এক নজরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সব দলের স্কোয়াড দেখুন

আন্তর্জাতিক ক্রিকেটের যতগুলো টুর্নামেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপের আলাদা মূল্যায়ন ও সম্মাননা থাকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে। এই টুর্নামেন্টে জয়ী হওয়ার জন্য ইতিমধ্যে সব দল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। 


এই পোস্টে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সব দলের স্কোয়াড দেয়া হবে। আপনারা ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করা সকল দলের খেলোয়াড়, অধিনায়ক, ব্যাটসম্যান, বলার, অলরাউন্ডার, কোচ ও একাদশ তালিকা বিস্তারিত তথ্য সহো জানতে পারবেন- 


ওয়ানডে বিশ্বকাপের সব দলের স্কোয়াড


২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলোর তালিকাঃ 

সারা বিশ্বের আন্তর্জাতিক ক্রিকেট খেলা সেরা দলগুলোকে নিয়ে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করা হয়। এবারের ওয়ানডে বিশ্বকাপে সেরা দশটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে- 


  • বাংলাদেশ 

  • ভারত 

  • পাকিস্তান 

  • আফগানিস্তান 

  • অস্ট্রেলিয়া 

  • দক্ষিণ আফ্রিকা 

  • ইংল্যান্ড 

  • নিউজিল্যান্ড

  • নেদারল্যান্ডস

  • শ্রীলংকা 


উপরে উল্লেখিত ১০ টি দল এবারের ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলবে। তাহলে এবার এক নজরে উক্ত ১০ টি দলের স্কোয়াড জেনে নেয়া যাক- 


২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশের খেলোয়াড় তালিকাঃ 

এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে রয়েছে ৭ জন ব্যাটার, ২ জন স্পিনার এবং ৪ জন পেসার। বহু আলোচনা এবং তর্ক বিতর্কের পর বিশ্বকাপের দলে রয়েছে মাহমুদুল্লাহ। তবে বাংলাদেশের দেশ সেরা ওপেনার বিশ্বকাপের দলে নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে মনোমালিন্যের কারণে তিনি ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে বিশ্বকাপের দলে অধিনায়ক থাকবেন সাকিব আল হাসান। 


তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন। এছাড়াও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম দলে রয়েছে। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস, মুস্তাফিজুর রহমান ছাড়াও ওয়ানডে বিশ্বকাপ দলে বাকি যে ৮ জন প্লেয়ার রয়েছে সবগুলো তরুণ এবং অনভিজ্ঞ প্লেয়ার। সকলের জন্য এটাই প্রথম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হবে। 


ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডঃ 

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পাওয়া ১৫ জন খেলোয়াড় হচ্ছে- 


  • সাকিব আল হাসান (অধিনায়ক), 

  • মুশফিকুর রহিম, 

  • লিটন দাস, 

  • নাজমুল হোসেন (সহ অধিনায়ক), 

  • তাওহিদ হৃদয়, 

  • মেহেদী হাসান মিরাজ, 

  • তাসকিন আহমেদ, 

  • মোস্তাফিজুর রহমান, 

  • হাসান মাহমুদ, 

  • শরীফুল ইসলাম, 

  • নাসুম আহমেদ, 

  • মেহেদী হাসান, 

  • তানজিদ হাসান, 

  • তানজিম হাসান,

  • মাহমুদউল্লাহ, 


উক্ত ১৫ জন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবে। তবে এখান থেকে ১১ জন খেলোয়াড় মূল দলে খেলবে। 


২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের প্লেয়ার তালিকাঃ 

রহিত শর্মাকে অধিনায়ক করে ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। তবে ভারতের দেয়া প্রথম স্কোয়াডে ছিলেন অক্ষর প্যাটেল। পরবর্তীতে অক্ষর প্যাটেলের ইনজুরি হওয়ায় তার জায়গায় ডানহাতি অফ স্প্রিনার রবিচন্দ্র আশ্বিন সুযোগ পেয়েছে। এছাড়াও ওয়ানডে বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক থাকবে হার্ডিক পান্ডিয়া। ওপেনিং ব্যাট করবেন রোহিত শর্মা এবং সুভমন গিল। 


