টেক্সট থেকে বাংলা ভয়েজে রূপান্তর করার উপায় - Text to Speech Bangla
এখন যেকোনো বাংলা লেখা ভয়েজে রূপান্তর করা যায়। আপনি শুধু বাংলা লেখা দিবেন অতঃপর সেটি বাংলা ভয়েজে রূপান্তর হবে। ভয়েসটি শুনলে মনে হবে মানুষ কথা বলতেছে। কিন্তু অনেকেই রয়েছেন যারা টেক্সট থেকে বাংলা ভয়েজে রূপান্তর করার উপায় জানেনা। যদি আপনি টেক্সট থেকে বাংলা ভয়েজে রূপান্তর করার নিয়ম না জানেন তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য।
কারণ এই টিউটোরিয়ালে আমি যেকোনো বাংলা লেখাকে ভয়েজে রূপান্তর করার পদ্ধতি দেখাবো। আপনারা বাংলায় যে কোন টেক্সট লিখে সেটি ছেলের অথবা মেয়ের কন্ঠে ভয়েস দিতে পারবেন। টেক্সট থেকে বাংলা ভয়েজে রূপান্তর করলে কেউ বুঝতেও পারবেনা সেটি মানুষের কথা নয় বরং তৈরি করা। তাহলে এবার Text to Speech Bangla করার পদ্ধতি দেখে নিন-
বাংলা লেখা থেকে বাংলা ভয়েজে রূপান্তর - Text to Speech Bangla
আপনি চাইলে কথা না বলেও বাংলায় ভয়েস দিতে পারবেন। আপনি এখন হয়তো ভাবছেন কথা না বলে আবার বাংলায় ভয়েস দেয়া যাবে কিভাবে? এই কাজটি মূলত Ai এর মাধ্যমে করা হয়। আপনি কথা না বলে ভয়েস দিতে চাইলে যেটা বলতে চাচ্ছেন সেটি প্রথমে লিখে নিবেন। অতঃপর সেই লেখাটি বাংলায় ভয়েজে রূপান্তর করতে পারবেন।
তবে মজার বিষয় হচ্ছে আপনি চাইলে যে কোন বাংলা লেখা বাংলায় ছেলের অথবা মেয়ের কন্ঠে ভয়েসে রুপান্তর করতে পারবেন। মনে করুন আপনি মেয়ের কন্ঠে ভয়েস চাচ্ছেন। যদি কোন মেয়ের মাধ্যমে সেই কথাটি বলাতে না পারেন তাহলে এই পোস্টে দেখানো মাধ্যমে আপনি যে কথাটি মেয়ের কন্ঠে ভয়েস দিতে চাচ্ছেন সেটি লিখে দিলেই মেয়ের কন্ঠে শোনা যাবে।
এছাড়াও পুরুষের কন্ঠেও চাইলে বাংলা লেখাকে ভয়েজে রূপান্তর করতে পারবেন। টেক্সট থেকে বাংলা ভয়েজে রূপান্তর করার পর সেই ভয়ে শুনলে মনে হবে মানুষ কথা বলতেছে। এভাবে আপনি কথা না বলেও বাংলায় লিখে সেটি বাংলায় ছেলের অথবা মেয়ের কন্ঠে ভয়েস দিতে পারবেন। নিম্নে সম্পূর্ণ পদ্ধতি দেখানো হলো-
টেক্সট থেকে বাংলা ভয়েজে রূপান্তর করার নিয়মঃ
টেক্সট থেকে বাংলা ভয়েজে রূপান্তর করার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই যেকোনো বাংলা লেখাকে সেটি ভয়েজে রূপান্তর করতে পারেন। এই কাজটি করার জন্য প্রথমে Text to Speech Bangla এই লিংকে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশটের মত Create Audio নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা এই Create Audio অপশনে ক্লিক করবেন-
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মত অনেকগুলো অপশন দেখতে পারবেন। প্রথমে আপনাকে ভয়েজ ঠিক করতে হবে। অর্থাৎ আপনি বাংলা লেখাকে ছেলের কন্ঠে নাকি মেয়ের কন্ঠে ভয়েজে রূপান্তর করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। ভয়েজ সিলেক্ট করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো VOICE অপশনে ক্লিক করবেন-
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো ভয়েজ দেয়ার দুইটি অপশন দেখতে পারবেন। যদি আপনি বাংলা লেখাকে ছেলের কন্ঠে ভয়েজ দিতে চান তাহলে Salman অপশন সিলেক্ট করবেন। আর যদি মেয়ের কন্ঠে ভয়েস দিতে চান তাহলে মেয়ের নামটি সিলেক্ট করবেন।
এবার আপনাকে ফরমেট সিলেক্ট করতে হবে। অডিও ফরমেট সিলেক্ট করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো FORMAT অপশনে ক্লিক করবেন-
আপনার লেখা টেক্সট বাংলা ভয়েজে রূপান্তর করতে নিচের স্ক্রিনশট দেখানো mp3 অপশন সিলেক্ট করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো SCRIPT নামে একটি বক্স দেখতে পারবেন। আপনি যে টেক্সটকে বাংলা ভয়েজে রূপান্তর করতে চাচ্ছেন এখানে সেই টেক্সট অর্থাৎ বাংলা লেখা লিখতে হবে। টেক্সট লেখার পর Create Audio অপশনে ক্লিক করবেন-
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মত আপনার দেয়া টেক্সট এর বাংলা ভয়েজ দেখতে পারবেন। আপনি চাইলে ভয়েসটি এখানেই প্লে করে শুনতে পারবেন। এছাড়াও নিচের স্ক্রিনশট দেখানো DOWNLOAD অপশনে ক্লিক করে টেক্সট থেকে বাংলা ভয়েজে রুপান্তর করা অডিও ফাইলটি ডাউনলোড করে শুনতে পারবেন-
এই ছিল টেক্সট থেকে বাংলা ভয়েজে রূপান্তর করার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই যেকোনো বাংলা লেখাকে ছেলের অথবা মেয়ের কন্ঠে ভয়েজে রূপান্তর করতে পারবেন।
উপরে টেক্সট থেকে বাংলা ভয়েজে রূপান্তর করার পদ্ধতি দেখানো হয়েছে। আশা করছি আপনারা খুব সহজেই উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী যেকোন লেখাকে বাংলা ভয়েজে রূপান্তর করতে পারবেন।
পরিশেষে বলতে চাচ্ছিঃ
টেক্সট থেকে বাংলা ভয়েজে রূপান্তর করার নিয়ম নিয়ে এই টিউটোরিয়াল আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বাংলা লেখাকে বাংলা ভয়েজে রূপান্তর করার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।