মোবাইলে আজকের আইপিএল লাইভ খেলা দেখার উপায় (অ্যাপ ও ওয়েবসাইটে)
সবথেকে জনপ্রিয় এবং ব্যয়বহুল পেশাদার টি২০ ক্রিকেট লিগ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে বিশ্বের বড় বড় তারকা ক্রিকেট খেলোয়াড়রা খেলায় ক্রিকেটপ্রেমীরা প্রতিবছর আইপিএল খেলা উপভোগ করে থাকে। প্রতি বছরের মতো এ বছরেও ২০২৪ সালের আইপিএল খেলা ২২ মার্চ শুরু হয়েছে। ইতিমধ্যে আইপিএল খেলা শুরু হলেও এখনো অনেকেই মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখার উপায় জানেনা।
যদি আপনি আজকের আইপিএল লাইভ ম্যাচ দেখার নিয়ম না জানেন তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে আমি মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখার সকল পদ্ধতি দেখাবো। আপনারা মোবাইলে আইপিএল লাইভ ম্যাচ দেখার নিয়ম জানার মাধ্যমে খুব সহজেই আপনাদের মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখতে পারবেন-
মোবাইলে আইপিএল লাইভ খেলা দেখার নিয়মঃ
অধিকাংশ আইপিএল দর্শকরা মোবাইল ব্যবহারকারী। তারা তাদের মোবাইল দিয়ে আইপিএল খেলা লাইভ দেখতে চায়। টিভিতে খেলাধুলার চ্যানেলে আইপিএল খেলা সহজেই দেখা গেলেও মোবাইলে সেটা সম্ভব হয়ে ওঠে না। কেননা মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখার সরাসরি তেমন মাধ্যম থাকে না। তবে আমরা চাইলে সহজেই মোবাইলে অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে আইপিএল ম্যাচ লাইভ দেখতে পারবো।
আপনারা চাইলে সরাসরি অ্যাপ দিয়ে যেমন মোবাইলে আইপিএল খেলা দেখতে পারবেন ঠিক তেমনি ওয়েবসাইটে প্রবেশ করেও লাইভ আইপিএল ম্যাচ দেখতে পারবেন। তবে ওয়েবসাইট থেকে আইপিএল খেলা দেখলে আপনাদের যেমন মোবাইল অ্যাপের প্রয়োজন হবে না ঠিক তেমনি মোবাইল ছাড়াও অন্যান্য ডিভাইস দিয়ে সরাসরি আইপিএল খেলা দেখতে পারবেন। যেসব অ্যাপ ও ওয়েবসাইট থেকে আইপিএল ম্যাচ লাইভ দেখা যায় সেইসব অ্যাপ ও ওয়েবসাইটের বিস্তারিত তথ্য নিম্ন দেওয়া হলো-
আরো জানুনঃ মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখার উপায়.
মোবাইলে আইপিএল লাইভ ম্যাচ দেখার অ্যাপ / সফটওয়্যারঃ
মোবাইলে আইপিএল খেলা দেখার অনেক অ্যাপ রয়েছে যেগুলো অ্যাপ থেকে সহজেই আইপিএল লাইভ খেলা দেখা যায়। তবে দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগ আইপিএল খেলা দেখার অ্যাপ প্রিমিয়াম। আপনাদেরকে টাকা দিয়ে কিনে সেইসব অ্যাপের মাধ্যমে আইপিএল খেলা দেখতে হবে। তাহলে যারা ফ্রিতে মোবাইলে আইপিএল খেলা দেখতে চাচ্ছে তারা কি করবে? তাদের কোনো সমস্যা নেই। কেননা মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখার জন্য ফ্রি জনপ্রিয় অ্যাপ রয়েছে যার মাধ্যমে প্রিমিয়াম এপের মতো মোবাইলে ল্যাগ ফ্রি ও ফ্রেশ খেলা মোবাইলে দেখা যায়। অ্যাপগুলো হচ্ছে-
- SPORTZFY
- HD STREAMZ
উক্ত দুইটি অ্যাপের মাধ্যমে মোবাইলে ঝকঝকে ফ্রেশ ল্যাগ মুক্ত আইপিএল লাইভ ম্যাচ দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে উক্ত দুইটি অ্যাপ সম্পূর্ণ ফ্রি এবং মোবাইলে সহজেই আইপিএল সহ অন্যান্য খেলাধুলা লাইভ দেখা যায়। তাহলে এবার SPORTZFY ও HD STREAMZ অ্যাপের মাধ্যমে মোবাইলে কিভাবে আইপিএল খেলা লাইভ দেখতে হয় সেটি জেনে নিন-
SPORTZFY APP - আজকের আইপিএল খেলা দেখার অ্যাপঃ
মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখার অন্যতম সেরা একটি অ্যাপ হচ্ছে SPORTZFY APP. এই অ্যাপের মাধ্যমে শুধুমাত্র আইপিএল খেলা নয় বরং আপনারা অন্যান্য জনপ্রিয় খেলাধুলার লাইভ এখানে দেখতে পারবেন। Sportzfy অ্যাপের মাধ্যমে মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
আপনারা এই Sportzfy অ্যাপ্লিকেশন প্লে-স্টোরে পাবেন না। এই অ্যাপ ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে Sportzfy App Download এই লিংকে প্রবেশ করবেন। অতঃপর আপনারা একটু নিচে গেলেই নিচের স্ক্রিনশটের মতো ডাউনলোড অপশন দেখতে পারবেন। SPOTZFY APP ডাউনলোড করতে নিচের স্ক্রিনশট দেখানো Download অপশনে ক্লিক করবেন-
অতঃপর আপনি Sportzfy আ্যাপ কোন ফোল্ডারে ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফোল্ডার সিলেক্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এতে উক্ত ফোল্ডারে এই অ্যাপ ডাউনলোড হবে-
এবার আপনি যে ফোল্ডারে Sportzfy অ্যাপ ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে প্রবেশ করে উক্ত অ্যাপ ইন্সটল করবেন। Sportzfy অ্যাপ ইন্সটল করার পর ওপেন করলে নিচের স্ক্রিনশটের মতো উক্ত অ্যাপের হোম পেজেই Indian Premier League নামে লাইভ খেলা দেখার অপশন দেখতে পারবেন। আইপিএলের যখন যে ম্যাচ হবে তখন এখানে সেই ম্যাচ দেখাবে। বর্তমানে চেন্নাই এবং বেঙ্গালুরু এর খেলা হচ্ছে। আইপিএল দেখার জন্য নিচের স্ক্রিনশট দেখানো অপশনে ক্লিক করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Sportzfy অ্যাপের মাধ্যমে মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখতে পারবেন-
আপনারা লক্ষ্য করলে নিচের স্ক্রিনশটের মতো Sportzfy অ্যাপে অনেকগুলো সার্ভার দেখতে পারবেন। যদি একটি সার্ভারে আইপিএল খেলা না দেখা যায় তাহলে আরেকটি সার্ভারে দেখবেন। আইপিএল খেলা দেখতে সমস্যা হলে এভাবে সার্ভার পরিবর্তন করে খেলা দেখতে পারবেন-
এই ছিলো Sportzfy অ্যাপের মাধ্যমে মোবাইলে আইপিএল খেলা দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী মোবাইলে Sportzfy অ্যাপের মাধ্যমে আইপিএল লাইভ ম্যাচ সহজেই দেখতে পারবেন। চলুন তাহলে মোবাইলে আইপিএল লাইভ খেলা দেখার আরেকটি অ্যাপ সম্পর্কে জেনে নেয়া যাক-
HD Streamz অ্যাপের মাধ্যমে আইপিএল খেলা লাইভ দেখার উপায়ঃ
মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখার অ্যাপগুলোর মধ্যে HD Streamz অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ। কেননা এই অ্যাপের মাধ্যমে ফ্রিতে আইপিএল খেলা লাইভ দেখার পাশাপাশি সকল খেলাধুলার লাইভ দেখা যায়। এছাড়াও এই অ্যাপের বিশেষত্ব হচ্ছে এখানে সকল দেশের অসংখ্য টিভি চ্যানেল রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে মোবাইলে দেখা যায়। HD Streamz অ্যাপের মাধ্যমে মোবাইলে আইপিএল লাইভ ম্যাচ দেখতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
HD Streamz অ্যাপ আপনারা প্লে স্টোরে খুঁজলেও পাবেন না। তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাপ ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করতে হবে। HD Streamz অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে HD Streamz App Download এই লিংকে প্রবেশ করবেন। অতঃপর একটু নিচে গেলেই এই অ্যাপ ডাউনলোড করার দুইটি অপশন দেখতে পাবেন। যেকোনো একটি অপশন থেকে HD Streamz অ্যাপ মোবাইলে ডাউনলোড করবেন-
এবার HD Streamz অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে মোবাইলে ইন্সটল করবেন। এরপর অ্যাপটি ওপেন করলে নিচের স্ক্রিনশটের মতো IPL T20 নামে একটি অপশন দেখতে পারবেন। আইপিএল খেলা লাইভ দেখার জন্য এই অপশনে ক্লিক করতে হবে-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো আইপিএল খেলা লাইভ দেখার অনেকগুলো লিংক দেখতে পারবেন। এখানে একেকটা লিংকে মূলত একেকটা চ্যানেল থাকে। আপনারা প্রথম থেকে সকল লিংক ওপেন করে দেখবেন। বাংলা, হিন্দি, ইংরেজি ইত্যাদি অনেক ভাষার চ্যানেল রয়েছে। আপনি যে ভাষায় আইপিএল খেলা দেখতে চাচ্ছেন সেই লিংক ওপেন করে আইপিএল খেলা দেখবেন। আমি প্রথম লিংক (ENG) ওপেন করলাম-
এখন আপনাকে Display over other apps এর পারমিশন দিতে হবে। এই পারমিশন দিলে আপনি HD STREAMZ অ্যাপ থেকে সরাসরি বাইরে বের হলেও লাইভ আইপিএল খেলা দেখতে পারবেন। অর্থাৎ মনে করুন আপনি ইউটিউব চালাচ্ছেন এবং মোবাইলের এক কর্নারে আইপিএল খেলা দেখতেছেন, ঠিক এরকম। তবে পারমিশন দেওয়ার জন্য Allow অপশনে ক্লিক করবেন-
Display over other apps অপশন টির পারমিশন দেয়ার জন্য নিচের স্ক্রিনশট দেখানো অপশন চালু করে দিবেন-
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো ছোট পর্দায় HD Streamz অ্যাপে আইপিএল লাইভ দেখতে পারবেন। তবে স্ক্রিন টি বড় করার জন্য নিচের স্ক্রিনশট দেখানো আইকনে ক্লিক করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো HD STREAMZ অ্যাপে মোবাইলের ফুল স্ক্রিনে আইপিএল খেলা লাইভ দেখতে পারবেন-
এছাড়াও আপনারা চাইলে HD Streamz অ্যাপে নিচের স্ক্রিনশট দেখানো সেটিং অপশন থেকে ভিডিও কোয়ালিটি কমিয়ে অথবা বাড়িয়ে আইপিএল খেলা দেখতে পারবেন-
এই ছিলো Hd Streamz অ্যাপের মাধ্যমে মোবাইলে আইপিএল লাইভ খেলা দেখার উপায়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই HD Streamz অ্যাপের মাধ্যমে মোবাইলে লাইভ আইপিএল ম্যাচ দেখতে পারবেন। তাহলে এবার আইপিএল খেলা দেখার ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানা যাক-
আরো জানুনঃ আইপিএল পয়েন্ট টেবিল.
মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখার ওয়েবসাইট ও লিংকঃ
আপনারা চাইলে মোবাইলে অ্যাপ ব্যবহার না করেও সরাসরি ওয়েবসাইটে আইপিএল খেলা লাইভ দেখতে পারবেন। আইপিএল খেলা লাইভ দেখার কিছু ওয়েবসাইট রয়েছে সেসব ওয়েবসাইট থেকে মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে ওয়েবসাইটগুলো ফ্রি।
যারা মোবাইলে অ্যাপের মাধ্যমে আইপিএল খেলা দেখতে চাচ্ছেন না তাদের জন্য আইপিএল খেলা দেখার ওয়েবসাইট কাজে আসবে। কেননা এতে মোবাইল অ্যাপের যেমন প্রয়োজন হবে না ঠিক তেমনি মোবাইল ছাড়া অন্যান্য ব্রাউজার যেমন কম্পিউটারেও ওয়েবসাইট থেকে সরাসরি আইপিএল খেলা লাইভ দেখা যাবে। নিম্নে আপনাদের জন্য জনপ্রিয় একটি ওয়েবসাইট সম্পর্কে বলবো সেই ওয়েবসাইট থেকে আপনারা মোবাইল অথবা কম্পিউটারে আইপিএল লাইভ ম্যাচ দেখতে পারবেন-
SMARTCRIC - আইপিএল লাইভ ম্যাচ দেখার ওয়েবসাইটঃ
মোবাইলে আইপিএল লাইভ ম্যাচ দেখার জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে smartcric. এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র আইপিএল খেলা নয় বরং আপনারা ক্রিকেটের সকল খেলাই লাইভ দেখতে পারবেন।
