অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের গ্রন্থাগার বিভাগের বইয়ের তালিকা

আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের গ্রন্থাগার বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে চাচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন। কেননা এই পোস্টে আমি আপনাদেরকে অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের গ্রন্থাগার বিভাগের বইয়ের তালিকা দিব। 


আপনারা উক্ত তালিকাগুলো থেকে অনার্সের গ্রন্থাগার বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষে কোন কোন বই পড়তে হবে বিস্তারিত তথ্যসহ জানতে পারবেন। এছাড়াও আপনার সিলেবাস অনুযায়ী অনার্স গ্রন্থাগার বিভাগের প্রতিটি বর্ষের জন্য আলাদা আলাদা বইয়ের তালিকা এই পোস্ট থেকে জানতে পারবেন।


অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের গ্রন্থাগার বিভাগের বইয়ের তালিকা


অনার্স ১ম বর্ষের গ্রন্থাগার বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ১ম বর্ষের গ্রন্থাগার বিভাগের জন্য ৬টি বই পড়তে হয়। এই ছয়টি বইয়ের মধ্যে চারটি বই (মেজর) কোর্সের অন্তর্ভুক্ত এবং নন মেজর তিনটি সাবজেক্ট রয়েছে যার মধ্যে যেকোনো একটি নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে। "স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস" সাবজেক্ট হচ্ছে বাধ্যতামূলক (compulsory) যেটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে নিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের গ্রন্থাগার বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে- 


মেজর সাবজেক্টঃ

  • Foundations of Library and Information Science (213801)

  • Basics of Classification and Cataloguing (213803)

  • Introduction to Computer and Communication Technologies (213805)

  • Management of Library and Information Centre (213807)


নন মেজর সাবজেক্ট- (যেকোনো ১টি) 

  • Introducing Sociology - সমাজবিজ্ঞান পরিচিতি (212009)

Or,

  • Introduction to Social Work - সমাজকর্ম পরিচিতি (212111)

Or,

  • Introduction to Political Theory - রাজনৈতিক তত্ত্ব পরিচিতি (211909)


বাধ্যতামূলক Compulsory সাবজেক্টঃ

  • স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (211501)


এই NU honours 1st year library and information science department book list. উপরে অনার্স প্রথম বর্ষের গ্রন্থাগার বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে। তবে উপরে দেয়া সমাজবিজ্ঞান পরিচিতি, সমাজকর্ম পরিচিতি এবং রাজনৈতিক তত্ত্ব পরিচিত এই ৩টি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে। 


অনার্স ২য় বর্ষের গ্রন্থাগার বিভাগের বইয়ের তালিকা‌ঃ 

গ্রন্থাগার বিভাগে অনার্স প্রথম বর্ষ থেকে যখন আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তখন আপনাকে অনার্স ২য় বর্ষের গ্রন্থাগার বিভাগের বইয়ের নাম জানতে হবে। বর্তমানে অনার্স ২য় বর্ষের গ্রন্থাগার বিভাগের জন্য ৭টি বই পড়তে হয়। এই সাতটি বইয়ের তালিকা হচ্ছে- 


  • Records and Archives Management

  • Information Sources and Services

  • Information Resources Development

  • Information Resource Sharing

  • Political Organization and The Political System of UK and USA

যেকোনো একটি সাবজেক্টঃ

  • Sociology of Bangladesh - বাংলাদেশের সমাজবিজ্ঞান। 

অথবাঃ 

  • Bangladesh Society and Culture - বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি। 


বাধ্যতামূলক (Compulsory) সাবজেক্টঃ

  • English (Compulsory)


এই হচ্ছে NU honours 2nd year library and information science department book list. উপরে অনার্স ২য় বর্ষের গ্রন্থাগার বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট দেয়া হয়েছে। উপরের বাংলাদেশের সমাজবিজ্ঞান এবং বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই দুইটি সাবজেক্টের মধ্যে যেকোনো একটি সাবজেক্ট নিতে হবে। তবে উপরে দেয়া অনার্স দ্বিতীয় বর্ষের গ্রন্থাগার বিভাগের বই English (Compulsory) অর্থাৎ নন ক্রেডিট হিসেবে থাকবে।


অনার্স ৩য় বর্ষের গ্রন্থাগার বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৩য় বর্ষের গ্রন্থাগার বিভাগের জন্য ৮টি বই পড়তে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের গ্রন্থাগার বিভাগের সকল বইয়ের তালিকা হচ্ছে- 


  • Information Networking and Resource Sharing (233801)

  • Database Design and Application (233803)

  • Documentation (233805)

  • International and Comparative Librarianship (233807)

  • Research Methodology and User Studies (233809)

  • Automation of Library and Information Centres (233811)

  • Indexing and Abstracting (233813) 

  • Information and Communication (233815)


এই হচ্ছে NU honours 3rd year library and information science department book list. উপরে অনার্স ৩য় বর্ষের গ্রন্থাগার বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট সাবজেক্টের কোড সহো দেয়া হয়েছে।


অনার্স ৪র্থ বর্ষের গ্রন্থাগার বিভাগের বইয়ের তালিকাঃ 

বর্তমানে অনার্স ৪র্থ বর্ষের গ্রন্থাগার বিভাগের জন্য ৯টি বই পড়তে হয়। এই নয়টি বই ছাড়াও Viva-voce নামে মৌখিক পরীক্ষা রয়েছে যেটি অনার্স চতুর্থ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীকে দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের গ্রন্থাগার বিভাগের সকল বইয়ের তালিকা বিষয় কোড সহ হচ্ছে-


  • Organization of Knowledge (Classification Theory) (243801)

  • Organization of Knowledge (Cataloguing Theory) (243803)

  • Systems Analysis and Design (243805)

  • New Technologies Current Trends in Information Systems (243807)

  • Information Production Marketing and Public Relation (243809)

  • Information Retrieval Techniques (243811)

  • Advanced Bibliography (243813)

  • Viva Voce - মৌখিক পরীক্ষা (243822)


এই হচ্ছে NU honours 4th year library and information science department book list. উপরে অনার্স ফাইনাল ইয়ার গ্রন্থাগার বিভাগের সকল বইয়ের নাম ও লিস্ট বিষয় কোড সহ দেয়া হয়েছে।


উপসংহারঃ 

আপনারা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের গ্রন্থাগার বিভাগের সকল বর্ষের বইয়ের তালিকা জানতে পেরেছেন। তবে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা অনার্সের গ্রন্থাগার বিভাগের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের বইয়ের লিস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট অথবা আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। এরকম শিক্ষামূলক আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন।

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url