তিন নাম্বারে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। মিডিল ওর্ডারে শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ ওয়ানডে বিশ্বকাপে ভারত দলকে সামলাবেন। অলরাউন্ডার হিসেবে ভারতের দলে থাকবে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, সার্দুল ঠাকুর এই তিনজন। আশ্বিন এবং কুলদীপ ভারতের মূল স্পিনার হিসেবে খেলবেন। এছাড়াও শামি, বুমরাহ এবং সিরাজ থাকবে ভারতের ওয়ানডে বিশ্বকাপ দলের মুল পেস বোলার। 


ওয়ানডে বিশ্বকাপে ভারতের স্কোয়াডঃ 

ওয়ানডে বিশ্বকাপে ভারত  দলে জায়গা পাওয়া ১৫ জন খেলোয়াড় হচ্ছে- 


রোহিত শর্মা (অধিনায়ক) 

শুভমান গিল, 

বিরাট কোহলি, 

শ্রেয়াস আয়ার, 

লোকেশ রাহুল, 

সূর্যকুমার যাদব, 

ঈশান কিষাণ, 

হার্দিক পান্ডিয়া, (সহ অধিনায়ক)

শার্দুল ঠাকুর, 

রবীন্দ্র জাদেজা, 

রবিচন্দ্রন অশ্বিন, 

কুলদীপ যাদব, 

মোহাম্মদ শামি, 

যশপ্রীত বুমরাহ, 

মোহাম্মদ সিরাজ,


উক্ত ১৫ জন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে ভারত দলের হয়ে খেলতে পারবে। তবে এখান থেকে ১১ জন খেলোয়াড় মূল দলে খেলবে। 


ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের  খেলোয়ার তালিকাঃ 

ইতিমধ্যে পিসিবি-র প্রধান নির্বাচক ইনজামাম উল হক পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এই বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়ক থাকবেন বাবর আজম এবং সহ অধিনায়ক থাকবেন সাদাব খান। 


তবে ইনজুরির কারণে পাকিস্তান দলের মূল বলার নাসিম শাহ দলে জায়গা পায়নি। তার জায়গায় খেলবে হাসান আলী। এছাড়াও পাকিস্তানের মূল স্কোয়াডের সাথে আবরার আহমেদ, জামান খান, মহম্মদ হ্যারিস ভ্রমণ করবেন এবং রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভারতে আসবেন।


২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াডঃ 

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান  দলে জায়গা পাওয়া ১৫ জন খেলোয়াড় হচ্ছে- 


বাবর আজম (অধিনায়ক), 

শাদাব খান (সহ-অধিনায়ক), 

ফখর জামান, 

ইমাম উল হক, 

আবদুল্লাহ শফিক, 

মুহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), 

ইফতিখার আহমেদ, 

সলমান আলি আঘা, 

সাউদ শাকিল, 

মুহাম্মদ নওয়াজ, 

শাহিন আফ্রিদি, 

হ্যারিস রউফ, 

হাসান আলি, 

উসামা মীর, 

মুহাম্মদ ওয়াসিম জুনিয়র। 


উক্ত ১৫ জন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলের হয়ে খেলতে পারবে। তবে এখান থেকে ১১ জন খেলোয়াড় মূল দলে খেলবে। 


২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের প্লেয়ার লিস্টঃ 

ইতিমধ্যে আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবারের বিশ্বকাপে আফগানিস্তান দলে রয়েছে ৪ জন ব্যাটার, ৫ জন বলার, ৪ জন অলরাউন্ডার এবং ২ জন উইকেট রক্ষক। তবে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক থাকবে হাশমতুল্লাহ শহিদি। 


এশিয়া কাপে ভালো খেলা অলরাউন্ডার গুলবদিন নাইবের দলে জায়গা হয়নি। ডানহাতি পেসার নাভিন উল হক দুই বছর আগে শেষ ওয়ানডে খেলে এখন আবার ওয়ানডে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছে। আফগানিস্তান দলের মূল তারকা রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, রহমানুল্লাহ গুরবাজসহ সকলেই আফগানিস্তানের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ দলে রয়েছে। 


ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের স্কোয়াডঃ 

ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান  দলে জায়গা পাওয়া ১৫ জন খেলোয়াড় হচ্ছে- 


হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), 

রহমানুল্লাহ গুরবাজ, 

ইব্রাহিম জাদরান, 

রিয়াজ হাসান, 

রহমত শাহ, 

নাজিবুল্লাহ জাদরান, (সহ অধিনায়ক)

মোহাম্মদ নবি, 

ইকরাম আলিখিল, 

আজমতুল্লাহ ওমরজাই, 

রশিদ খান, 

মুজিব উর রহমান, 

নুর আহমেদ, 

ফজলহক ফারুকি, 

আব্দুল রহমান, 

নাভিন উল হক।


উক্ত ১৫ জন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান দলের হয়ে খেলতে পারবে। তবে এখান থেকে ১১ জন খেলোয়াড় মূল দলে খেলবে। 


ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার খেলোয়াড় তালিকাঃ

প্যাট কামিন্সকে অধিনায়ক করে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই দলে অভিজ্ঞ প্লেয়ার দিয়ে ভরপুর। এছাড়াও অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ দলে তারকা খেলোয়াড় রয়েছে। কেননা অস্ট্রেলিয়া দলে মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট এবং অ্যাস্টন এগরের মতো তারকা খেলোয়াড় এবং অলরাউন্ডার রয়েছেন। তবে অস্ট্রেলিয়ার টেস্ট দলের তারকা মার্নাস ল্যাবুশানকে অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ দলে রাখা হয়নি। 


ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস ও ক্যামেরন গ্রিনরা ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের হয়ে ভালো ব্যাটিং করতে সাহায্য করবে। প্যাট কামিন্সকে, মিচেল স্টার্ক ও জোশ হেজেলউড শুরুতে বল করবেন। এছাড়াও শন অ্যাবটও ব্যাক আপ পেসার হিসাবে অস্ট্রেলিয়া দলে রয়েছেন। তবে স্পিনের দায়িত্ব থাকবে অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন এগরের উপরে। তাই বলা যায় খুবই ব্যালেন্স দল নিয়ে অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ খেলবে। 


ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ 

ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে জায়গা পাওয়া ১৫ জন খেলোয়াড় হচ্ছে- 


প্যাট কামিন্স (অধিনায়ক), 

ডেভিড ওয়ার্নার, 

মিচেল মার্শ, 

ট্রাভিস হেড, 

স্টিভেন স্মিথ, (সহ অধিনায়ক)

মার্কাস স্টয়নিস, 

ক্যামেরন গ্রিন, 

অ্যালেক্স ক্যারি, 

জন ইংলিস, 

গ্লেন ম্যাক্সওয়েল, 

অ্যাশটন অ্যাগার, 

অ্যাডাম জ্যাম্পা, 

জশ হ্যাজেলউড, 

মিচেল স্টার্ক 

শন অ্যাবট। 


উক্ত ১৫ জন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলতে পারবে। তবে এখান থেকে ১১ জন খেলোয়াড় মূল দলে খেলবে। 


২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার প্লেয়ার লিস্টঃ

টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তাদের স্কোয়াডে চমক হচ্ছে জেরাল্ড কোয়েটজি। কারণ এই ডানহাতি পেশার মাত্র ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে দুইটি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলেই দলে জায়গা পেয়েছে। সে এই বছরের ফ্রেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট প্রথম খেলে। 


এছাড়াও ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপ অনেক শক্তিশালী। পেস আক্রমণে লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদার মতো অভিজ্ঞ বলা রয়েছে। সেই সাথে ভারতের স্পিন সহায়ক পিচে কেশব মহারাজ ও তাবরেজ শামসির স্পিন জুটি দক্ষিণ আফ্রিকা দলকে বিশ্বকাপে ভালো ফলাফল দিতে পারে। 


ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ 

ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে জায়গা পাওয়া ১৫ জন খেলোয়াড় হচ্ছে- 


টেম্বা বাভুমা (অধিনায়ক), 

জেরাল্ড কোয়েটজি, 

কুইন্টন ডি কক, 

রেজা হেনড্রিকস, 

মার্কো ইয়ানসেন, 

হেইনরিখ ক্লাসেন, 

আন্দিল ফেলুকওয়ায়ো, 

কেশব মহারাজ, 

এইডেন মার্করাম, (সহ অধিনায়ক) 

লুঙ্গি এনগিদি, 

ডেভিড মিলার, 

লিজাড উইলিয়ামস, 

কাগিসো রাবাদা, 

তাবরাইজ শামসি, 

রাসি ফন ডার ডুসেন। 


উক্ত ১৫ জন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেলতে পারবে। তবে এখান থেকে ১১ জন খেলোয়াড় মূল দলে খেলবে। 


২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ডের প্লেয়ার কারা? 

ইতিমধ্যে ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবারের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়ক থাকবেন জস বাটলার। তবে জেসন রয়কে ইংল্যান্ড স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু ইংল্যান্ডের ওয়ানডে জাতীয় টিমে বেন স্টোক্সকে আবার ফিরিয়ে আনা হয়েছে। 


বেন স্টোকস ইংল্যান্ডের ওয়ানডে জাতীয় দল থেকে অবসর নিলে এখন তার গুরুত্বের কথা বুঝে ইংল্যান্ডের নির্বাচকরা তাকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য অবসর ভেঙে জাতীয় দলে খেলার সুযোগ দিয়েছে। জেসন রয়ের দলে জায়গা না হলেও হ্যারি ব্রুককে ইংল্যান্ড ওডিআই বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে। 


ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াডঃ 

ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড দলে জায়গা পাওয়া ১৫ জন খেলোয়াড় হচ্ছে- 


জস বাটলার (অধিনায়ক), 

মঈন আলী, 

গাস অ্যাটকিনসন, 

জনি বেয়ারস্টো, 

স্যাম কারান, 

লিয়াম লিভিংস্টোন, 

ডাভিড মালান, 

আদিল রশিদ, 

জো রুট, 

হ্যারি ব্রুক, 

বেন স্টোকস, (সহ অধিনায়ক)

রিস টপলি, 

ডেভিড উইলি, 

মার্ক উড, 

ক্রিস ওকস। 


উক্ত ১৫ জন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে খেলতে পারবে। তবে এখান থেকে ১১ জন খেলোয়াড় মূল দলে খেলবে। 


২০২৩ ওয়ানডে বিশ্বকাপের নিউজিল্যান্ডের প্লেয়ার লিস্টঃ 

কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস অতীতে টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও এই প্রথম বার তারা ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন। এছাড়াও এই প্রথম বার ওডিআই বিশ্বকাপ স্কোয়াডে তরুণ অলরাউন্ডার রচিন রবীন্দ্র এবং উইল ইয়ংও সুযোগ পেয়েছেন। 


তবে নতুন প্লেয়ারদের সাথে অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও টম ল্যাথামরা ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে রয়েছে। এছাড়াও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা লকি ফার্গুসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার ও ইশ সোধিও রয়েছেন নিউজিল্যান্ড স্কোয়াডে। এই ওয়ানডে বিশ্বকাপে টম লাথামকে নিউজিল্যান্ড দলের সহ অধিনায়ক করা হয়েছে। 


ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াডঃ 

ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে জায়গা পাওয়া ১৫ জন প্লেয়ার হচ্ছে- 


কেন উইলিয়ামসন (অধিনায়ক), 

টম ল্যাথাম (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), 

মার্ক চাপম্যান, 

ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), 

ড্যারিল মিচেল, 

জিমি নীশম, 

গ্লেন ফিলিপস, 

রচিন রবীন্দ্র, 

উইল ইয়ং, 

ঈশ সোধি, 

মিচেল স্যান্টনার, 

লকি ফার্গুসন, 

ট্রেন্ট বোল্ট, 

ম্যাট হেনরী, 

টিম সাউদী। 


উক্ত ১৫ জন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের হয়ে খেলতে পারবে। তবে এখান থেকে ১১ জন খেলোয়াড় মূল দলে খেলবে। 


২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার খেলোয়াড় তালিকাঃ 

ইতিমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবারের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অধিনায়ক থাকবেন দাসুন শানাকা এবং সহ অধিনায়ক থাকবেন কুসল মেন্ডিস। 


তবে শ্রীলঙ্কা দলের জন্য সবথেকে বড় ধাক্কা হলো ওয়ানিন্দু হাসারাঙ্গা দলে না থাকা। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচগুলোতে তিনি শ্রীলংকা দলের সেরা প্লেয়ার ছিলেন। এছাড়াও হাসারাঙ্গা শ্রীলংকা প্রিমিয়ার লিগের সর্বাধিক রান সংগ্রাহক এবং ২৯ উইকেটও নিয়েছিলেন। ইনজুরির কারণে তাকে ওয়ানডে বিশ্বকাপের শ্রীলংকা দলে রাখা সম্ভব হয়নি। 


