মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট সংযোগ করার উপায় (৩টি নিয়ম)

কম্পিউটারে ইন্টারনেট চালানোর সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করা। আপনার মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু অনেকেই রয়েছে যারা মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার নিয়ম না জানার কারণে তাদের কম্পিউটারে মোবাইল থেকে ইন্টারনেট সংযোগ দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেনা।


যদি আপনি মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার উপায় না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য। কারণ এই পোস্টে "কিভাবে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে হয়" সেটি দেখাবো। আপনারা মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার তিনটি মাধ্যম জেনে খুব সহজেই আপনার মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে ইন্টারনেট চালাতে পারবেন-


মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ


মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগঃ 

কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন হলে সাধারণত আমরা কম্পিউটারে মডেম লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকি। কিন্তু মডেম এর দাম অনেক বেশি হওয়ায় এবং সেখানে আলাদা করে সিম লাগানোর ঝামেলা থাকায় আমরা বিকল্প পথ খুঁজে থাকি। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য মডেম এর বিকল্প এবং সবথেকে সহজ মাধ্যম হচ্ছে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়া।


হ্যাঁ, আমরা চাইলে আমাদের মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে মোবাইল ডাটা ব্যবহার করে কম্পিউটারেও ইন্টারনেট চালাতে পারব। এতে আমাদের মোবাইলের এমবি খরচ হবে এবং আমরা কম্পিউটারে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারব। অর্থাৎ কোনো ঝামেলা ছাড়াই আপনার মোবাইলের ইন্টারনেট গতি যেরকম থাকবে কম্পিউটারেও সেই গতিতে ইন্টারনেট চালাতে পারবেন। 


আরো পড়ুনঃ মোবাইল থেকে ল্যাপটপে ইন্টারনেট সংযোগ করার নিয়ম


মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার উপায়ঃ 

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার উপায় অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করতে পারবেন। মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার জন্য বেশ কিছু মাধ্যম রয়েছে। এর মধ্যে জনপ্রিয় তিনটি মাধ্যম হচ্ছে- 


  • মোবাইল হটস্পট/ ওয়াইফাই দিয়ে 

  • ডাটা কেবল দিয়ে 

  • ব্লুটুথ দিয়ে 


অর্থাৎ আপনারা মোবাইল হটস্পট, ডাটা কেবল এবং ব্লুটুথ এর মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন। নিম্নে তিনটি মাধ্যমেই মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার নিয়মাবলী দেখানো হলো। তাহলে এবার সকল মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ডাটা সংযোগ দেয়ার পদ্ধতি দেখুন- 


মোবাইল হটস্পট / Wifi দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার নিয়মঃ 

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়া। তবে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই ওয়াইফাই সুবিধা থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে ওয়াইফাই না থাকে তাহলে ওয়াইফাই ডিভাইস কিনে কম্পিউটারে সংযোগ করবেন। বাজারে ২০০ থেকে ৩০০ টাকায় এটি পাবেন। ওয়াইফাই দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


সাধারণত কম্পিউটারে আগে থেকেই ওয়াইফাই সুবিধা দেয়া থাকে না। তাই আপনাকে প্রথমে আপনার কম্পিউটারের USB port এ একটি ওয়াইফাই ডিভাইস লাগিয়ে নিবেন- 


এরপর আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ চালু করুন। অর্থাৎ আপনার মোবাইলের ডাটা অন করতে হবে- 


মোবাইলের ডাটা অন করার পর এবার আপনার মোবাইলের Hotspot চালু করতে হবে। 


মোবাইলে হটস্পট চালু করার পর আপনার কম্পিউটারের Taskbar এর ডান পাশে অর্থাৎ কম্পিউটার স্ক্রিনের সবার নিচে ডান পাশে নেটওয়ার্ক আইকনের উপর ক্লিক করবেন- 


এবার আপনারা আপনার মোবাইলের হটস্পট এর নাম দেখতে পারবেন। অতঃপর Connect অপশনে ক্লিক করবেন- 


কানেক্ট অপশনে ক্লিক করার পর যদি আপনার মোবাইলের হটস্পট এ পাসওয়ার্ড দেয়া থাকে তাহলে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলেই অটোমেটিক মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ চালু হবে। 


এই ছিল ওয়াইফাই এর মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট সংযোগ করার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই হটস্পট ও ওয়াইফাই এর মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন। 


ডাটা কেবল দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার নিয়মঃ 

মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ডাটা কেবল। আপনারা চাইলে ওয়াইফাই ছাড়াও শুধুমাত্র ডাটা কেবল এর মাধ্যমে আপনার মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন। ডাটা কেবল দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


