আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য (বাংলায় ও ইংরেজিতে)

আমরা শিক্ষা জীবনের শুরুতে বিদ্যালয়ে পড়ালেখা করে থাকি। বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে পড়ালেখা শেখানোর পাশাপাশি নৈতিকতার শিক্ষা দিয়ে থাকে। বিদ্যালয়ের প্রতিটি ছাত্র-ছাত্রীদের জন্য তার নিজের বিদ্যালয় একটি শিক্ষনীয় বিষয়। বিদ্যালয়ের পরীক্ষায় আমাদের বিদ্যালয় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন থাকে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য জানতে হবে। 


কারণ, বিদ্যালয়ের পরীক্ষায় প্রায়শই "আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য লিখ/ বলো?" এই বিষয়ে প্রশ্ন আসে। এই পোস্টে আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাংলা এবং ইংরেজিতে বাক্য দেয়া হলো। আপনারা আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে জেনে যেকোনো পরীক্ষায় আমাদের বিদ্যালয় সম্পর্কে বাংলায় অথবা ইংরেজিতে দশটি বাক্য লিখতে ও বলতে পারবেন।


আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য


আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য লেখার ও বলার উপায়ঃ 

বিদ্যালয়ে আমরা বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকি। এর মধ্যে সাধারণ একটি প্রশ্ন হচ্ছে আমাদের বিদ্যালয় সম্পর্কে দশটি বাক্য লিখ অথবা বলো? এই প্রশ্নের উত্তর বিদ্যালয় শিক্ষার্থীরা খুব সহজেই দিতে পারবে। কারণ এই প্রশ্নের উত্তরে নিজের বিদ্যালয় সম্পর্কে দশটি বাক্য বললেই হবে। 


আপনি যে বিদ্যালয়ের শিক্ষার্থী সেই বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করলে অবশ্যই নিজের বিদ্যালয় সম্পর্কে জানবেন। অতঃপর নিজের বিদ্যালয় সম্পর্কে যেটুকু জানেন তার মধ্যে দশটি বাক্য লিখলে অথবা বললেই হবে। এছাড়াও যদি আপনি নিজের বিদ্যালয় সম্পর্কে না জানেন তাহলে এখানে দেয়া "আমাদের বিদ্যালয় সম্পর্কে দশটি বাক্য" জেনে পরীক্ষায় "আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য" এই প্রশ্নের উত্তরে লিখতে ও বলতে পারবেন। 

আরো পড়ুনঃ দোয়েল পাখি সম্পর্কে ১০টি বাক্য

আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য (বাংলায়) 

আমাদের বিদ্যালয় সম্পর্কে নিম্নে গুরুত্বপূর্ণ দশটি বাক্য দেয়া হলো। আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় হচ্ছে- 


  1. আমাদের বিদ্যালয়ের নাম "সুন্দরবন আদর্শ বিদ্যালয়।" 
  2. আমাদের বিদ্যালয় আমাদের গ্রামের মাঝ বরাবর অবস্থিত। বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব সহজেই বিদ্যালয়ে যেতে পারে। 
  3. আমাদের বিদ্যালয় প্রতিদিন সকাল দশটায় জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে শুরু হয় এবং বিকেল চারটায় ছুটি হয়। 
  4. আমাদের বিদ্যালয়ে ৫০ টি কক্ষ রয়েছে। বিদ্যালয়ের প্রতিটি কক্ষ পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত। 
  5. আমাদের বিদ্যালয়ে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। 
  6. আমাদের বিদ্যালয়ে অনেক বড় খেলার মাঠ রয়েছে। আমরা বিদ্যালয় শেষে প্রতিদিন বিকালে মাঠে খেলাধুলা করি। 
  7. আমাদের বিদ্যালয়ে ৩০ জন শিক্ষক রয়েছে। বিদ্যালয়ের সকল শিক্ষক অনেক জ্ঞানী এবং তারা আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করে। 
  8. আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর আশেপাশের বিদ্যালয়ের থেকেও ভালো রেজাল্ট করে। 
  9. আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার রয়েছে। আমরা সেই পাঠাগারে অবসর সময়ে বিভিন্ন বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করি। 
  10. আমাদের এই সুন্দর ও সুশৃংখল বিদ্যালয়ে পড়তে পেরে আমি গর্বিত। 


