ফেসবুকের ১৮+ অশ্লীল, এডাল্ট, খারাপ ভিডিও ও ছবি বন্ধ করার উপায়
আমাদের প্রায় সকলের ফেসবুক একাউন্ট রয়েছে এবং আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। আমরা না চাইলেও অনেক সময় ফেসবুকে হুট করে অশ্লীল, খারাপ ভিডিও ও ফটো সামনে চলে আসে। আমরা তখন ফেসবুকের এই নোংরা অ্যাডাল্ট ভিডিও ও ফটো আসা বন্ধ করতে চাই। কিন্তু অনেকেই রয়েছেন যারা ফেসবুকের ১৮+ অশ্লীল, নোংরা, খারাপ, এডাল্ট ভিডিও ও ছবি বন্ধ করার উপায় না জানার কারণে বন্ধ করতে পারেনা।
যদি আপনি ফেসবুকের অশ্লীল, নোংরা, এডাল্ট, খারাপ ভিডিও ও ছবি বন্ধ করার নিয়ম জানতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য। কারণ এই পোস্টে কিভাবে ফেসবুকের ১৮+ অশ্লীল ভিডিও ছবি বন্ধ করতে হয় তার নিয়ম রয়েছে। আপনারা এই পোস্ট থেকে আপনার ফেসবুকের নিউজ ফিডে আসা খারাপ ভিডিও এবং ছবি বন্ধ করতে পারবেন-
ফেসবুকে হুট করে অশ্লীল ভিডিও ও ছবি আসাঃ
জনপ্রিয় এবং বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। প্রায় সকল বয়সের এবং সকল পেশার মানুষের ফেসবুক একাউন্ট রয়েছে এবং তারা নিয়মিত ফেসবুক ব্যবহার করে। কিন্তু এই ফেসবুকে ভালো দিকের পাশাপাশি খারাপ দিক রয়েছে। এখানে আপনি যেমন অনেক তথ্য পেয়ে উপকৃত হবেন ঠিক তেমনি খারাপ কনটেন্ট থাকায় আপনার ক্ষতি হবে।
একজন সাধারন ফেসবুক ব্যবহারকারী কখনো তার ফেসবুক আইডিতে হুট করে অশ্লীল ভিডিও ও ছবি সামনে আসবে সেটা কখনো চাইবে না। কিন্তু এটি না চাওয়ার পরেও অনেক সময় যে কারো ফেসবুকের নিউজ ফিডে খারাপ, অ্যাডাল্ট, অশ্লীল ১৮+ ভিডিও বা ছবি আসতে পারে। অনেকের আবার ইতিমধ্যে এসেছে। এই কারণে ফেসবুকের অনাকাঙ্ক্ষিত অশ্লীল ভিডিও এবং ছবি থেকে নিরাপদ থাকতে হবে।
যেহেতু আমরা না চাইলেও অনেক সময় ফেসবুকে খারাপ ছবি ও ভিডিও আসতে পারে তাই আমাদেরকে ম্যানুয়ালি এটি বন্ধ করতে হবে। ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুকের নোংরা ভিডিও ও ছবি বন্ধ করার জন্য প্রতিটি ফেসবুক আইডির সেটিং এ অপশন দিয়েছে। আপনি যে ফেসবুক আইডির সেটিং এ অশ্লীল ভিডিও ও ছবি আসার অপশন বন্ধ করবেন সেই ফেসবুক আইডিতে খারাপ ভিডিও ও ছবি আসবে না।
আরো জানুনঃ ফেসবুক ভিডিও হিস্ট্রি ডিলিট করার নিয়ম.
