ফেসবুক আইডি মৃত্যুর পরে অটোমেটিক ডিলিট করার উপায়

আচ্ছা আমরা কখনো কি ভেবে দেখেছি যে আমাদের মৃত্যুর পর আমাদের রেখে যাওয়া ফেসবুক আইডির কি হবে? সাধারণত কোন ব্যক্তি চাইবেনা মৃত্যুর পর তার ফেসবুক আইডিতে খারাপ কোনো ভিডিও, কনটেন্ট বা ছবি থাকলে সেটা অন্য কেউ দেখুক। আপনি চাইলে মৃত্যুর পরে আপনার ফেসবুক আইডি ডিলিট করার ব্যবস্থা করতে পারেন। 


যদি আপনি মৃত্যুর পরে আপনার ফেসবুক আইডি ডিলিট করার ইচ্ছা প্রকাশ করেন তাহলে এই আর্টিকেল আপনার জন্য। কেননা এই আর্টিকেলে আমি "ফেসবুক একাউন্ট মৃত্যুর পরে অটোমেটিক ডিলিট করার উপায়, সুবিধা ও বিস্তারিত তথ্য" জানাবো। আপনার মৃত্যুর পরে ফেসবুক আইডি ডিলিট করা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবেনা- 

মৃত্যুর পর ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম

মৃত্যুর পরে ফেসবুক আইডি কেন ডিলিট করবেন? 

বর্তমানে ফেসবুক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ায় অধিকাংশ মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। কিন্তু এই ফেসবুকে ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও রয়েছে। অনেকে ফেসবুকে নিজের আইডিতে খারাপ পোস্ট পাবলিশ করে থাকেন। একজন ধর্মপ্রাণ ব্যক্তি কখনোই চাইবেনা মৃত্যুর পর তার রেখে যাওয়া ফেসবুক আইডিতে খারাপ কনটেন্ট থাকুক। 


কারণ মৃত্যুর পূর্বে রেখে যাওয়া যেসব জিনিস থেকে গুনাহ হয় সেগুলোকে বলা হয় গোনাহ জারিয়া, এই গুনাহের মধ্যে একটি হচ্ছে মৃত্যুর পূর্বে ফেসবুক আইডিতে খারাপ কনটেন্ট রেখে যাওয়া। সাধারণত বেঁচে থাকতেই গুনাহের কাজ করা উচিত নয়। তাছাড়া এমন কোন পাপ কাজে রেখে যাওয়া যাবেনা যার কারণে মৃত্যুর পরেও গুনাহের পাল্লা ভারী হয়। তাই মৃত্যুর পর আপনার ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার ব্যবস্থা করে যেতে হবে।


ফেসবুক আইডি মৃত্যুর পরে অটোমেটিক ডিলিট করার নিয়মঃ 

অবাক হলেও এটাই সত্য যে এখন ফেসবুকে এমন সিস্টেম নিয়ে এসেছে যেটা চালু করলে আপনার মৃত্যুর পর অটোমেটিক আপনার ফেসবুক আইডি ডিলিট হবে। যদি এই কাজটি করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


মারা যাওয়ার পর নিজের ফেসবুক আইডি ডিলিট করার সিস্টেম চালু করতে প্রথমে ফেসবুক মেইন অ্যাপ দিয়ে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করুন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো ফেসবুকের মেনু আইকনে ক্লিক করুন-


মৃত্যুর পর ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মত Settings & privacy অপশন থেকে Settings অপশনে প্রবেশ করবেন-


মৃত্যুর পর ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার নিয়ম


এবার Personal Details অপশনে প্রবেশ করবেন- 


মৃত্যুর পর ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Personal Details নামে একটি অপশন দেখতে পারবেন। এই Personal Details পেজে প্রবেশ করতে হবে- 


মৃত্যুর পর ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার নিয়ম


Personal Details পেজে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট দেখানো Account ownership and control অপশনে প্রবেশ করতে হবে- 


মৃত্যুর পর ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো দুইটি অপশন দেখতে পারবেন। আপনারা Deactivation or deletion অপশনে প্রবেশ করবেন- 


