অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের বাংলা বিভাগের সকল শিক্ষার্থীদের বইয়ের তালিকা জানা জরুরী। কেননা অনার্সে বাংলা বিভাগের প্রতি বর্ষে বই পরিবর্তন হয়ে থাকে। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা দিব।
আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের বাংলা বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স বাংলা বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন।
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকাঃ
এখন অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে ৪টি বই মেজর কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর তিনটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো একটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবেন। "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
মেজর সাবজেক্টঃ
- বাংলাদেশ এবং বাঙ্গালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীনকাল থেকে ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত) – ২১১০০১
- বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা – ২১১০০৩
- বাংলা কবিতা (১) – ২১১০০৫
- বাংলা উপন্যাস (১) – ২১১০০৭
নন মেজর সাবজেক্টঃ
- সমাজবিজ্ঞান পরিচিতি – ২১১০০৯
- সমাজকর্ম পরিচিতি – ২১২১১১
- রাজনৈতিক তত্ত্ব পরিচিতি – ২১১৯০৯
বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ
- স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – ২১১০০১
এই হচ্ছে NU honours 1st year bangla department book list. উপরে অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজকর্ম পরিচিত ও রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এই ৩টি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে।
অনার্স ২য় বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকাঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ৮টি বই পড়তে হয়। এই আটটি বইয়ের তালিকা হচ্ছে-
- বাংলা সাহিত্যের ইতিহাস – ১
- বাংলা কবিতা – ২
- বাংলা নাটক – ১
- মধ্যযুগের কবিতা।
- বাংলাদেশের সমাজবিজ্ঞান।
- বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি।
- রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা।
- English Compulsory
এই ছিলো NU honours 2nd year bangla department book list. উপরে অনার্স ২য় বর্ষের বাংলা বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের বই English বাধ্যতামূলক থাকবে। তবে এই সাবজেক্ট নন ক্রেডিট হিসেবে থাকবে।
অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমানে অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-
- বাংলা প্রবন্ধ ১
- বাংলা সাহিত্যের ইতিহাস ২
- প্রাচীন ও মধ্যযুগের কবিতা।
- বাংলা ছোট গল্প ১
- বাংলা উপন্যাস ২
- ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য।
- রূপতত্ত্ব, রসতত্ত্ব, অলংকার, ছন্দ।
- বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য।
এই ছিলো NU honours 3rd year bangla department book list. উপরে অনার্স ৩য় বর্ষের বাংলা বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকাঃ
বর্তমান সময়ে অনার্স ৪র্থ বর্ষের বাংলা বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-
- বাংলা সাহিত্যের ইতিহাস ৩ (বাংলাদেশের সাহিত্যের ধারা ১৯৪৭-২০০০ খ্রি. পর্যন্ত) (২৪১০০১)
- বাংলা উপন্যাস ৩ (২৪১০০৩)
- পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি - (২৪১০০৫)
- বাংলা নাটক ২ - (২৪১০০৭)
- অনুবাদে চিরায়ত সাহিত্য (২৪১০০৯)
- বাংলা ছোটগল্প ২ (২৪১০১১)
- বাংলা কবিতা ৩ (২৪১০১৩)
- ধ্বনিবিজ্ঞান ও ভাষাবিজ্ঞান (২৪১০১৫)
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য (২৪১০১৭)
- Viva-voce - মৌখিক পরীক্ষা (২৪১০১৮)
এই হচ্ছে NU honours 4th year bangla department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার বাংলা বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।
উপসংহারঃ
আশা করছি আপনারা এই পোস্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের বাংলা বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের বাংলা বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। তবে যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
ধন্যবাদ
ভাইয়া, কোন প্রকাশনীর বইগুলো ভালো হবে? বাংলা সাহিত্যের অংশগুলোর জন্য