বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম (ইন্টারনেট, মিনিট, এসএমএস ফ্রি নিন)

বাংলালিংক সিমে অরেঞ্জ ক্লাবের নিয়ম অনুযায়ী টাকা খরচ ও নির্দিষ্ট প্যাকেজ ক্রয় করলে সেই প্যাকেজ অনুযায়ী কয়েন পাওয়া যায়। সেই কয়েন দিয়ে আমরা ইন্টারনেট, এসএমএস ইত্যাদি ফ্রিতেই নিতে পারি। কিন্তু অনেকেই রয়েছেন যাদের বাংলালিংক সিমে অরেঞ্জ ক্লাবের কয়েন থাকলেও সেই কয়েন ব্যবহার করার নিয়ম জানেনা। 


যদি আপনি বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। কারণ এই পোস্টে আমি দেখাবো কিভাবে বাংলালিংক কয়েন দিয়ে ইন্টারনেট, এসএমএস নেয়া যায়। আপনারা বাংলালিংক কয়েন ব্যবহার করার উপায় জেনে আপনার বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন দিয়ে ফ্রিতেই ইন্টারনেট ও এসএমএস নিতে পারবেন- 


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েনঃ 

বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য অরেঞ্জ ক্লাব কয়েন নামে বিশেষ একটি সুবিধা নিয়ে এসেছে। সাধারণত যখন কোনো গ্রাহক তার বাংলালিংক সিমে নির্দিষ্ট প্যাকেজ ক্রয় করবে তখন সেই প্যাকেজে যত কয়েন উল্লেখ করা থাকবে তত কয়েন তার নাম্বারে জমা হবে। পরবর্তীতে সে চাইলে এই কয়েন দিয়ে এসএমএস, ইন্টারনেট ইত্যাদি ফ্রিতে নিতে পারবেন। বাংলালিংক তাদের গ্রাহকদের জন্য অরেঞ্জ ক্লাব নামে লয়্যালিটি প্রোগ্রাম চালু করেছে। 


যখন কেউ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলালিংক সিমে খরচ করবেন তখন অরেঞ্জ ক্লাবের ব্রোন্জ, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম ও সিগনেচার লেভেল নিতে পারবেন। এছাড়াও যখন কেউ বাংলালিংক সিমে বিভিন্ন প্যাকেজ ক্রয় করবে তখন অরেঞ্জ ক্লাবের সদস্য হওয়ার পাশাপাশি অনেক কয়েন পাবে যেগুলো দিয়ে ফ্রিতেই মিনিট, ইন্টারনেট, এসএমএস ইত্যাদি নেয়া যায়। 


আরো পড়ুনঃ বাংলালিংক অরেঞ্জ ক্লাব কি? সুবিধা ও বিস্তারিত তথ্য


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়মঃ‌

বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করে ইন্টারনেট, এসএমএস ইত্যাদি নিতে পারবেন। সাধারণত দুইটি পদ্ধতিতে বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করা যায়। পদ্ধতি দুইটি হচ্ছে- 


  • মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে 

  • কোড ডায়াল করে 


আপনারা মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে অথবা কোড ডায়াল করে খুব সহজেই আপনাদের বাংলালিংক নাম্বারে থাকা অরেঞ্জ ক্লাবের কয়েন ব্যবহার করতে পারবেন। নিম্নে দুইটি পদ্ধতিতেই বাংলালিংক কয়েন ব্যবহার করার উপায় দেখানো হলো- 


মাই বাংলালিংক অ্যাপ দিয়ে অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার উপায়ঃ

আপনার মোবাইলে যদি My Banglalink অ্যাপ থাকে তাহলে খুব সহজেই বাংলালিংক কয়েন ব্যবহার করতে পারবেন। মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের কয়েন ব্যবহার করে ইন্টারনেট, এসএমএস ইত্যাদি নিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে আপনি যে বাংলালিংক নাম্বারে কয়েন ব্যবহার করতে চাচ্ছেন সেই বাংলালিংক নাম্বার মাই বাংলালিংক অ্যাপে লগইন করে নিবেন। অতঃপর My Banglalink অ্যাপে প্রবেশ করে নিচের স্ক্রিনশট দেখানো মেনু আইকনে ক্লিক করবেন- 


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আপনার বাংলালিংক নাম্বারে থাকা সকল কয়েন দেখতে পারবেন। এই কয়েন ব্যবহার করার জন্য কয়েনের উপর ক্লিক করুন-


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Use Coins নামে একটি অপশন দেখতে পারবেন। বাংলালিংক অরেঞ্জ ক্লাবের কয়েন ব্যবহার করে ফ্রিতেই ইন্টারনেট, এসএমএস নিতে এই Use Coins অপশনে প্রবেশ করতে হবে- 


