অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের মনোবিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের মনোবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও আপনার সিলেবাস অনুযায়ী অনার্স মনোবিজ্ঞান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা এই পোস্ট থেকে জানতে পারবেন।


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • General Psychology (213401)

  • Experimental Psychology (213403)

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (Compulsory) (211501)


(নিচের যেকোনো তিনটি সাবজেক্ট নিতে হবে) 

  • Introducing Sociology (212009)

Or

  • Introduction to Social Work (212111) 

  • Introduction to Political Theory (211909)


  • Introduction to Philosophy (211709)

Or

  • Principles of Economics (212209)

  • Fundamentals of Mathematics (213709)

Or

  • Introduction to Statistics (213607)

  • Zoology – 1 (213105)

Or 

  • Introduction to Geography and Environment (213207)

  • Introduction to Computer (215021)


এই হচ্ছে NU honours 1st year psychology department book list. উপরে অনার্স প্রথম বর্ষের মনোবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ২য় বর্ষের মনােবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

মনোবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষ থেকে যখন আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তখন আপনাকে অনার্স ২য় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের লিস্ট জানতে হবে। বর্তমানে অনার্স ২য় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের জন্য কিছু বই পড়তে হয়। উক্ত বইয়ের তালিকা হচ্ছে-


  • Developmental Psychology - I

  • Statistics in Psychology - I

  • Psychological Testing

  • Bangladesh Philosophy

  • Political Organization and Political System of UK and USA Or Bangladesh Economy
  • Structured Programming Language

  • Calculus-II অথবাঃ Methods of Statistics


যেকোনো একটি সাবজেক্টঃ 

  • Sociology of Bangladesh - বাংলাদেশের সমাজবিজ্ঞান। 

Or 

  • Bangladesh Society and Culture - বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। 


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • English (Compulsory)


এই হচ্ছে NU honours 2nd year psychology department book list. উপরে অনার্স ২য় বর্ষের মনােবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের মনােবিজ্ঞান বিভাগের বই English (Compulsory) বাধ্যতামূলক রয়েছে। তবে এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে। 


অনার্স ৩য় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

এখন অনার্স ৩য় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • মনোবিজ্ঞানের ইতিহাস (২৩৩৪০১)

  • বিকাশ মনোবিজ্ঞান-২ (২৩৩৪০৩)

  • মনোবিজ্ঞানে পরিসংখ্যান-২ (২৩৩৪০৫)

  • সমাজ মনোবিজ্ঞান (২৩৩৪০৭)

  • শরীরবৃত্তীয় মনোবিজ্ঞান (২৩৩৪০৯)

  • গবেষণা পদ্ধতি (২৩৩৪১১)

  • অস্বভাবী মনোবিজ্ঞান (২৩৩৪১৩)


এই ছিলো NU honours 3rd year psychology department book list. উপরে অনার্স ৩য় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট সাবজেক্টের কোড সহো দেয়া হয়েছে।


অনার্স ৩য় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের ছবিঃ

উপরে আমি আপনাদেরকে অনার্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম বলেছি। এবার আপনারা অনার্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের সকল বইয়ের ছবি দেখুন-


অনার্স ৩য় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের ছবি


এই ছিল অনার্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের সকল বইয়ের ছবি। আপনারা উপরে দেয়া ছবি দেখার মাধ্যমে অনার্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের সকল বই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন।


অনার্স ৪র্থ বর্ষের মনোবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ৪র্থ বর্ষের মনোবিজ্ঞান বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের মনোবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Theories of Motivation (243401)

  • Theories of Learning (243403)

  • Theories of Perception (243405)

  • Theories of Personality (243407)

  • Educational Psychology (243409)

  • Industrial-Organizational Psychology (243411)

  • Counseling Psychology (243413)

  • Clinical Psychology (243415)

  • Viva-Voce - মৈখিক পরীক্ষা (243418)


এই হচ্ছে NU honours 4th year psychology department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার মনোবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

আপনারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের মনোবিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা অনার্সের মনোবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক করে পাশে থাকুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url