অনার্স সকল বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের বই সমূহের তালিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রতি বর্ষে আলাদা আলাদা বই পড়তে হয়। এই কারনে অনার্সের প্রাণিবিজ্ঞান বিভাগের সকল বর্ষের বইয়ের নাম জেনে রাখা জরুরী। এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা এই পোস্ট থেকে অনার্সের প্রাণিবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও অনার্স প্রাণিবিজ্ঞান বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা আপনার সিলেবাস অনুযায়ী জানতে পারবেন। 


অনার্স ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের জন্য ৫টি বই পড়তে হয়। এই পাঁচটি বইয়ের মধ্যে দুইটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর দুইটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো একটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে। বাকি একটি সাবজেক্ট "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" হচ্ছে বাধ্যতামূলক যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


মেজর সাবজেক্টঃ

  • Introduction to Zoology - প্রাণিবিজ্ঞান পরিচিতি (২১৩১০১)

  • Animal diversity-1 - প্রাণীবৈচিত্র ১ (২১৩১০৩)

  • Botany-1 - স্নাতক উদ্ভিদবিজ্ঞান ১ (২১৩০০৭)

নন মেজর সাবজেক্টঃ 

  • Chemistry-1 - রসায়ন ১ (২১২৮০৭)

অথবাঃ 

  • Biochemistry-1 - বায়োকেমিস্ট্রি ১ (২১২৯০৫)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (২১১৫০১)


এই হচ্ছে NU honours 1st year zoology department book list. উপরে অনার্স প্রথম বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া রসায়ন ১ এবং বায়োকেমিস্ট্রি ১ এই ২টি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে। 


অনার্স ২য় বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ২য় বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের জন্য নিম্নে দেয়া ৭টি বই পড়তে হয়। অনার্স দ্বিতীয় বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে- 


  • প্রাণিবৈচিত্র্য - ২ (২২৩১০১)

  • তুলনামূলক শারীরস্থান (২২৩১০৩) 

  • পরিবেশ জীববিজ্ঞান (২২৩১০৫)

  • উদ্ভিদ বিজ্ঞান - ২ (২২৩০০৭) 

  • পরিবেশ রসায়ন (২২২৮০৯)


যে কোন একটিঃ 

  • রসায়ন - ২ (২২২৮০৭) 

অথবাঃ 

  • প্রাণরসায়ন - ২ (২২২৯০৯)


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • English (Compulsory) (২২১১০৯)


এই হচ্ছে NU honours 2nd year zoology department book list. উপরে অনার্স ২য় বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। উপরের রসায়ন - ২ এবং প্রাণরসায়ন - ২ এই দুইটি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের বই English (Compulsory) অর্থাৎ নন ক্রেডিট হিসেবে থাকবে। 


অনার্স ৩য় বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে-


  • Evolution, Palaeontology and Zoogeography 

  • Ecology

  • Genetics and Animal Breeding

  • Developmental Biology and Ethology 

  • Human Physiology

  • Systematics, Demography and Family Planning

  • Cell and Molecular Biology

  • Zoology Practical-III


এই হচ্ছে NU honours 3rd year zoology department book list. উপরে অনার্স ৩য় বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে।


অনার্স ৪র্থ বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকাঃ 

অনার্স ৪র্থ বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। এই আটটি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের প্রাণিবিজ্ঞান বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Applied and Economic Zoology - ফলিত এবং অর্থনৈতিক প্রাণিবিদ্যা (243101)

  • Genetic Engineering and Biotechnology - জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি (243103)

  • Biostatistics and Research Methodology - জৈব পরিসংখ্যান এবং গবেষণা পদ্ধতি (243105)

  • Microbiology and Radiation Biology - মাইক্রোবায়োলজি এবং রেডিয়েশন বায়োলজি (243107)

  • Parasitology - পরজীবীবিদ্যা (243109)

  • Entomology - কীটতত্ত্ব (243111)

  • Fisheries Biology - ফিশারিজ বায়োলজি (243113)

  • Wildlife Biology - বন্যপ্রাণী জীববিজ্ঞান (243115)

  • Viva-voce - মৌখিক পরীক্ষা (243118)


এই হচ্ছে NU honours 4th year zoology department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার প্রাণিবিজ্ঞান বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

ইতিমধ্যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের প্রাণিবিজ্ঞান বিভাগের বই সমূহের তালিকা জানতে পেরেছেন। আমরা এখানে অনার্সের প্রাণিবিজ্ঞান বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সবচেয়ে নির্ভরযোগ্য ও আপডেট তথ্য দিয়েছি। যদি আপনারা বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url