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


এবার নিচের স্ক্রিনশটের মতো বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন দিয়ে কি কি প্যাকেজ নিতে পারবেন সেই সব প্যাকেজের লিস্ট এবং প্যাকেজগুলো নিতে কি পরিমাণ খরচ হবে সেটা দেখতে পারবেন। আপনার পর্যাপ্ত পরিমাণে কয়েন থাকলে এখানে থাকা যেকোনো ইন্টারনেট অথবা sms প্যাকেজ নিতে পারবেন। যেহেতু আমি ২০০ এসএমএস নেবো তাই ২০০ এসএমএস লেখার উপরে ক্লিক করলাম- 


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


এবার নিচের স্ক্রিনশটের মতো Confirm অপশনে ক্লিক করলেই আপনার বাংলালিংক অরেঞ্জ ক্লাবের কয়েন দিয়ে নির্দিষ্ট প্যাকেজ ফ্রিতে চালু হবে- 


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো একটি কনফার্মেশন এসএমএস পাবেন যেখানে বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন দিয়ে নেয়া প্যাকেজের বিস্তারিত বর্ণনা থাকবে। এরকম কনফার্মেশন এসএমএস দেখলেই বুঝতে পারবেন আপনি সঠিকভাবে বাংলালিংক কয়েন ব্যবহার করতে পেরেছেন- 


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


এই ছিলো মাই বাংলালিংকে অ্যাপ দিয়ে অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই My Banglalink অ্যাপের মাধ্যমে বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন দিয়ে ফ্রিতেই ইন্টারনেট, এসএমএস ইত্যাদি প্যাকেজ নিতে পারবেন। এবার আপনারা কোড ডায়াল করে অরেঞ্জ ক্লাব করেন ব্যবহার করার উপায় দেখুন- 


বাংলালিংক কয়েন দিয়ে ইন্টারনেট এসএমএস নেয়ার কোডঃ 

কোড ডায়াল করে সহজেই বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করা যায়। যাদের মোবাইলে মাই বাংলালিংক অ্যাপ নেই অথবা বাটন মোবাইল ব্যবহার করেন তারা চাইলে কোড ডায়াল করে সহজেই বাংলালিংক কয়েন ব্যবহার করতে পারবেন। কোড ডায়াল করে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের কয়েন ব্যবহার করতে ধাপগুলো অনুসরণ করুন- 


বাংলালিংক অরেঞ্জ ক্লাবের কয়েন ব্যবহার করার কোড‌ হচ্ছে *121*6# আপনারা *121*6# কোড ডায়াল করার মাধ্যমে বাংলালিংক কয়েন কয়েন দিয়ে ফ্রিতেই ইন্টারনেট এসএমএস নিতে পারবেন। কোড ডায়াল করে বাংলালিংক কয়েন ব্যবহার করতে নিচের স্ক্রিনশটের মতো আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *121*6# কোড লিখে ডায়াল করবেন-


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Gifts for you নামে একটি অপশন দেখতে পারবেন। বাংলালিংক অরেঞ্জ ক্লাবের কয়েন ব্যবহার করার জন্য এই অপশনে প্রবেশ করতে হবে। Gifts for you অপশন 2 নাম্বারে থাকায় 2 লিখে সেন্ড করুন-


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো বাংলালিংক কয়েন দিয়ে নেয়া অফারগুলো দেখতে পারবেন। আপনি যদি ইন্টারনেট নিতে চান তাহলে ইন্টারনেট অফারে প্রবেশ করবেন। আর যদি এসএমএস নিতে চান তাহলে এসএমএস অফারে প্রবেশ করবেন। যেহেতু আমি বাংলালিংক কয়েন দিয়ে এসএমএস নিব তাই SMS Offers অপশনে প্রবেশ করব- 


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো বাংলালিংক কয়েন দিয়ে নেওয়া এসএমএস প্যাকেজ ও সেই প্যাকেজ নিতে কত পয়েন্ট খরচ হবে সেটি দেখতে পারবেন। এসএমএস প্যাকেজটি নেওয়ার জন্য 1 লিখে Send অপশনে ক্লিক করবেন- 


বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম


এই ছিলো কোড ডায়াল করে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের কয়েন ব্যবহার করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী *121*6# কোড ডায়াল করার মাধ্যমে খুব সহজেই banglalink কয়েন দিয়ে ফ্রিতেই ইন্টারনেট, এসএমএস ইত্যাদি প্যাকেজ নিতে পারবেন। 


আরো দেখুনঃ বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন চেক করার নিয়ম


পরিশেষে বলতে চাচ্ছিঃ

বাংলালিংক অরেঞ্জ ক্লাব কয়েন ব্যবহার করার নিয়ম নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বাংলালিংক কয়েন দিয়ে ইন্টারনেট, মিনিট, এসএমএস নেয়ার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url