ডাটা কেবল এর মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য আপনার একটি ভালো মানের USB ডাটা কেবল থাকতে হবে। যদি সাধারণ ডাটা কেবল ব্যবহার করেন তাহলে ইন্টারনেট সংযোগ স্লো হতে পারে। তাই ভালো মানের ডাটা কেবল অথবা আপনার মোবাইলের চার্জারের USB CABLE ব্যবহার করতে পারেন- 


প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ চালু করুন। অর্থাৎ আপনার মোবাইলের ডাটা অন করতে হবে- 


এবার ডাটা কেবলের একটি প্রান্ত আপনার মোবাইলে এবং অপর প্রান্ত কম্পিউটারে লাগিয়ে দিবেন- 


এখন আপনার মোবাইলের সেটিং অপশনে প্রবেশ করুন। মোবাইলের সেটিং থেকে Hotspot & tethering অপশনে প্রবেশ করবেন- 


এবার আপনারা USB tethering (share phones internet connection via USB) এই অপশনটি চালু করে দিবেন- 


অতঃপর সবকিছু ঠিকঠাক থাকলে ডাটা কেবল এর মাধ্যমে সহজেই আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ চালু হবে। 


এই ছিল ডাটা কেবল দিয়ে মোবাইল থেকে ল্যাপটপে কম্পিউটারে/ পিসিতে সংযোগ করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই ইউএসবি ডাটা কেবল এর মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন। 


ব্লুটুথ দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার উপায়ঃ 

ব্লুটুথ এর মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে চাইলে আপনার কম্পিউটারে ব্লুটুথ সুবিধা থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে ব্লুটুথ থাকে তাহলে আপনি চাইলে ব্লুটুথ দিয়েও মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট সংযোগ দিয়ে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ব্লুটুথ দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন- 


প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগ চালু করুন। অর্থাৎ, আপনার মোবাইলের ডাটা অন করতে হবে- 


এবার আপনার মোবাইলের ব্লুটুথ চালু করুন। 


মোবাইলের ব্লুটুথ চালু করার পর আপনার মোবাইলের সেটিং অপশন থেকে Bluetooth tethering অপশন চালু করুন- 


এবার আপনার কম্পিউটারের সার্চ অপশনে Bluetooth লিখে সার্চ করে Bluetooth and other devices অপশনে প্রবেশ করুন- 


এবার আপনার কম্পিউটারের Bluetooth অপশন চালু করুন- 


কম্পিউটারে/ পিসিতে ব্লুটুথ অপশন চালু করার পর Add Bluetooth or other devices অপশনে ক্লিক করুন- 


এবার আবারো Bluetooth অপশনের উপর ক্লিক করুন- 


এখন আপনার কম্পিউটারের আশেপাশে ব্লুটুথ চালু থাকা সকল ডিভাইসের নাম কম্পিউটারে/ পিসিতে দেখাবে। এখান থেকে আপনার মোবাইলের ব্লুটুথের যে নাম দেয়া সেই নামের উপর ক্লিক করবেন- 


অতঃপর আপনার মোবাইল ও কম্পিউটারে ব্লুটুথ এর জন্য পারমিশন চাইবে। আপনি পারমিশন দিবেন- 


এতক্ষণে আপনি আপনার কম্পিউটারে/ পিসিতে আপনার মোবাইলের ব্লুটুথ সংযোগ দিতে পেরেছেন। এবার ইন্টারনেট সংযোগ দিতে হবে। ব্লুটুথ এর মাধ্যমে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে আবার আপনার কম্পিউটারের Search অপশনে Control Panel লিখে সার্চ করবেন- 


অতঃপর Control Panel অপশনে ক্লিক করবেন- 


এবার আপনারা কন্ট্রোল প্যানেল অপশনে Hardware and sound অপশনের মধ্যে থাকা View devices and printers অপশনে প্রবেশ করবেন- 


এবার আপনার মোবাইল ডিভাইসটি দেখাবে। আপনার কম্পিউটারের মাউসের আইকন মোবাইল ডিভাইসটির উপর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন- 


এরপর Connect using তারপর Access point অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার মোবাইলের ইন্টারনেট সংযোগ ব্লুটুথ এর মাধ্যমে কম্পিউটারে/ পিসিতে চালু হবে- 


এই ছিল ব্লুটুথ দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট সংযোগ দেয়ার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই ব্লুটুথ দিয়ে আপনার মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ চালু করে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট চালাতে পারবেন। 


উপরে মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট সংযোগ দেয়ার তিনটি পদ্ধতি দেখানো হয়েছে। ওয়াইফাই, ডাটা কেবল ও ব্লুটুথ এই তিনটি মাধ্যমের মধ্যে যে মাধ্যম আপনার ভালো লাগে সেটি দিয়ে আপনার মোবাইল থেকে কম্পিউটারে ডাটা সংযোগ দিতে পারবেন। অতঃপর মোবাইল ডাটা দিয়ে কম্পিউটারে সহজেই ইন্টারনেট চালাতে পারবেন। 


মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ সম্পর্কে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) 

এই পোস্টে মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট সংযোগ করার নিয়ম দেখিয়েছি। তবে আপনারা মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আপনারা এই পোস্ট সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব সম্ভাব্য প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো- 


০১. মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার সহজ উপায় কি? 

উঃ মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার অনেক মাধ্যম রয়েছে। এর মধ্যে জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে মোবাইল হটস্পট অর্থাৎ ওয়াইফাই, ডাটা কেবল ও ব্লুটুথ। 


০২. মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিলে নেটওয়ার্ক স্লো হয় নাকি?

উঃ মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিলে কম্পিউটারের নেটওয়ার্কের গতি মূলত আপনার মোবাইলের নেটওয়ার্কের উপর নির্ভর করবে। মোবাইলে ভালো নেটওয়ার্ক থাকলে ল্যাপটপেও দ্রুত গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। 


০৩. আমার মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট চলে না কেন?

উঃ উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী যদি আপনি সঠিকভাবে মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট সংযোগ করতে পারেন তাহলে আপনার কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট চলবে। যদি তাও না চলে তাহলে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন চেক করে দেখবেন। হতে পারে আপনার মোবাইলের এমবি শেষ হয়ে গেছে অথবা এমবি থাকলেও এমবির মেয়াদ নেই। 


০৪. মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে চালালে মোবাইলের ক্ষতি হবে কিনা? 

উঃ মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে চালালে মোবাইলের কোনো ক্ষতি হবেনা। তবে যদি আপনি কম্পিউটারে ইন্টারনেট চালানোর সময় প্রচুর চাপ দেন তাহলে আপনার মোবাইল একটু গরম হয়ে যাবে। এছাড়া অন্য কোন সমস্যা হবে না। 


০৫. মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে কতক্ষণ চালানো যাবে? 

উঃ মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে আপনার কম্পিউটারে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। মূলত আপনার মোবাইলের ডাটা শেষ না হওয়া পর্যন্ত কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট চলতেই থাকবে। এছাড়াও অন্য কারণে মোবাইলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন না হলে কম্পিউটারে ইন্টারনেট চলতেই থাকবে। 


০৬. কম্পিউটারে কি মোবাইলের থেকে বেশি ইন্টারনেট কাটে? 

উঃ হ্যাঁ, কম্পিউটারে মোবাইলের থেকেও বেশি ইন্টারনেট খরচ হয়। মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালানোর সময় লক্ষ্য করবেন আপনার মোবাইলের ডাটা দ্রুত শেষ হচ্ছে। 


০৭. মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট চালানোর সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? 

উঃ মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে চালানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে এমবি রয়েছে কিনা। কারণ কম্পিউটারে/ পিসিতে প্রচুর পরিমাণে এমবি কাটে এবং যদি কাজের সময় আপনার মোবাইলের এমবি শেষ হয়ে যায় তাহলে আপনার মোবাইলের টাকা কেটে নিবে। এছাড়াও লক্ষ্য রাখবেন আপনার মোবাইল বেশি গরম হচ্ছে কিনা। 


০৮. মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট চালালে মোবাইলের চার্জ শেষ হয় কিনা? 

উঃ হ্যাঁ, মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালালে মোবাইলের চার্জ কমে যায়। কারণ কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট চললেও মূলত ইন্টারনেট মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে আসে। তাই একটু চার্জ কমে যায়। খুব বেশি চার্জ ফুরায় না। 


০৯. মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সিগনাল পায় না কেন? 

উঃ যদি আপনি মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট চালাতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট জায়গার মধ্যে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট চালাতে হবে। অর্থাৎ আপনার মোবাইল এবং কম্পিউটারের দূরত্ব যদি খুব বেশি হয় তাহলে ওয়াইফাই সিগন্যাল না পাওয়ায় মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট চলবেনা। 


১০. মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট চালানো কি নিরাপদ? 

উঃ হ্যাঁ, মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে কম্পিউটারে ইন্টারনেট চালানো নিরাপদ। এতে কোন সমস্যা হবে না। 


How to connect internet from mobile to Computer সম্পর্কে আপনারা যেসব সম্ভাব্য প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব প্রশ্নের উত্তর উপরে দেয়া হয়েছে। উপরে দেয়া প্রশ্নের উত্তর ছাড়াও যদি আপনাদের এই পোস্ট সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমরা আপনাদের এই পোস্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর ও সমাধান দিব।


পরিশেষে বলতে চাচ্ছিঃ

মোবাইল থেকে কম্পিউটারে/ পিসিতে ইন্টারনেট সংযোগ করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ চালু করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url