ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে, ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা

ফুটবল বিশ্বকাপ হচ্ছে ফুটবলের যতগুলো টুর্নামেন্ট রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় খেলা। ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হওয়ায় এবং এখানে বিশ্বের সেরা ফুটবল খেলুরে দেশ ও সেই দেশের প্লেয়ার অংশগ্রহণ করায় এটা অনেক বেশি জনপ্রিয়। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে থেকে এই পর্যন্ত অনেক দেশ ফুটবল বিশ্বকাপে জয়ী হয়েছে। অনেকেই ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা জানতে চান। 


যদি আপনি ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে জানতে চান তাহলে এই পোস্ট আপনার জন্য। এই পোস্টে আমি ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট দেখাবো। ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা দেখে কোন দেশ কতবার ফুটবল বিশ্বকাপ জয়ী হয়েছে জানতে পারবেন। এছাড়াও ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার খেলেছে, কোন দেশ কতবার রানার্সআপ হয়েছে এবং কোন কোন দেশ ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়তে ভুলবেন না।


ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা


ফুটবল বিশ্বকাপ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যাবলীঃ 

ফুটবল বিশ্বকাপ হচ্ছে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফাভুক্ত দেশগুলো অংশগ্রহণ করে থাকে। ফিফা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল বিশ্ব নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে প্রথমবার শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ এখন পর্যন্ত প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। তবে এর মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। 


ফুটবল বিশ্বকাপ, বাছাইপর্ব ও চূড়ান্তপর্ব এই দুই ভাগে বিভক্ত। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার জন্য সকল দলগুলোকে বাছাইপর্ব খেলতে হয়। বর্তমানে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার তিন বছর আগে থেকেই বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হয়। অতঃপর বাছাইপর্বে যারা উত্তীর্ণ হয় তারাই সরাসরি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে। 


বর্ধমানে ফুটবল বিশ্বকাপে ৩২ টি দল অংশগ্রহণ করতে পারে। এই ৩২ টি দল আয়োজক দেশে এক মাস প্রতিযোগিতা করার পর বিশ্বকাপ জয়ী হতে পারে। অন্যান্য খেলাধুলার থেকে ফুটবল বিশ্বকাপের জনপ্রিয়তা সবথেকে বেশি হওয়ায় ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অনেক দর্শক হয়। ফিফার হিসেব অনুযায়ী ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনাল প্রায় ৭১৫.১ মিলিয়ন দর্শক খেলা দেখেছেন। 


১৯৩০-২০২২ এই পর্যন্ত অনুষ্ঠিত ২২টি ফুটবল বিশ্বকাপে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ জয়ী হয়েছে। বর্তমান সর্বশেষ শিরোপাধারী চ্যাম্পিয়ন দল হচ্ছে আর্জেন্টিনা । এই আর্জেন্টিনা তিনবার (১৯৭৮ , ১৯৮৬ ও ২০২২) বিশ্বকাপ জিতেছে। ব্রাজিল ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয় করেছে ।জার্মানি ও ইতালি ৪টি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। 


অন্যান্যদের মধ্যে উরুগুয়ে ও ফ্রান্স দু’বার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে ফুটবল বিশ্বকাপ শিরোপা জিতেছে। সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে ৩৬ বছর পর পুনরায় শিরোপা জয়ী হয়।


আরো দেখুনঃ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট


ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকাঃ 

১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২২টি ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হলেও কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ জয়ী হয়েছে। নিম্নে ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা দেয়া হলো। ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট হচ্ছে- 


সাল  বিজয়ী  রানার্স আপ ফলাফল স্বাগতিক দেশ
 ১৯৩০  উরুগুয়ে  আর্জেন্টিনা  ৪-২  উরুগুয়ে
 ১৯৩৪  ইতালি  চেকিয়া  ২-১  ইতালি
 ১৯৩৮  ইতালি  হাঙ্গেরি  ৪-২  ফ্রান্স
 ১৯৪২  অনুষ্ঠিত হয়নি       
 ১৯৪৬  অনুষ্ঠিত হয়নি       
 ১৯৫০  উরুগুয়ে  ব্রাজিল ২-১   ব্রাজিল
 ১৯৫৪ জার্মানি   হাঙ্গেরি  ২-২  সুইজারল্যান্ড
 ১৯৫৮  ব্রাজিল  সুইডেন ৫-২   সুইডেন
 ১৯৬২  ব্রাজিল  চেকিয়া ৩-১   চিলি
 ১৯৬৬  ইংল্যান্ড  জার্মানি  ৪-২  ইংল্যান্ড
 ১৯৭০  ব্রাজিল  ইতালি  ৪-১  মেক্সিকো
 ১৯৭৪  জার্মানি  নেদারল্যান্ডস  ২-১  জার্মানি
 ১৯৭৮  আর্জেন্টিনা  নেদারল্যান্ডস  ৩-১ আর্জেন্টিনা 
 ১৯৮২ ইতালি   জার্মানি  ৩-১  স্পেন
১৯৮৬   আর্জেন্টিনা  জার্মানি ৩-২   মেক্সিকো
 ১৯৯০  জার্মানি  আর্জেন্টিনা ১-০  ইতালি 
 ১৯৯৪  ব্রাজিল  ইতালি ০-০ তারপর  (৩-২) পেনাল্টি যুক্তরাষ্ট্র 
 ১৯৯৮  ফ্রান্স  ব্রাজিল ৩-০  ফ্রান্স 
 ২০০২  ব্রাজিল  জার্মানি  ২-০  জাপান
 ২০০৬  ইতালি  ফ্রান্স  ১-১ তারপর (৫-৩) পেনাল্টি জার্মানি 
 ২০১০  স্পেন  নেদারল্যান্ডস  ১-০  দক্ষিণ আফ্রিকা
 ২০১৪  জার্মানি  আর্জেন্টিনা  ১-০  ব্রাজিল
 ২০১৮  ফ্রান্স  ক্রোয়েশিয়া ৪-২  রাশিয়া 
 ২০২২  আর্জেন্টিনা  ফ্রান্স  ৩-৩ তারপর (৪-২) পেনাল্টি  কাতার


এই হচ্ছে ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা। উপরে ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট, প্রতিপক্ষ, সাল, আয়োজক দেশ ও ফুটবল বিশ্বকাপের ফাইনালের ফলাফল দেয়া হয়েছে। এবার ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে জেনে নিন- 


ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছেঃ 

ফুটবল বিশ্বকাপের সবথেকে সফল দল হচ্ছে ব্রাজিল। ব্রাজিল ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয় করেছে। জার্মানি ও ইতালি ৪টি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যান্যদের মধ্যে উরুগুয়ে ও ফ্রান্স দু’বার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে ফুটবল বিশ্বকাপ শিরোপা জিতেছে। 


  • ব্রাজিল ফুটবল বিশ্বকাপ নিয়েছে ৫ বার। সালগুলো হচ্ছে - ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২

  • জার্মানি ফুটবল বিশ্বকাপ জয়ী হয়েছে ৪ বার। সালগুলো হচ্ছে - ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ 

  • ইতালি ফুটবল বিশ্বকাপ নিয়েছে ৪ বার। সালগুলো হচ্ছে- ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬ 

  • আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ নিয়েছে ৩ বার। সালগুলো হচ্ছে - ১৯৭৮, ১৯৮৬, ২০২২ 

  • উরুগুয়ে ফুটবল বিশ্বকাপ জয়ী ২ বার। সালগুলো হচ্ছে - ১৯৩০, ১৯৫০ 

  • ফ্রান্স ফুটবল বিশ্বকাপ নিয়েছে ২ বার। সালগুলো হচ্ছে - ১৯৯৮, ২০১৮ 

  • ইংল্যান্ড ১৯৬৬ সালে ১ ফুটবল বিশ্বকাপ নিয়েছে।

  • স্পেন ২০১০ সালে ১ বারফুটবল বিশ্বকাপ নিয়েছে। 


এই হচ্ছে ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে তার তালিকা। আশা করছি আপনারা ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে এবং কত সালে নিয়েছে জানতে পেরেছেন। 


ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতাঃ 

ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল দিয়েছেন মিরোস্লাভ ক্লোজা। তিনি জার্মানির হয়ে ফুটবল বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে ১৬ টি গোল দিয়েছেন। এছাড়াও ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোল দেয়া প্লেয়ারগুলো হচ্ছে- 


  • মিরোস্লাভ ক্লোজা (জার্মানি) - ১৬ গোল 

  • রোনালদো (ব্রাজিল) – ১৫ গোল 

  • জার্ড মুলার (জার্মানি) – ১৪ গোল 

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা) - ১৩ গোল 

  • জাস্ট ফন্টেইন (ফ্রান্স)- ১৩ গোল

  • পেলে (ব্রাজিল) – ১২ গোল 

  • এমবাপ্পে (ফ্রান্স) - ১২ গোল 

  • সানদোর ককসিস (হাঙ্গেরি) – ১১ গোল 

  • জারজেন ক্লিনসম্যান (জার্মানি) – ১১ গোল 


এই হচ্ছে ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা পেলেয়ারদের তালিকা। উপরে ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোল দেয়া কিছু প্লেয়ারদের নাম এবং গোলের সংখ্যা দেয়া হয়েছে। 


ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশের নামঃ 

১৯৩০ সাল থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ চার বছর পর পর হয়। প্রতিবার বিভিন্ন দেশ ফুটবল বিশ্বকাপের আয়োজন করে থাকে। এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপ আয়োজক সকল দেশের নাম হচ্ছে- 


  • ১৯৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ উরুগুয়ে। 

  • ১৯৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ ইতালি। 

  • ১৯৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ ফ্রান্স। 

  • ১৯৫০ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ ব্রাজিল। 

  • ১৯৫৪ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ সুইজারল্যান্ড। 

  • ১৯৫৮ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ সুইডেন। 

  • ১৯৬২ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ চিলি। 

  • ১৯৬৬ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ ইংল্যান্ড।

  • ১৯৭০ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ মেক্সিকো। 

  • ১৯৭৪ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ জার্মানি।

  • ১৯৭৮ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ আর্জেন্টিনা। 

  • ১৯৮২ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ স্পেন। 

  • ১৯৮৬ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ মেক্সিকো। 

  • ১৯৯০ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ ইতালি। 

  • ১৯৯৪ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

  • ১৯৯৮ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ ফ্রান্স। 

  • ২০০২ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ জাপান। 

  • ২০০৬ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ জার্মানি।

  • ২০১০ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। 

  • ২০১৪ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ ব্রাজিল। 

  • ২০১৮ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ রাশিয়া। 

  • ২০২২ ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কাতার। 


এই ছিল ফুটবল বিশ্বকাপ আয়োজনকারী সকল দেশের নাম। উপরে ফুটবল বিশ্বকাপের আয়োজন করা সকল দেশের নাম এবং তারা কত সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল সবকিছু দেয়া হয়েছে। 


ফুটবল বিশ্বকাপ রানার-আপ দলের তালিকাঃ 

অনেক দল ফুটবল বিশ্বকাপের ফাইনালে হেরে দ্বিতীয় হয়েছিল। নিম্নে ফুটবল বিশ্বকাপের রানারআপ দলের তালিকা দেয়া হলো- 


  • ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল আর্জেন্টিনা। 

  • ১৯৩৪ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল চেকোস্লোভাকিয়া। 

  • ১৯৩৮ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল হাঙ্গেরি। 

  • ১৯৫০ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল ব্রাজিল। 

  • ১৯৫৪ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল হাঙ্গেরি। 

  • ১৯৫৮ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল সুইডেন। 

  • ১৯৬২ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল চেকোস্লোভাকিয়া। 

  • ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল ওয়েস্ট জার্মানি। 

  • ১৯৭০ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল ইতালি। 

  • ১৯৭৪ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল নেদারল্যান্ডস। 

  • ১৯৭৮ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল নেদারল্যান্ডস। 

  • ১৯৮২ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল ওয়েস্ট জার্মানি‌। 

  • ১৯৮৬ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল ওয়েস্ট জার্মানি। 

  • ১৯৯০ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল আর্জেন্টিনা। 

  • ১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল ইতালি। 

  • ১৯৯৮ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল ব্রাজিল। 

  • ২০০২ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল জার্মানি। 


  • ২০০৬ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল ফ্রান্স। 

  • ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল নেদারল্যান্ডস। 

  • ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল আর্জেন্টিনা। 

  • ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপের ফুটবল বিশ্বকাপ রানার-আপ দল ক্রোয়েশিয়া। 

  • ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপের রানার-আপ দল ফ্রান্স। 


এই ছিল ফুটবল বিশ্বকাপের রানারআপ দলের তালিকা। উপরে ফুটবল বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়ে দ্বিতীয় স্থান অধিকারী সকল দলের তালিকা দেয়া হয়েছে। 


ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট সম্পর্কে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) 

এই পোস্টে ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিস্ট দিয়েছি। তবে আপনারা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আপনারা এই পোস্ট সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব সম্ভাব্য প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো- 


০১. ফুটবল বিশ্বকাপ সর্বোচ্চ জয়ী কে? 

উঃ ব্রাজিল সর্বোচ্চ ৫ বার ফুটবল বিশ্বকাপ জয়ী হয়েছে। 


০২. ফুটবল বিশ্বকাপ কত বছর পর পর হয়? 

উঃ ফুটবল বিশ্বকাপ চার বছর পর পর হয়। 


০৩. প্রথম ফুটবল বিশ্বকাপ হয় কত সালে?

উঃ ফুটবল বিশ্বকাপ শুরু হয় ১৯৩০ সালে। 


০৪. এই পর্যন্ত ফুটবল বিশ্বকাপ কতবার আয়োজন হয়েছে? 

উঃ এই পর্যন্ত ফুটবল বিশ্বকাপ মোট ২২ বার আয়োজন হয়েছে। 


০৫. ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে? 

উঃ ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজা। তিনি জার্মানির হয়ে ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ 16 টি গোল করেন। 


০৬. সবশেষ বিশ্বকাপে জয়ী হয় কোন দল? 

উঃ সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনা জয়ী হয়। প্রতিপক্ষ ফ্রান্সকে হারিয়ে তারা ফুটবল বিশ্বকাপ জয় করে। 


০৭. ১৯৪২ ও ১৯৪৬ সালে ফুটবল বিশ্বকাপ হয়নি কেন? 

উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। 


ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা সম্পর্কে আপনারা যেসব সম্ভাব্য প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব প্রশ্নের উত্তর উপরে দেয়া হয়েছে। উপরে দেয়া প্রশ্নের উত্তর ছাড়াও যদি আপনাদের এই পোস্ট সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমরা আপনাদের এই পোস্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর ও সমাধান দিব। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ

ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে সম্পর্কে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url