জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা পড়ুন (সোনালী ডানার শঙ্খচিল)

বাংলা সাহিত্যের অন্যতম একজন জনপ্রিয় কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি। জীবনানন্দ দাশের কবিতাগুলোর মধ্যে শঙ্খচিল কবিতা অনেক জনপ্রিয়। অনেকেই জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা খুজে থাকেন। যদি আপনি জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা জানতে  চান তাহলে এই পোস্ট আপনার জন্য। 


এই পোস্টে জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা দেয়া হবে। আপনারা জীবনানন্দ দাশের জনপ্রিয় শঙ্খচিল কবিতা এখানে পড়তে পারবেন। এছাড়াও জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। জীবনানন্দ দাশের বিখ্যাত শঙ্খচিল কবিতা জানতে সম্পূর্ণ পোস্ট পড়তে ভুলবেন না-


জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা


জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা জানার আগে জীবনানন্দ দাশ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যাবলী জেনে নিন। নিম্নে শঙ্খচিল কবিতার লেখক জীবনানন্দ দাশের জীবনী সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হলো- 


শঙ্খচিল কবিতার লেখক পরিচিতিঃ 

শঙ্খচিল কবিতার লেখকের নাম জীবনানন্দ দাশ। তিনি শঙ্খচিল কবিতা লিখেছেন। জীবনানন্দ দাশ ১৭ই ফেব্রুয়ারি ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। এছাড়াও বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। জীবনানন্দ দাশ মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে জনপ্রিয়তা পেতে শুরু করেন। ১৯৯৯ খ্রিষ্টাব্দে তার জন্মশতবার্ষিকী পালিত হওয়ার পূর্বেই তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হয়েছিলেন। 


জীবনানন্দ দাশ তার কাব্যে গ্রাম বাংলার রূপকথা ও সৌন্দর্য খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এই কারণে তাকে রূপসী বাংলার কবি বলা হয়। এছাড়াও বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলেছেন। আবার অনেকেই তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল-পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি৷ 


তবে জীবনানন্দ দাশ তার মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৬টি ছোটগল্প রচনা করেছিলেন। কিন্তু এর মধ্যে একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি৷ অনেক দরিদ্রতায় তিনি জীবন অতিবাহিত করেছেন। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লিখেছিলেন ও প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি তার অনেক গল্প এবং উপন্যাস প্রকাশের ব্যবস্থা নেন নি। ১৯৫৪ সালের ১৪ই অক্টোবরে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। অতঃপর ১৯৫৪ সালের ২২শে অক্টোবর কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 


জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতাঃ 

জীবনানন্দ দাশ একজন প্রকৃতিপ্রেমী কবি ছিলেন। তার কাব্যে তিনি গ্রাম বাংলার সৌন্দর্য বর্ণনা করেছেন। এই কারণে তাকে রূপসী বাংলার কবি বলা হয়। তার কবিতাগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি কবিতা হচ্ছে - শঙ্খচিল। নিম্নে জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা সম্পূর্ণ দেয়া হলো- 


সোনালী ডানার শঙ্খচিল 

(জীবনানন্দ দাশ)


মনে পড়ে সেই কলকাতা–সেই তেরোশো তিরিশ–

বস্তির মতো ঘর,

বৌবাজারের মোড়ে দিনমান

ট্রাম করে ঘরঘর।

আমাদের কিছু ছিল না তখন

ছিল শুধু যৌবন,

সাগরের মতো বেগুনি আকাশে

সোনালি চিলের মন।


ছেঁড়া শাড়ি পরে কাটাইতে দিন

বাঁটনা হলুদ মাখা

বিভারানী বোস, তোমার দু হাতে

ছিল দুটো শাদা শাঁখা,

শাদা শাঁখা শুধু তোমার দু হাতে

জুটিত না তেল চুলে,

তবুও আমরা দিতাম আকাশে

বকের পাখনা তুলে। 


জুটিত না কালি কলমে আমার

কাগজে পড়িত টান,

তোমার বইয়ের মার্জিনে, বিভা,

লিখিতাম আমি গান।

পাশের বাড়ির পোড়া কাঠ এনে

দেয়ালে আঁকিতে ছবি।

আমি বলিতাম–’অবন্তী-বিভা’,

তুমি শুধাইতে ‘ঈগল কবি’


চক্ষে তোমার মিঙ্ যুগ ভাসে

কাঙড়ার ছবি ঐ নীল চোখে

আমার হৃদয়ে অনুরাধাপুর

পুরানো ফরাসি গানের বোকে

সেদিন আমার পথে পথে হাঁটা

সেও তম্বুরা মান্ডলিন

তোমার সেদিন ঘর সিঁড়ি ভাঙা

বাংলার পট, পুরোনো চীন। 


পৃথিবীর মুখে তুড়ি দিয়ে দিয়ে

দুইটি হৃদয় সেই

ডাল তেল নুন জোটে না যাদের

জামা-শাড়ি কিছু নেই,

তবুও আকাশ জয়ের বাসনা

দু:খের গুলি সে যেন ঢিল,

আমরা দুজনে বেগুনি আকাশে

সোনালি ডানার শঙ্খচিল—


শরীরের ক্ষুধা মাটির মতন

স্বপ্ন তখন সোনার সিঁড়ি,

মানুষ থাকুক সংসারে পড়ে

আমরা উড়িব পৃথিবী ছিঁড়ি।


সকাল হয়েছে: চাল নাই ঘরে,

সন্ধা হয়েছে: প্রদীপ নাই,

আমার কবিতা কেউ কেনে নাকো?

তোমার ছবিও ঘুঁটের ছাই? 


ছ মাসের ভাড়া পড়ে আছে না কি?

ঘরে নাই তবু চাল কড়ি নুন?

আকাশের নীল পথে পথে তবু

আমার হৃদয় আত্তিলা হূণ

আকাশের নীল পথ থেকে পথে

জানালার পর জানালা খুলে

ভোরের মুনিয়াপাখির মতন

কোথায় যে দিতে পাখনা তুলে।


সংসার আজ শিকার করেছে

সোনালি চিলেরা হল শিকার,

আজ আমি আর কবিতা লিখি না

তুমিও তো ছবি আঁকো না আর।

তবুও শীতের শেষে ফাল্গুনে

মাতাল যখন সোনালি বন

তেরোশো তিরিশ—দারিদ্র্য সেই

ফিরে চাই আজ সে যৌবন। 


ফিরে চাই আমি তোমারে আবার

আমার কবিতা, তোমার ছবি—

শুধাতাম আমি ‘অনুরাধাপুর’—

শুধাইতে তুমি ‘শকুন কবি’।

সেই-যে আকাশ খোঁজার স্বপ্ন

দুখের ছররা—সে যেন ঢিল,

আমরা দুজনে বেগুনি আকাশে

সোনালি ডানার শঙ্খচিল। 


কবিতাঃ সোনালি ডানার শঙ্খচিল। 

কবির নামঃ জীবনানন্দ দাশ। 


এই ছিলো জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা। এখানে জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা সম্পূর্ণ দেয়া হয়েছে। আশা করছি আপনারা শঙ্খচিল কবিতা সম্পূর্ণ জানতে পেরেছেন। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ 

জীবনানন্দ দাশের শঙ্খচিল কবিতা নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা জীবনানন্দ দাশের আরো কবিতা চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url