মৃত্যুর পর ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার নিয়ম


এবার নিচের স্ক্রিনশটের মতো আপনার ফেসবুক আইডির প্রোফাইল দেখতে পারবেন। এখানে দেখানো ফেসবুক প্রোফাইল সিলেক্ট করবেন- 


মৃত্যুর পর ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো দুইটি অপশন দেখে পারবেন। এখানে অপশন দুইটির কাজ হচ্ছে- 


  • Memorialize account - এটি চালু করলে আপনার মৃত্যুর পর আপনার নির্ধারণ করা ফ্রেন্ড আপনার ফেসবুক আইডি মেমোরাইজ করে দিতে পারবে। এতে কেউ যদি আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে তাহলে জানতে পারবে আপনি মারা গিয়েছেন। 

  • Delete after death - এটি চালু করলে আপনার মৃত্যুর পর অটোমেটিক আপনার ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে। 


যেহেতু আমরা মৃত্যুর পর নিজের ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করতে চাচ্ছি তাই নিচের স্ক্রিনশট দেখানো Delete after death অপশন সিলেক্ট করে Next অপশনে ক্লিক করতে হবে- 


মৃত্যুর পর ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার নিয়ম


অতঃপর নিচের Save অপশনে ক্লিক করলেই মৃত্যুর পরে ফেসবুক আইডি ডিলিট হওয়ার কার্যক্রম চালু হবে। অর্থাৎ এখন যদি আপনি মারা যান তাহলে আপনার ফেসবুক আইডিও ডিলিট হয়ে যাবে-


মৃত্যুর পর ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট করার নিয়ম


এই ছিলো মৃত্যুর পর নিজের ফেসবুক আইডি ডিলিট করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতির অনুযায়ী খুব সহজেই আপনার ফেসবুক আইডিতে মৃত্যুর পর ডিলিট করার কার্যক্রম চালু করতে পারবেন। এতে যখন আপনি মারা যাবেন তখন আপনার ফেসবুক আইডিও অটোমেটিক ডিলিট হয়ে যাবে। 


ফেসবুক কিভাবে বুঝবে আপনি মারা গিয়েছেন? 

এখন কথা হচ্ছে ফেসবুক কিভাবে বুঝবে যে আপনি মারা গিয়েছেন কিনা? মূলত আপনার মৃত্যুর পর যদি কেউ ফেসবুক কর্তৃপক্ষকে প্রমাণ সহো বোঝাতে পারে যে আপনি মারা গিয়েছেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুক আইডি ডিলিট করে দিবে। এখানে প্রমাণ বলতে আপনার ডেথ সার্টিফিকেট। এছাড়াও ফেসবুক এলগরিদম সব সময় সকলের এক্টিভিটি চেক করে থাকে। 


ফেসবুক রোবট যদি দেখে আপনি দীর্ঘদিন ধরে ফেসবুকে একটিভ নেই এতেও আপনার ফেসবুক আইডি ডিলিট করে দিতে পারে। তবে এখানে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। সাধারণত ফেসবুক বলে থাকে যদি কেউ তার ফেসবুক আইডিতে মৃত্যুর পর ডিলিট হওয়ার অপশন চালু করে রাখে তাহলে তার মৃত্যুর পর যদি কেউ ফেসবুকে প্রমাণ দেখায় যে সেই ব্যক্তি মারা গিয়েছে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ মৃত ব্যক্তির ফেসবুক আইডি ডিলিট করবে। 

আরো পড়ুনঃ ফেসবুক আইডি চিরতরে ডিলিট করার নিয়ম

উপসংহারঃ 

আমাদের ফেসবুক আইডিতে এমন কোনো কনটেন্ট রাখা যাবেনা যেটা আমাদের ধর্ম নিষেধ করে। তাহলে মৃত্যুর আগে হোক অথবা পরে আমাদের ফেসবুক একাউন্টের কনটেন্ট এর জন্য পাপী হতে হবে না। আশা করছি আপনারা ইতিমধ্যে নিজের ফেসবুক আইডি মৃত্যুর পরে অটোমেটিক ডিলিট হওয়ার কার্যক্রম চালু করা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। যদি আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url