এই ছিল আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাংলা বাক্য। উপরে আমাদের বিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য বাংলায় দেয়া হয়েছে। এবার আপনারা আমাদের বিদ্যালয় সম্পর্কে ইংরেজিতে দশটি বাক্য জেনে নিন- 


আরো পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কে বাংলা ও ইংরেজিতে ১০ টি বাক্য


আমাদের বিদ্যালয় সম্পর্কে ইংরেজিতে ১০ টি বাক্যঃ 

নিম্নে আমাদের বিদ্যালয় সম্পর্কে ইংরেজিতে ১০ টি বাক্য দেয়া হলো। আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে হচ্ছে- 


  1. The name of our school is "Sunderban Adarsha school." 
  2. Our school is located in the middle of our village. School students can easily go to school. 
  3. Our school starts at ten in the morning and ends at four in the afternoon. 
  4. Our school has 50 rooms. 
  5. Our school has 350 students. 
  6. Our school has a big playground. We play sports in the field every afternoon after school. 
  7. Our school has 30 teachers. 
  8. The students of our school get good results every year. 
  9. Our school has a library. 
  10. I am proud to study in our school. 


এই ছিল আমাদের বিদ্যালয় সম্পর্কে ইংরেজিতে ১০ টি বাক্য। উপরে আমাদের বিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি বাক্য ইংরেজিতে দেয়া হয়েছে।


"আমাদের বিদ্যালয় সম্পর্কে দশটি বাক্য" নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) 

আপনারা আমাদের বিদ্যালয় সম্পর্কে দশটি বাক্য নিয়ে এই পোস্ট সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব সম্ভাব্য প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো- 


০১. বিদ্যালয় কি? 

উঃ বিদ্যালয় হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ে শিক্ষার্থীরা  জ্ঞান অর্জনের জন্য আসে। 


০২. বিদ্যালয়ের গুরুত্ব কি? 

উঃ শিশুর মেধাবিকাশে বিদ্যালয়ের গুরুত্ব অনেক। আমরা বিদ্যালয়ে প্রবেশ করতেই বিদ্যালয়ের দেয়ালে "শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও" লেখাটি দেখতে পাই। মূলত আমরা বিদ্যালয়ে যাই শেখার জন্য এবং বিদ্যালয়ে পাওয়া শিক্ষা আমরা সমাজে প্রয়োগ করে থাকি। 


০৩. নিজের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য কেন জানবেন? 

উঃ বিদ্যালয়ের পরীক্ষায় প্রায়শই আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য লেখ অথবা বল এই বিষয়ে প্রশ্ন থাকে। এই কারণে আপনাকে নিজের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য জানতে হবে। 


০৪. আমাদের বিদ্যালয় সম্পর্কে কিভাবে লিখব ও বলব?

উঃ আমাদের বিদ্যালয় সম্পর্কে লিখতে অথবা বলতে বলা হলে আপনি নিজের বিদ্যালয় সম্পর্কে যা জানেন তাই বলবেন ও লিখবেন। এছাড়াও নিজের বিদ্যালয় সম্পর্কে বানিয়ে বলতে না পারলে উপরে দেয়া আমাদের বিদ্যালয় সম্পর্কে দশটি বাক্য জেনে বলতে পারবেন। 

আরো পড়ুনঃ 'আমার মা' সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে

আমাদের বিদ্যালয় সম্পর্কে দশটি বাক্য পরিশেষেঃ

আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা 10 Sentences about Our School সম্পর্কে আরো বাক্য চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম শিক্ষামূলক সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ও গুগল নিউজে ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url