ডিএক্টিভ ফেসবুক পেজ এক্টিভ করার উপায় (আনপাবলিশ পেজ পাবলিশ)

ফেসবুকে ব্যবসা, বিভিন্ন কনটেন্ট তৈরি করে ফলোয়ার ও আর্নিং করার জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুকে ব্যবসা, বিভিন্ন কনটেন্ট তৈরি করে ফলোয়ার ও আর্নিং করার জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ফেসবুক পেজ। অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ ডিএক্টিভ করে থাকি। পরবর্তীতে ডিএক্টিভ করা ফেসবুক পেজ চালু করতে চাইলে সেই ডিএক্টিভ ফেসবুক পেজ এক্টিভ করতে হয়।  


আপনি যদি ডিএক্টিভ ফেসবুক পেজ এক্টিভ করতে চান তাহলে এই আর্টিকেল আপনার জন্য। কেননা এই আর্টিকেলে ডিএক্টিভ ফেসবুক পেজ এক্টিভ করার নিয়ম দেখানো হবে। আপনারা ডিএক্টিভ ফেসবুক পেজ চালু করার মাধ্যমে আপনাদের ডিএক্টিভ করা ফেসবুক পেজ যেকোন সময় আবার পূর্বের মতো চালাতে পারবেন-  


ডিএক্টিব ফেসবুক পেজ একটিভ করার নিয়ম


ডিএক্টিভ ফেসবুক পেজ কি? ফেসবুক পেজ ডিএক্টিভ থাকলে কি হয়? 

ফেসবুক পেজ হাইড করে রাখাকে ফেসবুক পেজ ডিএক্টিভ বলে। অর্থাৎ মনে করুন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে। আপনি যদি সেই ফেসবুক পেজ ডিএক্টিভ করে রাখেন তাহলে কেউ সেই ফেসবুক পেজ দেখতে পারবে না। আপনার ফেসবুক পেজের ফলোয়ার, ভিউয়ার সহ অন্য যে কেউ আপনার ফেসবুক পেজ সার্চ করেও খুঁজে পাবে না। 


অর্থাৎ আপনার ফেসবুক পেজ সকলের কাছে হাইড হয়ে যাবে। আপনি চাইলে পরবর্তীতে যখন তখন যেকোনো সময় ডিএক্টিভ করা ফেসবুক পেজ আবার একটিভ করতে পারবেন। এতে আপনার ফেসবুক পেজ আবার সকলেই দেখতে পারবে। আপনি আবার পূর্বের মতো আপনার ফেসবুক পেজ চালাতে পারবেন। এটাই হচ্ছে মূলত ফেসবুক পেজ ডিএক্টিভ ও একটিভ। 


ডিএক্টিভ ফেসবুক পেজ চালু করার কারন ও সুবিধাঃ 

আপনার ডিএক্টিভ করা ফেসবুক পেজ যদি আবার চালু করেন তাহলে সেই ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাবেন। সেগুলো হচ্ছে- 


  • পেজের কনটেন্ট ফিরে পাওয়াঃ ফেসবুক পেজ ডিএক্টিভ করলে সেই পেজের কোনো কনটেন্ট খুঁজে পাওয়া যায়না। যখন আপনি সেই পেজ এক্টিভ করবেন তখন পেজের সকল কন্টেন্ট দেখা যাবে। 

  • ফলোয়াদের সাথে যোগাযোগ করাঃ আপনার ফেসবুকে অনেক ফলোয়ার আপনার সাথে মেসেজে কথা বলে থাকে। এছাড়াও মেসেজ ও কমেন্ট রিপ্লাই এর মাধ্যমে আপনিও আপনার ফেসবুক পেজের ফলোয়ারদের সাথে যোগাযোগ করেন। তাই ফলোয়ারদের সাথে ফেসবুকে যোগাযোগ করার জন্য আপনার ফেসবুক পেজ ডিএক্টিভ থাকলে এক্টিভ করতে হবে। 

  • পোস্টে রিচ পাওয়াঃ দীর্ঘদিন পর যখন ফেসবুক পেজ এক্টিভ করবেন তখন নতুন নতুন পোস্ট করলে আগের মত ভিউ, লাইক, কমেন্ট, ফলোয়ার ও রিচ পাবেন না। এই কারণে ফেসবুক পেজ বেশিদিন ডিএক্টিভ না রেখে দ্রুত চালু করা উচিত। এতে আপনার ফেসবুক পেজের ফলোয়ার এবং রিচ ঠিক থাকবে। 

