অনার্স সকল বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের বইয়ের তালিকা জানা জরুরী। কেননা অনার্সে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রতি বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ১ম বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে তিনটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর দুইটি সাবজেক্ট রয়েছে। বাকি একটি বই হচ্ছে "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট যেটি বাধ্যতামূলক এবং অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


মেজর সাবজেক্টঃ

  • Microbiology - অনুজীববিজ্ঞান (২১৩০০১)

  • Mycology - ছত্রাকবিজ্ঞান (২১৩০০৩)

  • Phycology - (শৈবাল বিজ্ঞান) (২১৩০০৫)


নন মেজর সাবজেক্টঃ

  • Chemistry-I - রসায়ন ১ (২১২৮০৭)

  • Zoology-I - প্রাণিবিজ্ঞান ১ (২১৩১০৫) 


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১) 


এই হচ্ছে NU honours 1st year botany department book list. উপরে অনার্স প্রথম বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


অনার্স ২য় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা‌ঃ

বর্তমানে অনার্স ২য় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বইয়ের মধ্যে প্রাক্টিক্যাল ও রয়েছে। অনার্স দ্বিতীয় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • Higher Cryptogams

  • Taxonomy of Angiosperms

  • Plant Anatomy and Embryology

  • Practical- II

  • General Chemistry-II

  • Environmental Chemistry

  • Zoology- II

  • Zoology Practical- II


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • English (Compulsory) 


এই হচ্ছে NU honours 2nd year botany department book list. উপরে অনার্স ২য় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বই English (Compulsory)  বাধ্যতামূলক নিতে হবে। কিন্তু এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে। 


অনার্স ৩য় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

বর্তমানে অনার্স ৩য় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে- 


  • Gymnosperm, Paleobotany and Palynology

  • Plant Physiology and Plant Nutrition

  • Plant Biochemistry 

  • Ecology and Environmental Science

  • Plant Pathology

  • Cytology and Cytogenetics

  • Genetics

  • Practical-III


এই হচ্ছে NU honours 3rd year botany department book list. উপরে অনার্স ৩য় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে।


অনার্স ৪র্থ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ

অনার্স ৪র্থ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই আটটি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Agronomy and Horticulture - কৃষিবিদ্যা এবং উদ্যানবিদ্যা (243001)

  • Economic Botany, Ethnobotany and Pharmacognosy (243003)

  • Limnology and Aquaculture (243005)

  • Biodiversity and Evolution - জীববৈচিত্র্য এবং বিবর্তন (243007)

  • Plant Breeding - উদ্ভিদ প্রজনন (243009)

  • Molecular Biology and Bioinformatics - আণবিক জীববিজ্ঞান এবং বায়োইনফরমেটিক্স (243011)

  • Biostatistics and Research Methodology - জৈব পরিসংখ্যান এবং গবেষণা পদ্ধতি (243013)

  • Biotechnology and Genetic Engineering (243015)

  • Viva-Voce - মৌখিক পরীক্ষা (243018)


এই হচ্ছে NU honours 4th year botany department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

আশা করছি আপনারা এই পোস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। তবে যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক করে পাশে থাকুন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url