প্রকৃতি নিয়ে উক্তি দেখুন । জনপ্রিয় সকল বিখ্যাত ব্যক্তিদের

প্রকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে। বিভিন্ন সময় প্রকৃতি বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। আমরা সকলেই প্রকৃতিকে ভালোবাসি। প্রকৃতি আমাদের মন সুন্দর করে। এই প্রকৃতি নিয়ে অনেক বিখ্যাত ব্যক্তিরা মন্তব্য করেছেন। অনেকেই বিখ্যাত ব্যক্তিদের প্রকৃতি নিয়ে উক্তি খুঁজে থাকেন। 


আপনারা যারা প্রকৃতি নিয়ে উক্তি খুজতেছেন তাদের জন্য আমার এই পোস্ট। কারণ এই পোস্টে আমি বাছাইকৃত জনপ্রিয় সকল প্রকৃতি নিয়ে উক্তি দিয়েছি। আপনারা এই পোস্টে দেয়া জনপ্রিয় সকল বিখ্যাত ব্যক্তিদের প্রকৃতি নিয়ে উক্তি জেনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করতে পারবেন। এছাড়াও বন্ধুদের এসএমএস করে পাঠাতে পারবেন।


প্রকৃতি নিয়ে উক্তি
প্রকৃতি নিয়ে উক্তি


Quotes About Nature - প্রকৃতি নিয়ে কিছু কথাঃ 

সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ। আমাদের এই দেশের প্রকৃতিই না কত সুন্দর। প্রকৃতি বলতে কোনো নির্দিষ্ট জায়গা নয় অর্থাৎ সমগ্র পৃথিবীকে নির্দেশ করে। গাছপালা, নদী-নালা, পশুপাখি, পাহাড় পর্বত, সবকিছুই প্রকৃতির অংশ। বিচিত্র এই প্রকৃতি দেখতে আমাদের সকলের ভালো লাগে। 


বর্ষাকালে আমরা নদীতে অথৈ পানি দেখতে পাই, দেখতে পাই বন্যা। আবার ফাল্গুন মাসে গাছে গাছে ফুল দিয়ে ভরে যায়। তখন প্রকৃতি দেখতে আরো অনেক সুন্দর লাগে। পাহাড় পর্বত দেখতে আরো ভালো লাগে। একেক জায়গায় একেক রকম প্রকৃতি দেখা যায়। প্রকৃতির রূপ দেখার জন্য মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে। 


মানুষ শত ব্যস্ততার মাঝেও মন ভালো রাখার জন্য প্রকৃতি উপভোগ করে। এই প্রকৃতি আমাদের মন ভালো করে দেয়। একজন প্রকৃতি প্রেমিক প্রকৃতির আসল রূপ এবং সৌন্দর্য উপভোগ করতে পারে। প্রকৃতি প্রেমিকের মন হয় নরম এবং ব্যবহার হয় সুন্দর। কিন্তু যেসব মানুষ গাছপালা কেটে প্রকৃতি নষ্ট করে তাদের মন মেজাজ ভালো হয় না। আমাদের সকলের উচিত প্রকৃতির এই সৌন্দর্য নষ্ট না করে উপভোগ করা। 


প্রকৃতি নিয়ে উক্তি এর গুরুত্ব ও ব্যবহারঃ 

প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিখ্যাত ব্যক্তিরা বিভিন্ন মন্তব্য করেছেন। প্রকৃতি নিয়ে বিখ্যাত ব্যক্তিরা যা বলেছেন সেটাই প্রকৃতি নিয়ে উক্তি। সৃষ্টিকর্তার দেয়া অপরূপ এই প্রকৃতি নিয়ে উক্তি আমাদের জানতে হবে। প্রভৃতি নিয়ে উক্তি জানলে আমরা জানতে পারবো বিখ্যাত ব্যক্তিরা কিভাবে প্রকৃতিকে বর্ণনা করেছেন। প্রভৃতি নিয়ে বিখ্যাত ব্যক্তিদের মনের ভাষা আমরা বুঝতে পারবো। 


এছাড়াও প্রকৃতি নিয়ে উক্তি জেনে আমাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট যেমন ফেসবুক, টুইটার, instagram whatsapp ইত্যাদি একাউন্টে পোস্ট করতে পারি। এতে আমাদের সোশ্যাল মিডিয়া একাউন্টের বন্ধুরাও প্রকৃতি নিয়ে বিখ্যাত ব্যক্তিদের উক্তি গুলো জানতে পারবে। তাদের মাঝেও প্রকৃতি প্রেম হবে। এভাবে ছড়িয়ে দিতে পারবেন প্রকৃতির সুন্দর বর্ণনা। 


প্রকৃতি নিয়ে উক্তিঃ 

নিম্নে আপনাদের জন্য সকল প্রকৃতি নিয়ে উক্তি দেয়া হলো। আপনারা নিম্নে যেসব প্রকৃতি নিয়ে উক্তি দেখতে পাচ্ছেন সেগুলো আপনাদের জন্য বিখ্যাত ব্যক্তিদের বাছাইকৃত সেরা প্রকৃতি নিয়ে উক্তি। 


প্রকৃতি নিয়ে সকল উক্তি



আপনারা এইসব প্রকৃতি নিয়ে উক্তি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ যে কোন সোশ্যাল মিডিয়ার একাউন্টে পোস্ট করতে পারবেন। সকল বাছাইকৃত সেরা প্রকৃতি নিয়ে উক্তিগুলো হচ্ছে- 


"প্রকৃতি এমন এক অসীম ক্ষেত্র যার কেন্দ্রটি সর্বত্র এবং পরিধিটি কোথাও সীমাবদ্ধ নেই" - ব্লেইজ প্যাস্কেল 


প্রকৃতি কখনো হৃদয় আর ভালোবাসার সঙ্গে ধোঁকা দিতে পারে না। 


"প্রকৃতি সরলতায় সন্তুষ্ট এবং প্রকৃতি কোন পুতুল নয়" - আইজেক নিউটন 


প্রকৃতির কাছে গেলে মন ভালো হয়ে যায়, প্রকৃতি সুন্দর হলে মনও সুন্দর হয়ে যায়। 


"প্রকৃতিতে ফুলেরা হাসে" - রালফ ওয়াল্ডো এমারসন 


পৃথিবীর ফুসফুসে আজ অক্সিজেনের ঘাটতি। আসুন আমরা পৃথিবীটাকে বাঁচতে সুযোগ দিই। 


"প্রকৃতির সৌন্দর্য হলো এমন এক উপহার যা প্রশংসা ও কৃতজ্ঞতা বাড়ায়" - লুই শোয়ার্টজবার্গ 


মানুষের মধ্যে বিশাল শক্তি লুকিয়ে আছে, যা হলো ইচ্ছাশক্তি। 


"প্রকৃতি কোন ঘুরার যায়গা না, এটা আমাদের থাকায় জায়গা" - গ্যারি স্নাইডার 


মানুষ প্রকৃতির সাহায্যে তার সুপ্ত ইচ্ছাশক্তি জাগ্রত করতে পারে, যা নিজের মধ্যে লুকিয়ে ছিলো। 


"আসুন প্রকৃতিকে তার পথে চলার সুযোগ দেই । সে তার কাজ আমাদের চেয়ে ভাল বোঝে" - মিশেল ডি মন্টাইগেন 


যান্ত্রিক নগর জীবনে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের দেহ ও মনে কিছুটা হলেও প্রশান্তি এনে দেয়।


"আমি মনে করি প্রকৃতির কল্পনা মানুষের চেয়ে অনেক বেশি, সে কখনই আমাদের শিথিল হতে দেয় না" - রিচার্ড ফেনম্যান 


প্রকৃতি কথা বলে, নানা বর্ণের প্রেমের উপাখ্যান, যার রঙিন ক্যানভাসে জীবন্ত। মানুষের নানা অভিব্যক্তি, সেই হলো প্রকৃতি। 


"প্রকৃতি সর্বদা চেতনার রঙ ধারন করে" - রালফ ওয়াল্ডো এমারসন 


প্রকৃতি তুমি চিতার দাহিকায় ঝলসে গেলেও আমার শিখায় ছড়াও তোমার স্নিগ্ধ সবুজ আলো।


"আমি যে সম্পদ অর্জন করি তা প্রকৃতি থেকে আসে, যা আমার অনুপ্রেরণার উৎস" - ক্লড মনেট 


পাহাড়-পর্বত আল্লাহতায়ালার নেয়ামতরাজির মধ্যে এক অপার রহস্যময় নেয়ামত। লোকচক্ষুর আড়ালে নানা অজানা উপকার লুকিয়ে রয়েছে এ পাহাড়-পর্বতে।


"প্রকৃতির সব কিছুতেই দুর্দান্ত কিছু রয়েছে" - অ্যারিস্টটল 


সূর্য উঠা সকাল, পাখির কলতানে ফুলের উদ্যানে ভরা ফুল, ফলে ফলে বাগান কী অপরূপ, কী অপরূপ।


"পৃথিবীর কবিতা কখনও শেষ হয় না" - জন কিটস 


"প্রকৃতির একটা সূর আছে, অনেকেই তা শুনতে পায়" - উইলিয়াম শেক্সপিয়ার 


"প্রকৃতি সত্যিই সেরা শিল্প" - অ্যান্ডি ওয়ারহল 


"রঙ প্রকৃতির হাসি" - লে হান্ট 


"আমার সারা জীবনের প্রকৃতির নতুন দর্শনগুলি, আমাকে বাচ্চাদের মতো আনন্দিত করে তুলেছিল" - মেরী কুরি 


"মানুষ তর্ক করে আর প্রকৃতি কাজ করে" - ভোল্টায়ার 


"প্রকৃতিকে জানুন, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছাকাছি থাকুন, আপনি কখনই ব্যর্থ হবেন না" - ফ্রাঙ্ক লয়েড রাইট 


"আমি প্রকৃতির মাঝে গেলে ভালো হয়ে উঠি, সুস্থ হয়ে উঠি এবং আমার জ্ঞানকে সুশৃঙ্খল করে তুলি" - জন বুড়োস 


"প্রকৃতির পুনরাবৃত্তি গুলিতে অসীম নিরাময়ের কিছু রয়েছে – রাতের পরে ভোর আসে এবং শীতের পরে বসন্ত" - রাহেল কারসন 


"প্রকৃতি তাড়াহুড়া করে না, তবুও তার সবকিছুই সম্পন্ন হয়" - লাও তজু 


"প্রকৃতির গভীরে তাকাও তাহলে তুমি সবকিছু আরও ভাল করে বুঝতে পারবে" - আলবার্ট আইনস্টাইন 


“একজন মুসলিম যদি গাছ লাগায়, অথবা জমি চাষ করে – যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে – তাহলে সে একটি সদকা করল” - মুসলিম


এই ছিলো সকল প্রকৃতি নিয়ে উক্তি। আমি এই পোস্টে প্রকৃতি নিয়ে সকল জনপ্রিয় উক্তি দেয়ার চেষ্টা করেছি। প্রকৃতি নিয়ে বাছাইকৃত সেরা বিখ্যাত ব্যক্তিদের উক্তি উপরে দেয়া হয়েছে। তবে পরবর্তীতে এই পোস্টে প্রকৃতি নিয়ে আরো উক্তি নিয়মিত যুক্ত করা হবে। 


প্রকৃতি নিয়ে উক্তি সম্পর্কে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) 

এই পোস্টে প্রকৃতি নিয়ে উক্তি দিয়েছি। তবে আপনারা প্রকৃতি নিয়ে উক্তি সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন। আপনারা এই পোস্ট সম্পর্কে যেসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব সম্ভাব্য প্রশ্নের উত্তর নিম্নে দেয়া হলো- 


০১. প্রকৃতি নিয়ে উক্তি কোথায় ব্যবহার করা যাবে?

উঃ এই পোস্টে দেয়া প্রকৃতি নিয়ে উক্তি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া একাউন্টে ব্যবহার করতে পারবেন। এছাড়াও বন্ধুদের মেসেজের মাধ্যমে পাঠাতে পারবেন।


০২. প্রকৃতি নিয়ে উক্তি বন্ধুকে পাঠানো যাবে?

উঃ হ্যাঁ, আপনারা চাইলে এই পোস্টে দেয়া প্রকৃতি নিয়ে উক্তি আপনার বন্ধুকে এসএমএস করে পাঠাতে পারবেন।


০৩. প্রকৃতি নিয়ে উক্তি ব্যবহার করব কিভাবে?

উঃ আপনারা উপরে দেয়া প্রকৃতি নিয়ে উক্তি কপি করে আপনার ফেসবুক আইডিতে পোস্ট করতে পারবেন। এছাড়াও টুইটার, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া একাউন্টে ব্যবহার করতে পারবেন। আবার আপনারা চাইলে আপনার বন্ধুদের মেসেজ করে পাঠাতে পারেন।


প্রকৃতি নিয়ে উক্তি সম্পর্কে আপনারা যেসব প্রশ্নের উত্তর জানতে চাইতে পারেন সেইসব সম্ভাব্য প্রশ্নের উত্তর উপরে দেয়া হয়েছে। উপরে দেয়া প্রশ্নের উত্তর ছাড়াও যদি আপনাদের এই পোস্ট সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে এই পোষ্টের কমেন্টে অথবা আমাদের ফেসবুক পেজে জানাতে পারেন। আমরা আপনাদের এই পোস্ট সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিব। 


পরিশেষে বলতে চাচ্ছিঃ

প্রকৃতি নিয়ে উক্তি সম্পর্কে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভাল লাগে এবং কাজে আসে তাহলে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা বিখ্যাত ব্যক্তিদের প্রকৃতি নিয়ে আরো উক্তি চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাদের জন্য এই পোস্টে জনপ্রিয় সকল প্রকৃতি নিয়ে উক্তি নিয়মিত যুক্ত করব। এরকম সকল নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url