  • ব্র্যান্ড ধরে রাখাঃ আপনি যদি নির্দিষ্ট কোন ব্র্যান্ডকে প্রচার করার জন্য ফেসবুক পেজ করলেন এবং সেই ফেসবুক পেজ দীর্ঘদিন ডিএক্টিভ রাখেন তাহলে আপনার ব্রান্ড হারিয়ে যাবে। ব্র্যান্ড ধরে রাখার জন্য ফেসবুক পেজ চালু করতে হবে। 

  • ফলোয়ার ধরে রাখাঃ ফেসবুক পেজ ডিএক্টিভ করলে সেই ফেসবুক পেজের সকল ফলোয়ার আপনার পেজ দেখতে পারবে না। যারা আপনার ফেসবুক পেজে নিয়মিত ভিজিট করে এবং আপনার কনটেন্ট দেখে উপকৃত হয় তাদের ক্ষতি হবে। এভাবে দীর্ঘদিন যদি আপনি চলমান ফেসবুক পেজ ডিএক্টিভ করে রাখেন তাহলে আপনার পেজের ফলোয়ার কমে যাবে।  

আরো পড়ুনঃ ফেসবুক পেজ ডিএক্টিভ, আনপাবলিশ বা হাইড করার নিয়ম

ডিএক্টিভ ফেসবুক পেজ একটিভ করার নিয়মঃ 

আপনারা খুব সহজেই আপনাদের আনপাবলিশ করা ফেসবুক পেজ পাবলিশ করতে পারবেন। ডিএক্টিভ ফেসবুক পেজ চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে ফেসবুক মেইন অ্যাপ দিয়ে আপনার যে ফেসবুক আইডির আন্ডারে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক আইডিতে প্রবেশ করুন। অতঃপর নিচের স্ক্রিনশট দেখানো ফেসবুকের মেনু আইকনে ক্লিক করুন- 


ডিএক্টিভ ফেসবুক পেজ একটিভ করার নিয়ম


এবার নিচের স্ক্রিনশটের মতো মেনু পেজের Setting & privacy অপশন থেকে Setting অপশনে ক্লিক করবেন- 


ডিএক্টিভ ফেসবুক পেজ একটিভ করার নিয়ম


ফেসবুক আইডির Setting অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো Pages নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা এই Page অপশনে প্রবেশ করবেন-


ডিএক্টিভ ফেসবুক পেজ একটিভ করার নিয়ম


এবার আপনারা Reactivate Your Page নামে একটি অপশন দেখতে পারবেন। মূলত এই অপশনে প্রবেশ করলে ডিএক্টিভ করা সকল ফেসবুক পেজের তালিকা দেখা যায়। ডিএক্টিভ করা ফেসবুক পেজ একটিভ করার জন্য নিচের স্ক্রিনশটে দেখানো View অপশনে ক্লিক করবেন-


ডিএক্টিভ ফেসবুক পেজ একটিভ করার নিয়ম


এবার আপনার ডিএক্টিভ অর্থাৎ আনপাবলিশ করা ফেসবুক পেজ দেখতে পারবেন। Reactivate অপশনে ক্লিক করলেই আপনার ডিএক্টিভ অর্থাৎ হাইড করা ফেসবুক পেজ আবার পাবলিশ হবে- 


ডিএক্টিভ ফেসবুক পেজ একটিভ করার নিয়ম


দেখুন আমার ডিএক্টিভ করা ফেসবুক পেজ এক্টিভ হয়েছে। আপনাদেরও এভাবে হাইড করা ফেসবুক পেজ চালু হবে-


how to active deactivate facebook page


এই ছিলো ফেসবুক ডিএক্টিভ পেজ এক্টিভ করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতিতে খুব সহজেই আপনাদের হাইড করা ফেসবুক পেজ চালু করতে পারবেন। 

আরো পড়ুনঃ ডিলিট করা ফেসবুক পেজ ফিরিয়ে আনার উপায়

উপসংহারঃ 

ফেসবুক পেজের অস্তিত্ব ধরে রাখার জন্য কোনো ফেসবুক পেজ বেশিদিন ডিএক্টিভ করে রাখা উচিত নয়। আশা করছি এখন থেকে আপনারা যেকোনো ডিএক্টিভ করা ফেসবুক পেজ আবার এক্টিভ করতে পারবেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা হাইড করা ফেসবুক পেজ চালু করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম টিপস নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url