ওয়ানডে বিশ্বকাপের শ্রীলঙ্কার স্কোয়াডঃ 

ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে জায়গা পাওয়া ১৫ জন প্লেয়ার হচ্ছে- 


দাসুন শানাকা (অধিনায়ক), 

কুসল মেন্ডিস, (সহ অধিনায়ক)

কুসল পেরেরা, 

পাথুম নিসাঙ্কা, 

দিমুথ করুনারত্নে, 

সাদিরা সামারাবিক্রমা, 

চারিথ আসালাঙ্কা, 

ধনাঞ্জয়া ডি সিলভা, 

দুশান হেমান্থা, 

দুনিথ ওয়েলালাগে, 

মাহিশ থিকশানা, 

কাসুন রাজিথা, 

মাথিশা পাথিরানা, 

লাহিরু কুমারা, 

দিলশান মাদুশাঙ্কা। 


উক্ত ১৫ জন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকা দলের হয়ে খেলতে পারবে। তবে এখান থেকে ১১ জন খেলোয়াড় মূল দলে খেলবে। 


২০২৩ ওয়ানডে বিশ্বকাপের নেদারল্যান্ডের খেলোয়াড় লিস্টঃ 

স্কট এডওয়ার্ডকে অধিনায়ক করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে বিশ্বকাপ বাছাইপর্বে পেছনে ফেলে ওয়ানডে বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নেদারল্যান্ড চমক দেখায়। 


স্কট এডওয়ার্ডের নেতৃত্বে নেদারল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ দলে ওপেনার ম্যাক্স ও'ডাউড রয়েছেন। এই আগ্রাসী ব্যাটারের উপর ওয়ানডে বিশ্বকাপে দলের অনেক আস্থা রয়েছে। নেদারল্যান্ডের ৬ অক্টোবর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে। 


ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের স্কোয়াডঃ 

ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডস দলে জায়গা পাওয়া ১৫ জন প্লেয়ার হচ্ছে- 


  • স্কট এডওয়ার্ড (অধিনায়ক), 

  • ম্যাক্স ও'ডাউড, 

  • বাস ডি লিড, 

  • বিক্রম সিং, 

  • তেজা নিদামানারু, 

  • পল ভ্যান মিক্রিন, 

  • কলিন আকারম্যান, 

  • রোল্ফ ফন ডার মারউই, 

  • লোগান ফন ভিক, 

  • আরিয়ান দত্ত, 

  • রায়ান ক্লেইন, 

  • ওয়েসলি বারারসি, 

  • সাকিব জুলফিকার, 

  • শাহরিজ আহমেদ, 

  • সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেট। 


উক্ত ১৫ জন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ড দলের হয়ে খেলতে পারবে। তবে এখান থেকে ১১ জন খেলোয়াড় মূল দলে খেলবে। 


ওয়ানডে বিশ্বকাপের সব দলের খেলোয়াড় তালিকা FAQ 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক কে? 

ভারত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক। 

ওয়ানডে বিশ্বকাপ কত বছর পর পর হয়? 

ওয়ানডে বিশ্বকাপ চার বছর পর পর হয়।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সকল ম্যাচ ভারতে অনুষ্ঠিত হবে। 

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ফাইনাল ম্যাচ কবে?

নভেম্বর মাসের ১৯ তারিখ ২০২৩ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে। 


উপসংহারঃ 

আপনারা ইতিমধ্যে এই পোস্ট থেকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সব দলের স্কোয়াড জানতে পেরেছেন। ওয়ানডে বিশ্বকাপের সকল খেলোয়াড়দের নাম ও বিস্তারিত তথ্য এখানে দেয়া হয়েছে। এরপরেও যদি ওয়ানডে বিশ্বকাপের কোনো দলের স্কোয়াড সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে অথবা যোগাযোগ করে জানাতে পারেন। এরকম খেলাধুলার তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও গুগল নিউজে ফলো করে পাশে থাকুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url