ফেসবুক আইডিতে ১৮+ অশ্লীল, নোংরা, খারাপ, এডাল্ট ভিডিও ও ছবি আসার কারণঃ
যদিও ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুকে অশ্লীল ভিডিও ও ছবি দেয়ার অনুমতি দেয় না তারপরে অনেক সময় ফেসবুকে এডাল্ট ভিডিও দেখতে পাওয়া যায়। কিছু খারাপ ও জঘন্য ব্যক্তি রয়েছে যারা ফেসবুকে অশ্লীল ভিডিও এবং ছবি দিয়ে থেকে। এই অশ্লীল ছবি এবং ভিডিও অনেক সময় আমাদের ফেসবুক আইডির সামনে চলে আসে।
এখন কথা হচ্ছে আমরা না চাইলেও আমাদের ফেসবুক আইডিতে হুট করে খারাপ, অ্যাডাল্ট ভিডিও ও ছবি আসে কেন? এর কারণ হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম এবং আপনার সার্চ হিস্টরি। আপনার যেসব বিষয়ের প্রতি আকর্ষণ রয়েছে ফেসবুক অ্যালগরিদম সেইসব বিষয় আপনার ফেসবুক আইডিতে দেখাবে।
যেমন আপনি যদি ফেসবুকে কলম লিখে সার্চ করেন তাহলে দেখবেন আপনার ফেসবুক নিউজ ফিডে বার বার কলমের ফটো এবং ভিডিও আসবে। কারণ ফেসবুকের রোবট বুঝতে পেরেছে আপনি কলম খুঁজতে চাচ্ছেন। ঠিক তেমনি যদি আপনি ফেসবুকে অশ্লীল ভিডিও কখনো সার্চ করেন অথবা দেখেন তাহলে বারবার আপনার ফেসবুক আইডির সামনে অশ্লীল, খারাপ ভিডিও ও ছবি আসবে।
অর্থাৎ আপনি অনলাইনে যেটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন সেটাই ফেসবুক আইডিতে দেখতে পারবেন। ফেসবুকে অশ্লীল ভিডিও ও ছবি সার্চ না করেও অনেক সময় ফেসবুকের নিউজ ফিডে খারাপ ভিডিও ও ছবি আসতে পারে। তখন আপনি ইগনোর অথবা রিপোর্ট করে যাবেন। এতে পরবর্তীতে খারাপ ভিডিও ও ছবি আপনার সামনে আসবে না।
ফেসবুকের ১৮+ অশ্লীল, নোংরা, এডাল্ট, খারাপ ভিডিও ও ছবি বন্ধ করার নিয়মঃ
ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুকের খারাপ ভিডিও বন্ধ করার অপশন দিয়েছে। তাই আপনারা সহজেই আপনার ফেসবুকের নিউজফিডে আসা অশ্লীল ভিডিও এবং ছবি বন্ধ করতে পারবেন। ফেসবুকের অশ্লীল ভিডিও ও ছবি বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে আপনার যে ফেসবুক আইডিতে অশ্লীল ভিডিও ও ছবি আসা বন্ধ করতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিতে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশটের মতো আপনার ফেসবুক আইডির মেনু বাটনে ক্লিক করে মেনু অপশনে প্রবেশ করুন-
এবার আপনার ফেসবুক আইডির Setting অপশনে প্রবেশ করতে হবে। নিচের স্ক্রিনশটের মতো আপনার ফেসবুক আইডির Setting অপশনে প্রবেশ করবেন-
ফেসবুক আইডির সেটিং অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো News Feed নামে একটি অপশন দেখতে পারবেন আপনাকে এই News Feed অপশনে প্রবেশ করতে হবে-
এবার আপনারা Reduce নামে একটি অপশন দেখতে পারবেন। ফেসবুক নিউজ ফিডে আসা অশ্লীল ভিডিও ছবি বন্ধ করার জন্য এই Reduce অপশনে প্রবেশ করতে হবে-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Sensitive Content নামে একটি অপশন দেখতে পারবেন। এই Sensitive Content অপশনে প্রবেশ করবেন-
অতঃপর আপনারা Sensitive Content পেজে নিজের স্ক্রিনশটের মতো দুইটি অপশন দেখতে পারবেন। এখানে Reduce (default) অপশন আগে থেকেই চালু করা থাকে। আপনি এখানে দেয়া Reduce more অপশন সিলেক্ট করে চালু করবেন-
অতঃপর Reduce more অপশন চালু করলে কি কি হবে সেটি নিচের স্ক্রিনশটের মতো দেখতে পারবেন। এরপর ok অপশনে ক্লিক করলেই Reduce more অপশন চালু হবে এবং আপনার facebook আইডিতে হুট করে অশ্লীল ভিডিও ও ছবি আসবে না-
এই ছিলো ফেসবুকের ১৮+ অশ্লীল, নোংরা, খারাপ, এডাল্ট ভিডিও ও ছবি বন্ধ করার নিয়ম। উপরে ফেসবুকের নিউজ ফিডে আসা অশ্লীল ভিডিও ও ছবি বন্ধ করার পদ্ধতি দেখানো হয়েছে। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী কাজ করলে আপনার ফেসবুক আইডিতে অনাকাঙ্ক্ষিত খারাপ, অশ্লীল, এডাল্ট ভিডিও ও ছবি আসবে না।
আরো দেখুনঃ ফেসবুক ভিডিও ডাউনলোড করার সকল উপায়.
ফেসবুক খারাপ ভিডিও বন্ধ করার উপায় উপসংহারঃ
ফেসবুক ব্যবহার করার সময় হুট করে খারাপ ভিডিও সামনে চলে আসবে এটা কখনোই কেউ চায়না। তবে এরকমটা যেহেতু হয়ে থাকে তাই আমাদেরকে সতর্ক হয়ে উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী কাজ করতে হবে। এতে ফেসবুক ব্যবহার করার সময় খারাপ ভিডিও ও ছবি সামনে আসবে না। এই পোস্ট আপনার ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের জানাতে পারেন। এছাড়াও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ফেসবুক খারাপ ভিডিও ও ছবি বন্ধ করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন।