সহজেই ইংরেজিতে ঠিকানা লেখার সঠিক নিয়ম জেনে নিন (নমুনা সহ)

বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে ইংরেজিতে ঠিকানা লিখতে হয়। কিন্তু অনেকেই রয়েছেন যারা ইংরেজিতে ঠিকানা লেখার নিয়ম না জানার কারণে ইংরেজিতে ঠিকানা লিখতে পারে না। যদি আপনি ইংরেজিতে ঠিকানা লেখার পদ্ধতি না জানেন তাহলে এই পোস্ট আপনার জন্য। 


কারণ এই পোস্টে আমি "কিভাবে ইংরেজিতে ঠিকানা লিখতে হয়" সেটি দেখাবো। আপনারা ইংরেজিতে ঠিকানা লেখার সঠিক উপায় জানার মাধ্যমে খুব সহজেই ইংরেজিতে সকল ধরনের ঠিকানা লিখতে পারবেন। তাহলে এবার ইংরেজিতে সকল প্রকার ঠিকানা লেখার পদ্ধতিগুলো জেনে নিন- 


ইংরেজিতে ঠিকানা লেখার নিয়ম


ইংরেজিতে সঠিক ঠিকানা লেখার গুরুত্বঃ 

ইংরেজিতে সঠিক ঠিকানা লেখার গুরুত্ব অনেক। আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ইংরেজিতে ঠিকানা লিখতে হয়। যদি আমরা ইংরেজিতে ঠিকানা লিখতে গিয়ে ভুল ঠিকানা দেই তাহলে পরবর্তীতে বড় ধরনের সমস্যায় পড়বো। যেমন মনে করুন আপনি অনলাইনে কিছু কিনেছেন। অতঃপর সেটা বাড়িতে বসেই সেটি নেওয়ার জন্য আপনাকে আপনার ঠিকানা দিতে হবে। আপনার দেয়া ঠিকানায় আপনার ক্রয় করা পণ্য ওরা পৌঁছে দিবে। এখন যদি আপনি আপনার সঠিক ঠিকানা দিতে না পারেন অর্থাৎ ভুল ঠিকানা দেন তাহলে সেই পার্সেল বা পণ্য আপনি পাবেন না। তখন আপনাকে হয়রানির শিকার হতে হবে। 


এছাড়াও অনেক সময় অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পর আমাদেরকে ঠিকানা দিতে হয়। যদি আপনি ইংরেজিতে ঠিকানা লেখার নিয়ম না জানেন তাহলে সেখানে আপনার ঠিকানা ইংরেজিতে সঠিকভাবে দিতে পারবেন না। আর যদি আপনি সেইসব ওয়েবসাইটে ইংরেজিতে নিজের ঠিকানা সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনার একাউন্ট তারা আপ্রুভ করবে না। 


এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষায় সঠিক নিয়মে ইংরেজিতে ঠিকানা লেখার প্রয়োজন হয়ে থাকে। চাকরির ইন্টারভিউতে যদি আপনাকে আপনার ঠিকানা ইংরেজিতে লিখতে বলে আর যদি আপনি আপনার ঠিকানা ইংরেজিতে না লিখতে পারেন তাহলে তো বুঝতেই পারবেন কেমন সমস্যা। এই কারণে ইংরেজিতে নিজের ঠিকানা লেখার নিয়ম জেনে রাখা ভালো। 


এছাড়াও যদি আপনি কোথাও বেড়াতে যান তাহলে অবশ্যই নিজের সম্পূর্ণ ঠিকানা জেনে রাখবেন এবং সেটা লেখার পদ্ধতিও জেনে রাখবেন। কারণ যদি পরবর্তীতে কোথাও কোন সমস্যা হয় তাহলে আপনার ঠিকানা জানা থাকলে এবং ঠিকানা সঠিকভাবে লিখতে পারলে সহজেই আপনি আবার ফিরে আসতে পারবেন। 


এছাড়াও অন্যের কাছে চিঠি পাঠানো জন্য ইংরেজিতে ঠিকানা লেখার প্রয়োজন হয়। যদি আপনি কাউকে ইংরেজিতে চিঠি পাঠান তাহলে সেই চিঠির খামে অবশ্যই আপনার এবং আপনি যার কাছে চিঠি পাঠাচ্ছেন তার ঠিকানা ইংরেজিতে সঠিকভাবে লিখতে হবে। আর যদি আপনি ভুল ঠিকানা দেন তাহলে আপনার চিঠি ভুল জায়গায় যাবে। 


অর্থাৎ ইংরেজিতে সঠিকভাবে ঠিকানা লেখার গুরুত্ব অনেক। আপনার ঠিকানা লেখার উপর নির্ভর করবে আপনি যে কাজের জন্য ঠিকানা লিখছেন সেই কাজ হবে কিনা। ঠিকানা যদি ঠিক থাকে তাহলে তো আপনার কাজ হবে আর যদি ঠিকানা ভুল হয় তাহলে সমস্যা হবে। তাহলে এবার ইংরেজিতে ঠিকানা লেখার সঠিক নিয়ম জেনে নিন- 


ইংরেজিতে ঠিকানা লেখার নিয়মঃ 

ইংরেজিতে ঠিকানা লেখার নিয়ম অনেক সহজ। আপনারা খুব সহজেই আপনাদের ঠিকানা ইংরেজিতে লিখতে পারবেন। তবে ইংরেজিতে বিভিন্ন ধরনের ঠিকানা লেখার প্রয়োজন হয়। তাছাড়া জায়গার ধরন অনুযায়ী ঠিকানা লেখার পদ্ধতি আলাদা হয়ে থাকে। সাধারণত যেসব জায়গার ঠিকানা লিখতে হয়- 


  • গ্রামের ঠিকানা 

  • শহরের ঠিকানা 

  • চিঠির খামের উপর ঠিকানা 


গ্রাম এবং শহর আলাদা হওয়ায় এদের ঠিকানা লেখার পদ্ধতিও আলাদা। গ্রামের ক্ষেত্রে একভাবে ঠিকানা লিখতে হবে এবং শহরের ক্ষেত্রে আলাদাভাবে ঠিকানা লিখতে হবে। এছাড়াও চিঠির খামের উপর ইংরেজিতে ঠিকানা লেখার জন্য আলাদা পদ্ধতি অনুসরণ করতে হয়। আপনাদের সুবিধার জন্য নিচে গ্রামের, শহরের এবং চিঠির খামের উপর ইংরেজিতে ঠিকানা লেখার পদ্ধতি দেয়া হলো- 


ইংরেজিতে গ্রাম এলাকার ঠিকানা লেখার নিয়মঃ 

অনেক মানুষ গ্রামে বসবাস করে। গ্রামে বসবাস করা মানুষদেরকে অবশ্যই ইংরেজিতে গ্রাম এলাকার ঠিকানা লেখার নিয়ম জানতে হবে। ইংরেজিতে গ্রামের ঠিকানা লেখার পদ্ধতি অনেক সহজ। ইংরেজিতে গ্রাম এলাকার ঠিকানা লেখার জন্য প্রথমে আপনি বাড়ির নাম অর্থাৎ হোল্ডিং নং লিখবেন, এরপরে গ্রামের নাম, তারপর ডাকঘরের নাম ও নম্বর, তারপর পৌরসভা অথবা ইউনিয়নের নাম, তারপর থানার নাম, এরপর উপজেলা ও জেলার নাম দিতে হবে। 


তবে ইংরেজিতে ডাকঘর লেখার ক্ষেত্রে অবশ্যই ডাকঘরের নামের পর (-) hypen বা ব্র্যাকেট দিয়ে ডাকঘর কোড লিখবেন। যেমন, Post Office: Tobokpur - 2451, অথবা Post Office: Tobokpur (2451) 


বিঃদ্রঃ এখানে ডাকঘর বলতে পোস্ট অফিস বোঝানো হয়েছে। আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিসের নাম এবং সেই পোস্ট অফিসের কোড নাম্বার জেনে নিবেন। 


ইংরেজিতে গ্রামের ঠিকানা লেখার নমুনাঃ 

নিম্নে ইংরেজিতে গ্রামের ঠিকানা লেখার একটি নমুনা দেয়া হলো। যেভাবে আপনারা গ্রামের ঠিকানা ইংরেজিতে লিখবেন- 


House/ Holding: 6875, Village: Tabakpur, Post Office: Tobokpur - 2451, Union: Ulipur, Police Station: Ulipur, Upazila: Ulipur, District: Kurigram, 


এই হচ্ছে ইংরেজিতে গ্রামের ঠিকানা লেখার নমুনা। আশা করছি আপনারা উপরের নমুনা দেখার মাধ্যমে গ্রামের ঠিকানা ইংরেজিতে লেখার পদ্ধতি জানতে পেরেছেন। এবার আপনারা শহরের ঠিকানা ইংরেজিতে লেখার নিয়ম জেনে নিন- 


ইংরেজিতে শহরের ঠিকানা লেখার নিয়মঃ 

ইংরেজিতে শহরের ঠিকানা লেখার পদ্ধতি ইংরেজিতে গ্রামের ঠিকানা দেখার পদ্ধতি থেকে কিছুটা ভিন্ন। ইংরেজিতে গ্রামের ঠিকানা দেখার জন্য যেসব লিখতে হয় ইংরেজিতে শহরের ঠিকানা লেখার জন্য অন্য কিছু লিখতে হয়। তবে ইংরেজিতে শহরের ঠিকানা লেখার নিয়ম অনেক সহজ। শহরের ঠিকানা ইংরেজিতে লেখার জন্য প্রথমে বাসা নং লিখবেন, তারপর হাউজ নং লিখবেন, এরপর রাস্তা নাম্বার লিখবেন, এরপর সেক্টর এবং উক্ত জায়গার নাম লিখবেন। একটি উদাহরণ দেখে নিন- 


ইংরেজিতে শহরের ঠিকানা লেখার নমুনাঃ 

নিম্নে ইংরেজিতে শহরের ঠিকানা লেখার একটি নমুনা দেয়া হলো। যেভাবে আপনারা শহরের ঠিকানা ইংরেজিতে লিখবেন- 


Flat- #8(B),  House- #08, Road- 15, Sector- 5, Uttara, Dhaka- 125, 


এই হচ্ছে ইংরেজিতে শহরের ঠিকানা লেখার নমুনা। আশা করছি আপনারা উপরের নমুনা দেখার মাধ্যমে শহরের ঠিকানা ইংরেজিতে লেখার পদ্ধতি জানতে পেরেছেন। এবার আপনারা ইংরেজিতে চিঠির খামের উপর ঠিকানা লেখার নিয়ম জেনে নিন- 


ইংরেজিতে খামের উপর ঠিকানা লেখার নিয়মঃ 

চিঠি লেখার পর সেই চিঠি পাঠানোর জন্য খামের উপর ঠিকানা লিখতে হয়। খামের উপর দুইটি অংশ থাকে এবং দুইটি ঠিকানা লিখতে হয়। একটি হচ্ছে প্রেরক অংশ এবং আরেকটি হচ্ছে প্রাপক অংশ। যে ব্যক্তি চিঠি লিখেন অর্থাৎ যে ব্যক্তি চিঠি পাঠান তিনি হচ্ছেন প্রেরক। যার কাছে চিঠি পাঠানো হয় অর্থাৎ যে ব্যক্তি চিঠি গ্রহণ করবেন তিনি হচ্ছে প্রাপক। 


প্রেরক অংশে যে ব্যক্তি চিঠি পাঠায় তার ঠিকানা এবং প্রাপক অংশে যার কাছে চিঠি পাঠানো হবে তার ঠিকানা লিখতে হয়। এক্ষেত্রে চিঠির খামের বাম দিকে প্রেরক এর নামের আগে From এবং ডান দিকে প্রাপকের নামের আগে To লিখতে হয়। নিচের ছবিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন- 


ইংরেজিতে খামের উপর ঠিকানা লেখার নিয়ম


আপনারা উপরের ছবি লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে খামের উপর ইংরেজিতে ঠিকানা লিখতে হয়। আপনারা উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী চিঠির খামের উপর সহজেই ইংরেজিতে ঠিকানা লিখতে পারবেন। 


এই ছিল ইংরেজিতে ঠিকানা লেখার নিয়ম। উপরে ইংরেজিতে ঠিকানা লেখার সকল ধরনের পদ্ধতি দেখানো হয়েছে। আশা করছি আপনারা গ্রামের, শহরের এবং চিঠির খামের উপর ইংরেজিতে ঠিকানা লেখার উপায় জানতে পেরেছেন। 


নিজের ঠিকানা জানার উপায়ঃ 

আপনারা চাইলে খুব সহজেই আপনার নিজের ঠিকানা বের করতে পারবেন। যদি আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি কার্ড থাকে তাহলে সেই এনআইডি কার্ডেই আপনার ঠিকানা দেয়া রয়েছে। আপনার এন আইডি কার্ডের পেছনে আপনার ঠিকানা বিস্তারিতভাবে দেখতে পারবেন। সেখানে আপনার গ্রামের নাম, ডাকঘর, জেলা, উপজেলা, পৌরসভা সহো সকল তথ্য দেয়া রয়েছে। আপনার এন আইডি কার্ডের পেছনের অংশ দেখেই আপনার ঠিকানা সম্পর্কে সম্পূর্ণ সঠিক ধারণা পাবেন। 


আরো পড়ুনঃ বাংলায় ঠিকানা লেখার নিয়ম


পরিশেষে বলতে চাচ্ছিঃ

ইংরেজিতে ঠিকানা লেখার নিয়ম নিয়ে এই পোস্ট আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। যদি এই পোস্ট আপনাদের ভালো লাগে এবং কাজে আসে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ইংরেজিতে নিজের ঠিকানা লেখার উপায় সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে এরকম সকল শিক্ষামূলক নতুন পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। 

Share This Article On:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url