ঃ
গ্রামীণফোনের মাই জিপি অ্যাপের মাধ্যমে খুব সহজেই গ্রামীণফোন সিমের টাকা দেখা যায়। তবে My Gp অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন (জিপি) ব্যালেন্স চেক করতে চাইলে আপনার মোবাইলে মাই জিপি অ্যাপ থাকতে হবে।
আপনার মোবাইলে মাই জিপি অ্যাপ থাকলে তো ভালোই আর যদি না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে নিচের স্ক্রিনশট দেখানো My GP লিখে সার্চ করে আপনার মোবাইলে ইন্সটল করে নিবেন। অথবা My GP app এই লিংকে প্রবেশ করে সরাসরি প্লে স্টোর থেকে ইন্সটল করবেন। অতঃপর মাই জিপি অ্যাপ ওপেন করবেন-
এবার আপনার গ্রামীণফোন নাম্বার দিয়ে মাই জিপি অ্যাপে লগইন করতে হবে। এর জন্য নিচের স্ক্রিনশট দেখানো Sign in অপশনে ক্লিক করবেন-
এবার আপনার গ্রামীণফোন সিমের নাম্বার দিয়ে Continue অপশনে ক্লিক করতে হবে-
এরপর আপনার গ্রামীণফোন সিমে এসএমএসের মাধ্যমে একটি otp কোড আসবে। সেই কোড নিচের স্ক্রিনশট দেখানো বক্সে দিয়ে Continue করতে হবে-
অতঃপর আপনারা সরাসরি MY GP অ্যাপের হোম পেজে প্রবেশ করতে পারবেন। এরপর নিচের স্ক্রিনশটের মতো MY GP অ্যাপের হোম পেজেই আপনার গ্রামীণফোন সিমের ব্যালেন্স দেখতে পারবেন। এই ব্যালেন্স এর বিস্তারিত জানতে চাইলে নিচের স্ক্রিনশট দেখানো Details অপশনে ক্লিক করবেন-
এবার নিচের স্ক্রিনশটের মত আপনার গ্রামীণফোন সিমের টাকা দেখার পাশাপাশি সেই টাকার মেয়াদ সহো বিস্তারিত তথ্যাবলী দেখতে পারবেন-
এই ছিলো মাই জিপি অ্যাপ দিয়ে গ্রামীণফোন ব্যালেন্স চেক করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী মাই জিপি অ্যাপের মাধ্যমে আপনাদের গ্রামীণফোন সিমের সকল টাকা দেখার পাশাপাশি সেই টাকার মেয়াদ ও বিস্তারিত তথ্য জানতে পারবেন।
উপরে কোড ডায়াল করে এবং মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রামীণফোন ব্যালেন্স চেক করার উপায় দেখানো হয়েছে। আপনারা দুইটি পদ্ধতির মধ্যে যেকোনো পদ্ধতিতে আপনাদের গ্রামীনফোন (জিপি) সিমের ব্যালেন্স দেখতে পারবেন।
আরো দেখুনঃ গ্রামীণফোন সিমের কল লিস্ট দেখার নিয়ম.
পরিশেষে বলতে চাচ্ছিঃ
গ্রামীণফোন সিমের ব্যালেন্স চেক করার নিয়ম নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা জিপি সিমের ব্যালেন্স চেক সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে গ্রামীণফোন অপারেটর সম্পর্কে সকল আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।