ফেসবুক আইডি হ্যাক হলে বোঝার উপায় (হ্যাক হওয়ার সকল লক্ষণ)
ফেসবুক আইডিতে আমাদের পার্সোনাল গুরুত্বপূর্ণ তথ্যাবলী থাকে। যদি আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তাহলে পার্সোনাল তথ্য হ্যাকাররা জেনে আমাদের ক্ষতি করতে পারে। এই কারণে অবশ্যই আমাদের ফেসবুক আইডি হ্যাক হলে বোঝার উপায় জানতে হবে।
এই ব্লগ পোস্টের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক হওয়ার লক্ষণগুলো জানতে পারবেন। ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে বোঝা যায় সেটি জানার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা-
ফেসবুক আইডি কি হ্যাক হয়?
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের সিকিউরিটি সিস্টেম অনেক শক্তিশালী হয়েছে। এখন হ্যাকাররা চাইলে সহজে যেকোনো ফেসবুক একাউন্ট হ্যাক করতে পারেনা। ফেসবুক কর্তৃপক্ষ নিয়মিত তাদের ফেসবুক আপডেট করতেছে। ফেসবুকের সিকিউরিটি শক্তিশালী করার ফলে এখন হ্যাকাররা আগের মত যে কারো ফেসবুক আইডি হ্যাক করতে পারেনা।
কিন্তু হ্যাকাররা চাইলে এখনো ফেসবুক আইডি হ্যাক করতে পারে। এখন আপনি হয়তো ভাবতেছেন ফেসবুকের এত সিকিউরিটি থাকার ফলেও ফেসবুক আইডি হ্যাক হয় কিভাবে? মূলত ফেসবুক আইডি হ্যাক হয় আমাদের ভুলের কারণে। আমাদের ফেসবুক আইডিতে আমরা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করিনা।
এছাড়াও আরো কিছু বিষয় রয়েছে যেগুলো না মানার ফলে হ্যাকাররা সহজে আমাদের ফেসবুক আইডি হ্যাক করতে পারে। কিন্তু আমরা যদি আমাদের ফেসবুক আইডি শক্তিশালী রাখতে সকল পদক্ষেপগুলো গ্রহণ করি তাহলে হ্যাকাররা চাইলেও আমাদের ফেসবুক আইডি কখনো হ্যাক করতে পারবেনা।
ফেসবুক আইডি হ্যাক করা হয় কেনো?
হ্যাকাররা কখনো এমনি এমনি কারো ফেসবুক আইডি হ্যাক করেনা। হ্যাকাররা যখন একটি ফেসবুক আইডি টার্গেট করে হ্যাক করে তখন তার পিছনে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য থাকে। সাধারণত হ্যাকাররা ফেসবুক আইডির মালিকের কাছ থেকে টাকা আদায় করার জন্য ফেসবুক আইডি হ্যাক করে থাকে।
বিশেষ করে তারা এমন ফেসবুক আইডি খোঁজে যে ফেসবুক আইডির মালিক বড়লোক এবং সেই ফেসবুক আইডি হ্যাক করলে অনেক তথ্যাবলী পাওয়া যাবে। অতঃপর যদি সেই ফেসবুক আইডির সিকিউরিটি অনেক দুর্বল হয় তাহলে হ্যাকাররা সেই আইডি হ্যাক করে। তারপর আইডির মালিক কে বলে যদি সে টাকা না দেয় তাহলে তার ফেসবুক আইডিতে থাকা পার্সোনাল বিষয়গুলো ইন্টারনেটে ছড়িয়ে দেবে। এভাবে হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে অন্যের কাছে অবৈধভাবে টাকা নিয়ে থাকে।
এছাড়াও ফেসবুক আইডি হ্যাকাররা আরো একটি উদ্দেশ্যে হ্যাক করে থাকে। সেটি হচ্ছে আপনার ফেসবুক আইডি হ্যাক করে হ্যাকাররা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের সকলকে বলবে "আমি বিপদে পড়ছি আমার কিছু টাকা দাও"। তখন আপনার ফেসবুক ফ্রেন্ডরা ভাববে হয়তো আপনি সাহায্য চেয়ে টাকা চেয়েছেন। এভাবে আপনার ফ্রেন্ডরা হ্যাকারকে আপনাকে মনে করে টাকা দিবে এবং হ্যাকাররা টাকা নিয়ে উধাও হবে। এগুলো ছাড়াও আরো অনেক অসৎ উদ্দেশ্যে হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে থাকে। তবে এই দুটি হচ্ছে হ্যাকারদের ফেসবুক আইডি হ্যাক করার মূল কারণ।
আরো পড়ুনঃ ফেসবুক আইডি নিরাপদ রাখার উপায়.
ফেসবুক আইডি হ্যাক হলে বোঝার উপায়ঃ
এখন কথা হচ্ছে আপনার ফেসবুক আইডি আপনার অজান্তে কেউ চালাচ্ছে কিনা জানবেন কিভাবে? কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে আপনারা জানতে পারবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা। লক্ষণগুলো হচ্ছে-
- অপরিচিত ডিভাইসে ফেসবুক আইডি লগইন থাকা।
- অচেনা পোস্টে লাইক ও মন্তব্য করা।
- অজান্তে ফেসবুক আইডির মেসেজ সিন হওয়া।
- ফেসবুক আইডিতে প্রবেশ করতে না পারা।
- ফেসবুক আইডি না চালালেও এক্টিভ থাকা।
- ফেসবুক একাউন্টের ইমেইল ও নাম্বার পরিবর্তন হওয়া।
উপরোক্ত লক্ষণগুলো থাকলে বোঝা যায় ফেসবুক আইডি হ্যাক হয়েছে। চলুন তাহলে লক্ষণগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক-
অপরিচিত ডিভাইসে ফেসবুক আইডি লগইন থাকাঃ
আপনার ফেসবুক আইডি আপনি যেসব ডিভাইস থেকে লগইন করবেন সকল ডিভাইসের নাম এবং লোকেশন সেভ করা থাকে। আপনার ফেসবুক আইডি কোন কোন মোবাইল বা কম্পিউটার থেকে লগইন করা হয়েছিল সবগুলো ডিভাইসের নাম এবং লোকেশন জানতে পারবেন।
এটি চেক করে দেখবেন আপনার মোবাইল বা কম্পিউটার ছাড়া অন্য কোন মোবাইলে আপনার ফেসবুক আইডি লগইন হয়েছে কিনা। যদি দেখেন আপনার ফেসবুক আইডি আপনার মোবাইল ছাড়া অন্য কোন মোবাইলে লগইন হয়েছিল তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আপনার ফেসবুক আইডি যেসব ডিভাইসে লগইন করা হয়েছিল জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করবেন। আমি আপনাদেরকে ফেসবুক অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি। আপনারাও facebook অ্যাপে প্রবেশ করে নিচের স্ক্রিনশট দেখানো মেনু আইকনে ক্লিক করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মত Setting & Privacy নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই Setting & Privacy অপশনে প্রবেশ করতে হবে-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মতো Settings নামে আরো একটি অপশন দেখতে পারবেন। এখন এই Settings অপশনে প্রবেশ করবেন-
সেটিং অপশনে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো Password and security নামে আরেকটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই Password and security অপশনে প্রবেশ করতে হবে-
অতঃপর আপনারা নিচের স্ক্রিনশটের মতো Where you're logged in নামে একটি অপশন দেখতে পারবেন। আপনার ফেসবুক আইডি যেসব ডিভাইস থেকে লগইন করা হয়েছিল সবগুলো ডিভাইসের নাম এবং লোকেশন এখানে রয়েছে। সকল ডিভাইসের নাম এবং তালিকা দেখার জন্য নিচের স্ক্রিনশট দেখানো See all অপশনে ক্লিক করবেন-
অতঃপর নিচের স্ক্রিনশটের মতো আপনার ফেসবুক আইডি কোন কোন ডিভাইসে লগইন করা হয়েছিল সেই সকল ডিভাইসের নাম এবং লোকেশন দেখতে পারবেন। যদি এখানে অপরিচিত কোন মোবাইলের নাম দেখতে পারেন তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি সেই মোবাইল থেকে চালানো হচ্ছে।
এরকম কিছু দেখলে আপনারা নিচের স্ক্রিনশট দেখানো Log out of all season অপশনে ক্লিক করবেন। এতে আপনার ফেসবুক আইডি সকল ডিভাইস থেকে লগআউট হয়ে যাবে। অতঃপর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন।
এভাবে আপনার ফেসবুক আইডি যেসব ডিভাইসে লগইন করা হয়েছে সেই ডিভাইসগুলোর নাম দেখে জানতে পারবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা। যদি আপনার মোবাইল ছাড়া অন্য কোন মোবাইলে আপনার ফেসবুক আইডি লগইন থাকে তাহলে উপরে দেখানো নিয়মে সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডি লগআউট করে দিবেন। এরপর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে শক্তিশালী পাসওয়ার্ড দিবেন।
ফেসবুক আইডির অ্যাক্টিভিটি চেক করাঃ
আমরা ফেসবুকে যা করি সেটাই হচ্ছে ফেসবুক অ্যাক্টিভিটি। অর্থাৎ ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার সবকিছুই ফেসবুক অ্যাক্টিভিটির অংশ। আপনার ফেসবুক আইডির এক্টিভিটি চেক করার মাধ্যমে জানতে পারবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা।
অর্থাৎ আপনি ফেসবুকে অ্যাক্টিভিটি চেক করতে গিয়ে যদি দেখেন এমন কোন পোস্টে লাইক বা কমেন্ট রয়েছে যেসব পোস্টে আপনি লাইক, কমেন্ট করেননি তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে। ফেসবুক একটিভিটি চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
প্রথমে আপনার ফেসবুক আইডির প্রোফাইলে প্রবেশ করবেন। ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশট দেখানো থ্রি ডট আইকনে ক্লিক করবেন-
এবার আপনারা নিচের স্ক্রিনশটের মত Activity log নামে একটি অপশন দেখতে পারবেন। আমাদেরকে এই Activity log অপশনে প্রবেশ করতে হবে-
Activity log পেজে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মতো View Activity History নামে একটি অপশন দেখতে পারবেন। আপনারা এই View Activity History অপশনে প্রবেশ করবেন-
অতঃপর নিচের স্ক্রিনশটের মতো আপনার ফেসবুক আইডি থেকে করা সকল লাইক কমেন্ট দেখতে পারবেন। আপনার ফেসবুক আইডি থেকে যেসব কাজ করা হয়েছিল সবগুলো এখানে রয়েছে। এখন যদি দেখেন এখানে এমন কিছু কাজ করা হয়েছে যেটা আপনি করেননি তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। অর্থাৎ আপনার ফেসবুক আইডি কেউ চালাচ্ছে।
এই ছিল ফেসবুক অ্যাক্টিভিটি চেক করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা জানার উপায়। যদি আপনারা উপরে দেখানোর নিয়ম অনুযায়ী ফেসবুকে অ্যাক্টিভিটি অপশনে প্রবেশ করে দেখেন এমন কোনো পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বা অন্য কোনো কাজ করা হয়েছে যেটা আপনি করেননি তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি কেউ চালাচ্ছে। এভাবে বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা।
আরো পড়ুনঃ ফেসবুক আইডি ভেরিফাই করার নিয়ম ও সুবিধা.
আপনার অজান্তেই ফেসবুক আইডির মেসেজ সিন হওয়াঃ
অনেক সময় হ্যাকাররা আপনার ফেসবুক আইডির মেসেজ দেখার জন্য আপনার ফেসবুক আইডি হ্যাক করে। যখন কেউ আপনাকে মেসেজ পাঠায় তখন সে সাথে সাথেই সেই মেসেজ দেখে। যদি আপনার ফেসবুক আইডিতে কেউ মেসেজ পাঠায় এবং আপনি না দেখলেও যদি সেই মেসেজ seen হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার আগেই অন্য কেউ সেই মেসেজ দেখেছে। তখন আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে।
ফেসবুক আইডিতে প্রবেশ করতে না পারাঃ
হ্যাকাররা সাধারণত ফেসবুক আইডি হ্যাক করার পর সেই ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড পরিবর্তন করা থাকে। যদি হ্যাকার আপনার ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড পরিবর্তন করে তাহলে আপনি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবেন না। আপনি যখন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডিতে প্রবেশ করতে যাবেন তখন ভুল পাসওয়ার্ড দেখাবে।
যদি আপনি এরকম কিছু দেখতে পান এবং ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে কোড না আসে তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। যে আপনার ফেসবুক আইডি হ্যাক করেছে সে আপনার মোবাইল নাম্বার বা ইমেইল পরিবর্তন করার কারণে আপনার ফেসবুক আইডির মোবাইল নাম্বার বা ইমেলে কোড আসতেছে না। এরকম কিছু হলে বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে।
ফেসবুক আইডি আপনি না চালালেও এক্টিভ থাকাঃ
যদি আপনার ফেসবুক আইডি হ্যাক হয় তাহলে হ্যাকার যখন আপনার ফেসবুক আইডি চালাবে তখন সেই ফেসবুক আইডি এক্টিভ থাকবে। আপনি ফেসবুক না চালালেও যদি আপনার ফেসবুক আইডি একটিভ দেখায় তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি কেউ চালাচ্ছে।
আপনার ফেসবুক আইডি কেউ চালাচ্ছে কিনা সেটা বোঝার জন্য মাঝে মাঝে আপনার অন্য কোন ফেসবুক আইডিতে প্রবেশ করা দেখবেন আপনার টার্গেট করা আইডি একটিভ রয়েছে কিনা। যদি দেখেন আপনার টার্গেট করা আইডি একটিভ রয়েছে তাহলে বুঝবেন আপনার সেই আইডি কেউ চালাচ্ছে।
ফেসবুক একাউন্টের ইমেইল ও ফোন নাম্বার পরিবর্তন হওয়াঃ
যদি আপনার অজান্তে আপনার ফেসবুক একাউন্টের ইমেইল অথবা ফোন নাম্বার পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাকাররা আপনার ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইমেইল এবং ফোন নাম্বার পরিবর্তন করেছে।
আরো পড়ুনঃ ফেসবুক আইডি রিপোর্ট থেকে বাচার উপায়.
উপসংহারঃ
আপনার ফেসবুক আইডি আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করে কিনা যদি সেটি বুঝতে না পারেন তাহলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে। এখানে দেয়া ফেসবুক আইডি হ্যাক হওয়ার লক্ষণগুলোর মধ্যে যদি কোনোটা আপনার ফেসবুক একাউন্টের সাথে মিলে যায় তাহলে অবশ্যই দেরি না করে দ্রুত আপনার ফেসবুক আইডির নিরাপত্তার নিশ্চিত করবেন। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা এই পোস্ট সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।