মোবাইলে সরাসরি ওয়েবসাইটে আইপিএল খেলা দেখার জন্য আপনারা প্রথমে smartcric.com এই লিংকে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশটের মতো Indian Premier League নামে একটি অপশন দেখতে পারবেন। আইপিএল খেলা সরাসরি দেখার জন্য Indian Premier League এই অপশনে প্রবেশ করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটএর মতো ভিডিও কোয়ালিটি অপশন দেখতে পারবেন। আপনি যে ভিডিও কোয়ালিটিতে আইপিএল খেলা লাইভ দেখতে চাচ্ছেন এখানে সেই ভিডিও কোয়ালিটি সিলেক্ট করবেন। যেহেতু আমি মিডিয়াম কোয়ালিটিতে দেখব তাই Medium অপশন সিলেক্ট করলাম-
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো মোবাইলে Smartcric ওয়েবসাইটের মাধ্যমে আইপিএল খেলা লাইভ দেখতে পারবেন-
আপনারা চাইলে নিচের স্ক্রিনশট দেখানো অপশনে ক্লিক করে ফুল স্ক্রিনে আইপিএল লাইভ ম্যাচ দেখতে পারবেন-
দেখুন ফুল স্ক্রিনে স্মার্ট ক্রিক ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলে আইপিএল খেলা দেখা যাচ্ছে-
এই ছিল Smartcric ওয়েবসাইটের মাধ্যমে আইপিএল খেলা লাইভ দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই মোবাইলে Smartcric ওয়েবসাইটের মাধ্যমে আজকের আইপিএল খেলা সরাসরি দেখতে পারবেন। এবার আপনারা আইপিএল লাইভ খেলা দেখার আরেকটি ওয়েবসাইট সম্পর্কে জানুন-
Freehit ওয়েবসাইটে আইপিএল খেলা দেখার উপায়ঃ
আইপিএল খেলা দেখার জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মধ্যে Freehit.eu ওয়েবসাইট অন্যতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সহো এই ওয়েবসাইটে আন্তর্জাতিক ও বিভিন্ন লীগের ক্রিকেট খেলার লাইভ এই ফ্রি দেখা যায়।
মোবাইলে সরাসরি এই ওয়েবসাইটে আইপিএল লাইভ খেলা দেখার জন্য প্রথমে https://freehit.eu/ এই লিংকে প্রবেশ করবেন। অতঃপর নিচের স্ক্রিনশটের মতো Indian Premier League নামে একটি অপশন দেখতে পারবেন। আইপিএল খেলা সরাসরি দেখার জন্য উক্ত অপশনে প্রবেশ করতে হবে-
এবার আপনি যে ভিডিও কোয়ালিটিতে আইপিএল খেলা লাইভ দেখতে চাচ্ছেন এখানে সেই ভিডিও কোয়ালিটি সিলেক্ট করবেন। মনে রাখবেন ভিডিও কোয়ালিটি যত ভালো হবে ইন্টারনেট (এমবি) খরচ তত বেশি হবে-
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো মোবাইলে freehit ওয়েবসাইটের মাধ্যমে আইপিএল খেলা লাইভ দেখতে পারবেন-
এছাড়াও আপনারা চাইলে নিচের স্ক্রিনশট দেখানো অপশনে ক্লিক করে freehit.eu ওয়েবসাইটে ফুল স্ক্রিনে আইপিএল লাইভ খেলা দেখতে পারবেন-
নিচের ছবিটি লক্ষ করলে বুঝতে পারবেন ফুল স্ক্রিনে Freehit ওয়েবসাইটের মাধ্যমে মোবাইলে আইপিএল লাইভ খেলা দেখা যাচ্ছে-
এই ছিলো Freehit ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএল লাইভ খেলা দেখার নিয়ম। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সহজেই মোবাইল অথবা কম্পিউটারে Freehit ওয়েবসাইটের মাধ্যমে আইপিএল খেলা লাইভ দেখতে পারবেন।
আরো দেখুনঃ মোবাইলে পাকিস্তান পিএসএল লাইভ খেলা দেখার উপায়.
আজকের আইপিএল লাইভ খেলা দেখার পদ্ধতি উপসংহারঃ
মোবাইলে আইপিএল খেলা লাইভ দেখার সকল পদ্ধতি উপরে দেখানো হয়েছে। উপরে আইপিএল খেলা দেখার অ্যাপ ও ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানানোর পাশাপাশি সেই অ্যাপ ও ওয়েবসাইটগুলো থেকে কিভাবে আইপিএল খেলা লাইভ দেখতে হয় সেটি দেখানো হয়েছে। এখানে দেখানো অ্যাপ এবং ওয়েবসাইটের মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটার মাধ্যমে আইপিএল ম্যাচ লাইভ দেখতে পারবেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা আইপিএল লাইভ খেলা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন।